কাশ্মীরকে বিতর্কিত অঞ্চল বললেন সুপারম্যান। ধ্বংস করলেন সেনার অস্ত্র। সুপারম্যান এবং ওয়ান্ডার ওম্যানের এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।
বিজ্ঞাপন
ডিসি কমিকসের সবচেয়ে আলোচিত চরিত্র সুপারম্যান এবং ওয়ান্ডার ওম্যান। গোটা পৃথিবী জুড়ে তাদের নাম। সম্প্রতি সেই সুপারম্যানকে নিয়েই ভারতে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কারণ, ইন্টারনেটে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, সুপরাম্যান এবং ওয়ান্ডার ওম্যান পৌঁছে গেছেন একটি কাল্পনিক জায়গায়। যেখানে গণহত্যা চলছে। ভয়েস ওভারে বলা হচ্ছে, কাশ্মীর একটি বিতর্কিত অঞ্চল। তবে দেশের নাম ভারত বলা হয়নি। এম'গোটা নামের একটি কাল্পনিক দেশের নাম ব্যবহার করা হয়েছে। সুপারম্যান সেখানে পৌঁছে দেখছেন গণহত্যা চলছে। এরপরেই তারা সেনার সমস্ত অস্ত্র নষ্ট করে দেন এবং কাশ্মীরকে অস্ত্রমুক্ত করে শান্তি ফিরিয়ে আনেন।
অ্যামেরিকান ডিসি কমিকসে আসল সুপারম্যানের সন্তান জন কেন্ট একজন উভকামী৷ এমন আরো সমকামী চরিত্র আছে৷ ডিসি ও মার্ভেল কমিকসের এমন কিছু চরিত্রের কথা জেনে নিই চলুন৷
ছবি: 2021 DC Comics
জন কেন্ট
সুপারম্যানের পুত্রসন্তান জন কেন্টের উভকামিতা প্রকাশ পাচ্ছে ডিসি কমিকসের ‘সুপারম্যান: সান অফ কাল-এল’ বইটিতে৷ প্রকাশকরা গেল ১১ অক্টোবর যুক্তরাষ্ট্রের এলজিবিটিকিউ দিবস বা ‘ন্যাশনাল কামিং আউট ডে’তে খবরটি প্রকাশ করেছেন৷ জন কেন্টের বাবা সাংবাদিক লয়েস লেনের সঙ্গে জুটিবদ্ধ হন৷ আর তার ছেলে সুপারম্যান জুনিয়র সাংবাদিক জে নাকামুরার প্রেমে পড়েন৷
ছবি: 2021 DC Comics
হারলি কুইন ও পয়জন আইভি
জোকারের প্রেমিকা হারলি কুইন৷ তার গল্পটি ‘বার্ডস অফ প্রে’ মুভিতে দেখানো হয়েছে৷ কুইনের সঙ্গে ব্যাটম্যানের ভিলেন পয়জন আইভির প্রেমময় যোগাযোগের ইঙ্গিত দেয়া হয়েছে৷ পরে দেখা যায়, যা রটে তার কিছুটা হলেও বটে৷ ২০১৭ সালে জানা যায়, হারলি কুইন উভকামী৷
ছবি: DC Universe/Courtesy Everett Collection/picture alliance
ডেডপুল
ডেডপুল সবচেয়ে জনপ্রিয় এলজিবিটিকিউ চরিত্র৷ এই চরিত্রের কারিগর গেরি ডুগান বলেন, ‘পালস’ আছে এমন যে কারো প্রতি আকৃষ্ট হয় ডেডপুল৷ মার্ভেল কমিকসের সাম্প্রতিক কমিক বইগুলোতে ডেডপুল প্রায় সব চরিত্রের সঙ্গেই ফ্লার্ট করেছে৷
ছবি: Cinema Publishers Collection/imago
গ্রিন ল্যানটার্ন
প্রথম গ্রিন ল্যানটার্ন চরিত্রটি বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট ছিল৷ কয়েকবার বিয়ে করেছে এবং সন্তানও আছে৷ ২০১২ সালে ডিসি কমিকস এই চরিত্রের একটি সমকামী রূপ তৈরি করে৷ এই সুপারহিরোর কথায়, ‘‘আগে আমি আমার একটি অংশকে লুকিয়ে রাখতাম বন্ধুদের কাছ থেকে৷ সেটি হল, আমি সমকামী৷’’
ছবি: ZUMA/imago images
লোকি
‘‘আমার সংস্কৃতি তোমাদের লৈঙ্গিক পরিচয়ের সঙ্গে একমত নয়৷ আছে শুধু যৌনতা৷’’ ২০১৪ সালে এই কথাগুলো বলেই লোকি লৈঙ্গিক পরিচয় ছাড়া ইয়াং অ্যাভেঞ্জার্স কমিকে আবির্ভূত হয়৷ তার চরিত্রটি কখনো ছেলে বা কখনো মেয়ে দু’টোই হতে পারে৷
ছবি: Marvel
ব্যাটওম্যান
ব্যাটওম্যান প্রথম কোন টিভি সুপারহিরো সিরিজের সমকামী প্রধান চরিত্র৷ চরিত্রের আসল নাম কেট কেইন, যে কি না একজন তরুণ, ধনী ও সমকামী ইহুদি নারী৷ কেটের বান্ধবী একজন সাবেক মেরিন৷
ছবি: Everett Collection/imago images
জন কনস্টানটিন
ডিসি কমিকসের খলনায়ক জন কনস্টানটিন ১৯৯২ সালে জানায়, তার অনেকগুলো বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ড আছে৷ ২০১৬ সাল নাগাদ অবশ্য এর চেয়ে বেশি কিছু বলা হয়নি এ ব্যাপারে৷ সে বছর ‘লেজেন্ডস অফ টুমরো’ সিরিজে ভালো করে প্রকাশ পায় তার উভকামিতার কথা৷
ছবি: DC Comics/Panini
7 ছবি1 | 7
ভিডিও ক্লিপটি ডিসি কমিকস-এর নতুন কোনো ফিল্মের অংশ কি না, তা এখনো স্পষ্ট নয়। কারণ ডিসি কমিকস এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ডিসি কমিকসের অফিশিয়াল ফেসবুক ইউটিউব পেজেও ভিডিওটি এখনো আপলোড করা হয়নি। প্রশ্ন উঠেছে, কোথা থেকে মিলল এই ভিডিও?
ক্লিপটি সম্ভবত প্রথম আপলোড করে 'দ্য বাইট' নামের একটি নিউজ পোর্টাল। নিজেদের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে তারা ক্লিপটি বাজারে ছড়িয়ে দেয়। সেখানে বলা হয়, ডিসি-র নতুন ছবি ইনজাসটিসে সুপারম্যান কাশ্মীরকে অস্ত্রমুক্ত করবেন।
এরপরেই ক্লিপটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। বিভিন্ন মানুষ এর পক্ষে এবং বিপক্ষে কথা বলতে শুরু করেন। ভারতীয় নেটনাগরিকদের একাংশ এর সমালোচনা করে বলেছেন, 'সুপারম্যান কি এবার আফগানিস্তানেও যাবেন?' কারও মন্তব্য, 'ভারতে সুপারম্যান যথেষ্ট জনপ্রিয়। কিন্তু এ কাজ করে তিনি জনপ্রিয়তা হারালেন।' আবার পক্ষেও কথা বলছেন অনেকে। এক নেট নাগরিকের বক্তব্য, 'কাশ্মীর পরিস্থিতি সামাল দিতে সুপারম্যানই প্রয়োজন।'
এখন দেখার সত্যিই সুপারম্যানকে কাশ্মীরে পাঠাচ্ছে কি না ডিসি কমিকস। নাকি আরো অনেক ভিডিও-র মতো এটিও ভূয়া।