কাশ্মীরে নতুন করে গোলাগুলির লড়াই শুরু হয়েছে ভারত এবং পাকিস্তান সেনা বাহিনীর মধ্যে। এখনো পর্যন্ত হতাহতের খবর নেই।
বিজ্ঞাপন
নতুন করে গুলির লড়াই শুরু হয়েছে জম্মু-কাশ্মীরের ভারত ও পাকিস্তানের সীমান্তে। ভারতীয় সেনা সূত্রের খবর, রোববার ভোর থেকে লড়াই শুরু হয়েছে। ভারতীয় সেনার এক আধিকারিকের দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানের দিক থেকেই প্রথম গোলাগুলি চালানো শুরু হয়। তবে এখনো পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সেনা সূত্র জানিয়েছে, রোববার ভোর পাঁচটা ৪৫ মিনিটে জম্মুর পুঞ্চ জেলার মানকোট সেক্টরে প্রথম গুলি চালাতে শুরু করে পাকিস্তানের সেনা। এর পর তারা মর্টারও ছোড়ে বলে অভিযোগ। পাল্টা আঘাত হানে ভারতীয় সেনা। রোববার গভীর রাত পর্যন্ত গোলাগুলি চলেছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত দুই তরফেই কোনও হতাহতের খবর মেলেনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে কেন ফের লড়াই শুরু হলো, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে।
কার, কতগুলো পারমাণবিক বোমা আছে
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর ২০২০ সালের জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, বিশ্বের নয়টি দেশের কাছে বর্তমানে ১৩,৪০০টি আণবিক বোমা আছে৷ তবে এ সব বোমার সংখ্যা কমানোর চেষ্টা অব্যাহত রয়েছে৷
ছবি: Getty Images/AFP/KCNA
রাশিয়ার কাছে সবচেয়ে বেশি
স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট সিপ্রি-র তথ্য অনুসারে রাশিয়ার কাছে বর্তমানে সবচেয়ে বেশি আণবিক বোমা রয়েছে৷ দেশটিতে এ ধরনের বোমার সংখ্যা ৬,৩৭৫টি৷ ১৯৪৯ সালে রাশিয়া প্রথম পারমাণবিক পরীক্ষা করেছিল৷
ছবি: Getty Images/AFP/N. Kolesnikova
দ্বিতীয় মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম পারমাণবিক বোমা বানিয়েছে এবং একমাত্র দেশ যারা যুদ্ধেও এই অস্ত্র ব্যবহার করেছে৷ দেশটির কাছে এখন ৫,৮০০ টি পারমাণবিক বোমা রয়েছে৷
ছবি: picture-alliance/AP Photo/H. Jamali
চীনও পিছিয়ে নেই
৩২০টি পারমাণবিক বোমা আছে চীনের৷ রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় সংখ্যাটা কম হলেও দেশটি ধীরে ধীরে এই সংখ্যা বাড়াচ্ছে৷ যেমন ২০১৯ সালেই তাদের কাছে ২৯০ টি বোমা ছিল৷ স্থল, আকাশ বা সমুদ্রপথে সেগুলো ছোঁড়া সম্ভব৷
ছবি: Getty Images
সাবমেরিনে পারমাণবিক বোমা
ফ্রান্সের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে ২৯০টি৷ এগুলোর অধিকাংশই রয়েছে সাবমেরিনে৷ দেশটির অন্তত একটি সাবমেরিন সবসময় পারমাণবিক বোমা নিয়ে টহল দেয়৷
ছবি: AP
যুক্তরাজ্যেরও আছে পারমাণবিক বোমা
২১৫টি পারমাণবিক বোমা রয়েছে যুক্তরাজ্যের কাছে৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এই দেশটি ১৯৫২ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়৷
ছবি: picture-alliance/dpa/J. Kaminski
দক্ষিণ এশিয়ায় এগিয়ে পাকিস্তান
ইতোমধ্যে তিনবার প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান৷ দেশটির আছে ১৬০টি আণবিক বোমা৷ সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে দেশটি৷ অনেকে আশঙ্কা করেন, প্রতিবেশীর সঙ্গে দেশটির লড়াই কোন এক সময় পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে৷
ছবি: picture-alliance/AP
থেমে নেই ভারত
পারমাণবিক বোমার সংখ্যা বাড়াচ্ছে ভারতও৷ দেশটি প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় ১৯৭৪ সালে৷ সিপ্রির তথ্য অনুযায়ী, তাদের কাছে এখন ১৫০টি বোমা রয়েছে৷ ভারত অবশ্য জানিয়েছে, তারা আগে কোনো দেশকে আঘাত করবে না, আর যেসব দেশের পারমাণবিক বোমা নেই, সেসব দেশের বিরুদ্ধে তারা এ ধরনের বোমা ব্যবহার করবে না কোনোদিন৷
ছবি: Reuters
ইসরায়েল সম্পর্কে তথ্য কম
ইসরায়েল অবশ্য নিজের দেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেমন কিছু জনসমক্ষে প্রকাশ করে না৷ যদিও দেশটির নব্বইটি পারমাণবিক ‘ওয়ারহেড’ আছে বলে উল্লেখ করেছে সিপ্রি৷
ছবি: Reuters/B. Ratner
উত্তর কোরিয়া সবার নীচে
পারমাণবিক অস্ত্র নিয়ে গোপনীয়তা অবলম্বন করে উত্তর কোরিয়াও৷ এখন দেশটির কাছে থাকা বোমার সংখ্যা আনুমানিক ৩০ থেকে ৪০টি৷
ছবি: Reuters
9 ছবি1 | 9
বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, প্রতি বছরই শীতের ঠিক আগে পাকিস্তানের দিক থেকে ভারতে 'জঙ্গি' ঢোকানোর চেষ্টা করে পাক সেনা। সে কারণেই এক দিকে ভারতীয় সেনাকে গোলাগুলির যুদ্ধে ব্যস্ত রেখে অন্য দিক থেকে অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা হয়। বস্তুত, রোববার সকালে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সীমান্তে একটি বড়সড় সুড়ঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে। ২০ থেকে ২৫ ফুট গভীর ওই সুড়ঙ্গ পাকিস্তান সীমান্ত থেকে ভারতে ঢোকার রাস্তা বলে অভিযোগ করেছেন তিনি। এর আগেও এ ধরনের সুড়ঙ্গের কথা জানিয়েছিল ভারত।
দিলবাগ জানিয়েছেন, ওই সুড়ঙ্গের পথ ধরেই কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। তবে এ বিষয়ে পাকিস্তানের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি।
ভারত-পাকিস্তানের মধ্যে কি শুধুই কাশ্মীর?
47:08
বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, সুড়ঙ্গ এবং জঙ্গলের পথ ধরে কাশ্মীরে অনুপ্রবেশ ঘটানোর জন্যই সীমান্তের অন্য প্রান্তে গুলিগোলার লড়াই শুরু করেছে পাকিস্তান সেনা।
তবে বিশেষজ্ঞদের অন্য অংশের বক্তব্য, নতুন করে ভারত-পাক সীমান্তে এই গুলির লড়াইয়ের পিছনে আরও বড় বিষয় রয়েছে। মাসখানেক আগেই ভারতীয় গোয়েন্দারা এনএসএ অজিত ডোভালের সঙ্গে বৈঠকে জানিয়েছিলেন, লাদাখ সংঘাত কাশ্মীর সীমান্তেও নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে চীন। এ বিষয়ে পাকিস্তানের সাহায্য চেয়েছে তারা। লাদাখের ভারত-পাক সীমান্তে পাকিস্তান সৈন্য বাড়িয়েছে বলে ভারতীয় গোয়েন্দারা জানিয়েছিলেন। একই সঙ্গে পুঞ্চ সহ বেশ কিছু অঞ্চলেও পাকিস্তান সেনা বাড়িয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল। ভারত এই মুহূর্তে লাদাখের প্যাংগং অঞ্চলে সব চেয়ে বেশি সেনা মোতায়েন করেছে। সেই সুযোগ কাজে লাগাতেই পাকিস্তান নতুন করে কাশ্মীর সীমান্তে উত্তেজনা তৈরির চেষ্টা করছে বলেই মনে করছেন তাঁরা।