1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীরে মেয়েদের ব্যান্ড

৬ ফেব্রুয়ারি ২০১৩

তিন কিশোরী, তাদের গানের শখ৷ তারা একটি রক ব্যান্ড চালু করলো৷ নাম রাখলো ‘প্রগাশ' – যার অর্থ প্রথম আলো৷ কিন্তু সেই আলো ঠিকমতো জ্বলার আগেই নিভে গেল৷ কারণ ফতোয়া৷

ছবি: picture alliance/AP Photo

কাশ্মীরের নিজস্ব সংস্কৃতি কে ‘কাশ্মীরিয়ৎ' বলা হয়৷ সেখানে গান-বাজনার ঐতিহ্য দীর্ঘকালের৷ অথচ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সরকারি মুফতি বশিরউদ্দিন আহমেদ ফতোয়া জারি করে ব্যান্ডের মেয়েদের গান বন্ধ করার নির্দেশ দিয়েছেন এবং রাজনৈতিক নেতাদের সমর্থন উপেক্ষা করতে বলেছেন৷

গোটা ঘটনার শুরু গত বছরের ডিসেম্বর মাসে৷ তিন স্কুল ছাত্রী মিলে ‘প্রগাশ' ব্যান্ড চালু করে৷ ফারাহ দিবা ড্রাম বাজায়, গিটারে অনিকা খালিদ ও নোমা নাজির গানও গাইতে পারে, গিটারও বাজাতে পারে৷ ডিসেম্বরে তারা প্রথম বার শ্রীনগরে সংগীত পরিবেশন করে৷ একটি সংগীত প্রতিযোগিতায় তারা তৃতীয় স্থান অধিকার করে৷ কিন্তু মঞ্চে তাদের প্রথম কনসার্টের পরেই সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়৷ একদল প্রশ্ন তোলে, কাশ্মীরের মতো মুসলিম প্রধান সমাজে এ ধরনের গান বা কনসার্ট আদৌ গ্রহণযোগ্য কিনা৷ কিছু মানুষ ইসলাম ধর্মে সংগীতের ভূমিকা নিয়ে আলোচনা শুরু করে৷ আরেক দল মুসলিম সমাজে নারীদের অবস্থানেরও উল্লেখ করে৷ অনেকে আবার অত্যন্ত কুরুচিকর ভাষায় সরাসরি তিন কিশোরীকে আক্রমণ করেছে৷

কাশ্মীরে চলমান সংকটের বাইরেও লড়তে হয় নারীদেরছবি: AP

তবে বেশ কিছু মানুষ রাজ্যে মেয়েদের এই প্রথম ব্যান্ডের সপক্ষেও মুখর হয়ে উঠেছিল৷ এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ‘প্রগাশ'-এর প্রতি সমর্থন জানিয়ে তাদের হয়রানির তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেন৷ বিরোধী দলের জোট হুরিয়ত কনফারেন্স মুখ্যমন্ত্রীর সমালোচনা করলেও ফতোয়ার পক্ষে সমর্থন জানায় নি৷

ফতোয়ার খবর শুনে তারা কোনো ঝুঁকি নিতে চায় নি৷ মুফতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছে, আমরা ব্যান্ড ভেঙে দিলাম৷ তাদের গানের শিক্ষক আদনান মাট্টু বলেন, মেয়েরা খুব ভয় পেয়ে গেছে এবং অবিলম্বে এই বিতর্ক শেষ করে দিতে চাইছে৷ ইন্টারনেটে তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর যে প্রচার অভিযান শুরু হয়েছে, তার পরিণাম হিসেবে প্রথমে তাদের লাইভ কনসার্ট বন্ধ করে দিতে হয়৷ তখন তারা একটি অ্যালবাম তৈরি করার দিকে মন দেয়৷ এবার মুফতির ফতোয়ার কথা শুনে সংগীত জগত থেকেই বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

এসবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ