1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সন্ত্রাসবাদভারত

কাশ্মীরে সন্ত্রাসীদের গুলি, বাস খাদে, মৃত নয়

১০ জুন ২০২৪

কাশ্মীরে তীর্থযাত্রীরা বাসে করে শিব খোরি মন্দিরে যাচ্ছিলেন। সন্ত্রাসবাদীরা বাসে গুলি করে। বাস খাদে পড়ে যায়।

জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন আহতকে নিয়ে আসা হচ্ছে।
সন্ত্রাসবাদীদের আক্রমণের পর বাস খাদে পড়ে যায়। এর ফলে নয়জন মারা যান এবং ৩৩ জন আহত হন। ছবি: Channi Anand/AP Photo/picture alliance

এই ঘটনায় নয়জন মারা গেছেন। আহত হয়েছেন ৩৩ জন।

রিয়াসির জেলাশাসক বিশেষ মহাজন ও পুলিশ সুপার মোহিত শর্মা জানিয়েছেন, ''বাসে গুলি লাগার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি খাদে পড়ে যায়।''

পুলিশ সুপার জানিয়েছেন, ''উদ্ধারের কাজ শেষ হয়েছে। যারা বাসে ছিলেন, তারা স্থানীয় মানুষ নন। তাদের পুরো পরিচয় এখনো জানা যায়নি। শিব খোরি মন্দিরের কোনো ক্ষতি হয়নি। সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি চলছে।'' 

পুলিশ, সেনা ও আধা সামরিক বাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়।

রিয়াসি হলো রাজৌরি ও পুঞ্চের কাছে। এই এলাকায় এতদিন সন্ত্রাসবাদের রমরমা ছিল না। সেখানেই এই ঘটনা ঘটলো।

জিএইচ/এসজি(পিটিআই, এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ