1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনা বাহিনীর মানব ঢাল নিয়ে আলোড়ন

অনিল চট্টোপাধ্যায় ভারত
১৯ এপ্রিল ২০১৭

জম্মু-কাশ্মীরে উপ-নির্বাচনের সময় পাথর ছোঁড়া জনতাকে প্রতিহত করতে তাঁদেরই একজনকে ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করা হয়৷ পরে ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন নিয়ে শুরু হয় জোর বিতর্ক৷

Kashmir | Ausschreitungen in Srinagar
ছবি: Reuters/D. Ismail

জম্মু-কাশ্মীরে হালের উপ-নির্বাচনের সময় পর পর দু'টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় শুরু হয়েছে বিতর্কের ঝড়৷ একটিতে নির্বাচনি নিরাপত্তার ডিউটিতে কর্তব্যরত কেন্দ্রীয় রিজার্ভ বাহিনীর জওয়ানদের উন্মত্ত জনতার হাতে হেনস্থা হতে দেখা যায়: লাথি, কিল, ঘুষি, চড়-থাপ্পড় কোনোটাই বাদ যায়নি৷ এ ঘটনায় জড়িত সন্দেহে দশজনকে চিহ্নিত করা হয়৷ তারপর তাদের মধ্যে গ্রেপ্তার করা হয় পাঁচজনকে৷ তবে আরও খোঁজ চলছে৷ আধা-সামরিক বাহিনীর জওয়ানদের নিগ্রহের ঘটনার নিন্দা করেছেন অনেক বিশিষ্ট ব্যক্তিরাও৷ দ্বিতীয় ভিডিওটিতে দেখা যায়, সেনাবাহিনীর জিপের সামনে পাথর ছোঁড়া জনতার একজনকে ‘মানব ঢাল' হিসেবে বেঁধে জওয়ানদের টহল দিতে৷ যাঁকে ঢাল করা হয়েছে, তাঁর নাম ফারুক আহমেদ দার৷ তাঁর বক্তব্য, সে নাকি ভোট দিয়ে গ্রামে বোনের বাড়ির দিকে যাওয়ার সময় সেনা জওয়ানরা তাঁকে বিক্ষোভকারীদের একজন মনে করে তুলে নিয়ে যায়৷ পরে তাঁকে জিপের সামনে বেঁধে ঘুরতে দেখা যায় জাওয়ানদের৷ আর জিপের ভেতর থেকে লাউড স্পিকারে বলতে শোনা যায়, ‘পাথরবাজদের এই রকম অবস্থাই হবে৷'

এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে সরকার, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ দ্বিধাবিভক্ত৷ সরকারের অবস্থানের প্রেক্ষিতে ভারতের অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি বলেন, পাথর ছোঁড়া যুবকদের নিরস্ত করতে এবং নির্বাচনি কর্মীদের নিরাপত্তার জন্য এই পন্থা অন্যায্য নয়৷ উপ-নির্বাচনে সহিংসতা রুখতে এটা একটা অভিনব উপায়৷ আটজন ভোট কর্মীকে উদ্ধার করতে এবং তাঁদের নিরাপত্তা দিতে যাওয়ার পথে পাথর ছোঁড়ার মুখে পড়তে হয় নিরাপত্তা বাহিনীর৷ পরিস্থিতির মোকাবিলা করতে তখন সেনা জওয়ানদের কাছে পাল্টা গুলি চালানো ছাড়া উপায় ছিল না৷ তাতে হতাহতের সংখ্যা বেশি হতো৷ সেই তুলনায় এটা মন্দের ভালো৷ এ বিষয়ে গতকাল নতুন দিল্লিতে সেনাবাহিনীর দ্বিবার্ষিক সম্মেলনে সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতেরও মন্তব্য, ভারতীয় সেনাবাহিনী তার কঠোর ভাবমূর্তি এবং পেশাগত সুনাম এইভাবেই বজায় রেখে যাবে৷ তাই সেনা কর্তপক্ষের মতে, এটা দুর্ভাগ্যজনক হলেও অপরিহার্য ছিল৷ সেনা বাহিনীকে অযথা রাজনীতির ঘোলা জলে টেনে নামানো হচ্ছে৷

কেউ কেউ বলছেন, জওয়ানদের কি আত্মরক্ষার অধিকার নেই? টুইটারে মুখ খুলে বিতর্কের বন্যা বইয়ে দিয়েছেন নর্দান কমান্ডের প্রাক্তন প্রধান এবং বর্তমানে এক রাজনৈতিক দলের নেতা এইচ. এস পনাগ৷ তাঁর মতে, এই দৃশ্য সেনা তথা দেশের পক্ষে দুর্ভাগ্যজনক হয়ে থাকবে৷ কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি ওমর আবদুল্লা টুইটারে অবিলম্বে এই ঘটনার তদন্তের দাবি জানান৷

সাধারণ নাগরিককে এইভাবে ‘মানব ঢাল' হিসেবে ব্যবহার করায় কাশ্মীর উপত্যকায় ক্ষোভ আরও বাড়লেও, এর মধ্যে দোষের কিছু দেখছেন না দিল্লি থেকে প্রকাশিত কাশ্মীর গেজেট পত্রিকার সম্পাদক সুশীল ভকিল৷ ডয়চে ভেলেকে উনি চাঁছাছোলা ভাষায় বললেন, বিক্ষোভকারীদের হাতে গত এক বছর নিহত হয় ৮৭ জন নিরাপত্তা কর্মী৷ সেটার মোকাবিলা করতে গেলেই মানবাধিকার লঙ্ঘন নিয়ে গেল গেল রব কেন? পৃথিবীর অনেক দেশেই তো এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আকছারই ঘটছে৷ কৈ তা নিয়ে তো এমন ঝড় ওঠে না? ইরাক, সিরিয়া এবং অন্যান্য দেশে কি ঘটছে না এ ধরনের ঘটনা? ডয়চে ভেলেকে সরাসরি প্রশ্ন করেন কাশ্মীর গেজেট পত্রিকার সম্পাদক সুশীল ভকিল৷

কাশ্মীর উপত্যকায় জঙ্গিপনা এবং পাথর ছোঁড়ার তীব্রতা বাড়ছে কেন? উত্তরে জম্মু-কাশ্মীর পুলিশের নতুন অধিকর্তা এস.পি বৈদ্য সংবাদমাধ্যমকে বলেন, প্ররোচনার জালে এরা জড়িয়ে পড়ছে৷ ফেসবুক, হোয়াটসঅ্যাপ-এর মতো সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা আছে এতে৷ জঙ্গিদের সীমান্তের ওপারে পালাবার পথ করে দিতে পাথর ছোঁড়ার মতো হিংসার মহড়া দেযা হয় জনতাকে দিয়ে৷ জওয়ানদের লক্ষ্য করে পাথর বৃষ্টি করা হলে নিরাপত্তা বাহিনীকে তার জবাব দিতেই হয়৷ তবে নিরাপত্তা বাহিনীকে সংযত থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ ছররা গুলির বদলে প্লাস্টিক গুলি ব্যবহার করতে বলা হয়েছে৷ অনেক সময় কারণে-অকারণে প্রতিবাদ বিক্ষোভ গড়ে তোলা হয়৷ পুলওয়ামার কলেজ ক্যাম্পাসের বাইরে চেকপোস্ট বসানোর প্রতিবাদে রণক্ষেত্র তৈরি করা হয় কাশ্মীরে৷ কলেজ পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়, আহত হয় অনেকে৷ এটার কি দরকার ছিল? অবশ্যই না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ