কাশ্মীরে ‘সন্ত্রাসবাদীদের’ বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল সেনা। বৃহস্পতিবার রাতে ডেরা কি গলিতে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সেনার তরফ থেকে জানানো হয়েছে, কাশ্মীরের রাজৌরি পুঞ্চ এলাকার ডেরা কি গলিতে সেনার গাড়ি যখন যাচ্ছিল, তখন ‘সন্ত্রাসবাদীরা’ গুলি চালায়৷ বুধবার রাত থেকে এই অঞ্চলে অভিযানে নেমেছিল তারা। সেই অভিযান এখনো চলছে। গুলির লড়াই অব্যাহত আছে। সেনাবাহিনী জানিয়েছে, ‘সন্ত্রাসবাদীদের’ গুলিতে পাঁচজন সেনার মৃত্যু হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সূত্র খবর দিয়েছিল, সেখানে জঙ্গিরা আছে। সেইমতো সেনা ও পুলিশের যৌথ অপারেশন শুরু হয়। অপারেশন চলছে।
কাশ্মীরে আরো কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে
গত দুই সপ্তাহে রাজৌরিতে সন্ত্রাসী হানায় ছয়জনের মৃত্যু হয়েছে। তারপরেই সেখানে আরো প্রায় দুই হাজার আধাসেনা পাঠাচ্ছে কেন্দ্র।
ছবি: Faisal Bashir/SOPA Images via ZUMA Press Wire/picture alliance
দুই সপ্তাহে দুইটি ঘটনা
রাজৌরিতে পরপর দুই সপ্তাহে সন্ত্রাসবাদীরা দুইবার আক্রমণ শানিয়েছে। কয়েকটি হিন্দু পরিবারের উপর আক্রমণ করেছে তারা। দুই বাচ্চা-সহ ছয়জন মারা গেছেন। তারপরেই এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। এই পরিপ্রেক্ষিতেই আধা সামরিক বহিনীর আরো সদস্যকে পাঠানো হচ্ছে কাশ্মীরে।
ছবি: picture-alliance/AA/F. Khan
রোববারের ঘটনা
রোববার দুই সশস্ত্র সন্ত্রাসবাদী আপার ডাঙ্গরি গ্রামে তিনটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালায়। তাতে চারজন মারা যান। কয়েকজন আহত হয়েছেন। এরপরই পুরো গ্রাম নিরাপাত্তা বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছে।
ছবি: picture-alliance/dpa/F. Khan
ব্যাপক তল্লাশি অভিযান
রাজৌরিতে এখন সন্ত্রাসবাদীদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। প্রচুর পুলিশ ও আধা সামরিক বাহিনী ও সেনার জওয়ানরা মিলে তল্লাশি অভিযান চালাচ্ছে।
ছবি: picture-alliance/NurPhoto/N. Kachroo
কেন্দ্রের নির্দেশ
কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব ওই সন্ত্রাসবাদীদের ধরতে হবে। সেইমতো তল্লাশি চালানো হচ্ছে। এখনো তাদের খোঁজ পাওয়া যায়নি।
ছবি: AFP/H. Naqash
৭০ হাজার সিআরপিএফ
কাশ্মীর উপত্যকায় এখন ৭০ হাজার সিআরপিএফ মোতায়েন করা আছে। এখন সেই সংখ্যাটা আরো কিছুটা বাড়বে।
ছবি: Faisal Bashir/SOPA Images via ZUMA Press Wire/picture alliance
প্রবল প্রতিবাদ
এই দুই ঘটনার পর রাজৌরি জেলায়. মানুষ প্রবল প্রতিবাদ জানিয়েছেন বলে এনডিটিভি-র রিপোর্ট। এর আগে যখন পরপর কাশ্মীরি পন্ডিতদের হত্যা করা হয়েছিল, তখন তারাও ব্যাপক বিক্ষোভ দেখান। উপরের ছবিটি সেই বিক্ষোভের।
ছবি: Channi Anand/AP Photo/picture alliance
6 ছবি1 | 6
গত মাসে রাজৌরির কালাকোটেতে অপারেশন চালাবার সময় পাঁচজন সেনার মৃত্যু হয়েছিল। গত কয়েক মাস ধরে রাজৌরি-পুঞ্চ এলাকায় ‘সন্ত্রাসবাদীদের’ সঙ্গে সেনা ও পুলিশের একাধিক সংঘর্ষ হয়েছে। এলাকাটিকে ‘সন্ত্রাসবাদীদের হটবেড’ বলে চিহ্নিত করেছে নিরপত্তা বাহিনী।
গত এপ্রিল ও মে মাসে এই এলাকাতেই ১০ জন সেনা জওয়ান মারা গেছিলেন। ২০২১ এর পর থেকে এই এলাকা শান্ত ছিল। কিন্তু ২০২৩-এ এই এলাকা রীতিমতো অশান্ত হয়ে ওঠে।
গত দুই বছরে কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অপারেশনের সময় ৩৫ জন সেনার মৃত্যু হয়েছে।