1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীর ইস্যুতে অনড় ভারত-পাকিস্তানের দুই আলোচক

৪ সেপ্টেম্বর ২০২০

কাশ্মীর সমস্যার সমাধান হলে ভারত আর পাকিস্তানের মধ্যে কোনো বিরোধ থাকবে না বলে মনে করেন পাকিস্তানি সিনিয়র সাংবাদিক৷ অন্যদিকে পাকিস্তান নিজেদের স্বার্থেই এই ইস্যু জিইয়ে রাখছে বলে মত পশ্চিমবঙ্গের বিজেপি নেতার৷

কাশ্মীর সমস্যার সমাধান হলে ভারত আর পাকিস্তানের মধ্যে কোনো বিরোধ থাকবে না বলে মনে করেন পাকিস্তানি সিনিয়র সাংবাদিক৷ অন্যদিকে পাকিস্তান নিজেদের স্বার্থেই এই ইস্যু জিইয়ে রাখছে বলে মত পশ্চিমবঙ্গের বিজেপি নেতার৷
ছবি: DW

‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ ইউটিউব টকশোতে ভারত-পাকিস্তান বিরোধ নিয়ে এভাবেই নিজেদের অভিমত প্রকাশ করেছেন তারা৷ পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ এ নিয়ে বহু বিতর্ক এরই মধ্যে হয়ে গেছে৷ তিনি বলেন, ‘‘কাশ্মীর ভারতের অংশ ছিল, আছে এবং থাকবে৷ সারা পৃথিবীও এই স্বীকৃতি দিয়েছে৷’’ তার অভিযোগ,  কাশ্মীর ইস্যু না থাকলে পাকিস্তানে আর কোন ইস্যু থাকবে না৷ এই জন্যই তারা ইস্যুটি জমিয়ে রাখছে৷

অন্যদিকে ড. মনির আহমেদ বলেন, কাশ্মীরের মালিকানা নিয়ে যে বিতর্ক রয়েছে সেটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নিজেই উল্লেখ করেছেন৷ ভারত ও পাকিস্তান দুই দেশের মূল সমস্যাও এটি৷ তিনি বলেন, ‘‘কাশ্মীর সমস্যা না থাকলে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আসা যাওয়া  সবকিছুই চলতো৷’’ কাশ্মীরই যে দুই দেশের মধ্যে প্রধান সমস্যা তা নিয়ে খোলা মনে আলোচনার জন্য ভারতকে এগিয়ে আসার আহবান জানান তিনি৷

তবে কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনার কিছু নেই বলে মনে করেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির রাজনীতিবিদ৷ দুই দেশের সম্পর্কের অবনতির জন্য তিনি পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ডকে দায়ী করে বলেন, ‘‘পাকিস্তান নিয়ে অভিযোগ শুধু আমাদের নয়৷ যেখানেই সন্ত্রাসী হামলা হচ্ছে সেখানেই পাকিস্তানের নাম পাওয়া যাচ্ছে৷ টেররিস্ট লিস্টে পাকিস্তানের নাগরিকদেরই খুঁজে পাওয়া যায়৷’’ তার অভিযোগ, ভারত বন্ধুত্বের হাত বাড়ালেও পাকিস্তান তার বরখেলাপ করেছে৷ জবাবে ড. মনির আহমেদ বলেন, পাকিস্তানের সরকার সন্ত্রাসে মদত দেয় না৷ দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানও দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক চান৷

ভারত ক্রমশ হিন্দু রাষ্ট্র হয়ে উঠছে কিনা এমন প্রশ্নের জবাবে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, সরকার গরিবদের জন্য যত প্রকল্প করছে সেখানে ধর্মীয় পরিচয় বিবেচনা করা হচ্ছে না৷ মুসলমানসহ অন্য সংখ্যালঘুরা ভারতে তাদের নাগরিক অধিকার নিয়ে বাস করছে এমন দাবি করেন তিনি৷ বলেন, ‘‘পাকিস্তানের মতো কিছু দেশ তাদের উস্কানি দিচ্ছে কিছু কিছু সম্প্রদায়ের লোককে৷ তাতে করে আমাদের এখানে যে শান্তির অবস্থান আছে, হিন্দু-মুসলিম ভাই-ভাই, সেটা তারা ভাংতে পারছে না তাই তারা বারবার কাশ্মীর দেখাচ্ছে৷’’ তিনি দাবি করেন, ভারতের সংখ্যাগুরুরা যদি মনে করতো বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করবে তাহলে আগেই করত৷ কিন্তু আইন আদালতের প্রতি সরকার শ্রদ্ধা রেখেছে৷

অন্যদিকে পাকিস্তানের সংখ্যালঘুরাও নির্যাতনের শিকার হয়ে দেশটি ছেড়ে যাচ্ছেন- এমন অভিযোগের জবাবে ড. মনির বলেন, সরকারের কারণে কাউকে পাকিস্তান ছাড়তে হয়নি৷ তাদের উপর কোনো জবরদস্তি করা হয়নি৷

এফএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ