1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীর পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে

১৯ সেপ্টেম্বর ২০১০

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে৷ গত জুনে শুরু হওয়া সাম্প্রতিক বিক্ষোভে নিহতের সংখ্যা ইতিমধ্যে শতাধিক৷ পরিস্থিতি পর্যবেক্ষণে ভারতের সরকার সেখানে একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে৷

কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতিছবি: AP

কবে শুরু সাম্প্রতিক এই আন্দোলন

শুরুটা গত জুনের ১১ তারিখে৷ মানে বিশ্বকাপ যেদিন শুরু হলো সেদিন৷ সেসময় পুলিশের টিয়ারশেলে ১৭ বছরের এক বিক্ষোভকারী মারা যায়৷ এরপর থেকেই প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে কাশ্মীরে৷ শুরুতে তরুণ বয়সি ছেলে ও পুরুষেরা বিক্ষোভ করলেও ইদানিং নারী ও শিশুদেরও দেখা যাচ্ছে বিক্ষোভে যোগ দিতে৷ বিক্ষোভের সময় মাঝে মাঝে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়৷ আর নিরাপত্তা কর্মীরা মাঝে মাঝেই আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করে৷ এভাবে গুলিতে এখন পর্যন্ত প্রায় ১০২ জন মারা গেছে৷ যাদের বেশিরভাগই তরুণ৷ এর মধ্যে গতকাল মারা গেছে তিনজন৷ অবশ্য নিরাপত্তা বাহিনীর দাবি, নিজেদের রক্ষা করতেই তাঁরা গুলির আশ্রয় নিয়ে থাকেন৷

পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপছবি: AP

ভারত ও বিশ্বের প্রতিক্রিয়া

ভারতের জন্য দিন দিন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে কাশ্মীর৷ কেন্দ্রীয় সরকার বিষয়টাকে ইদানিং বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে বলে মনে হচ্ছে৷ এজন্য আগামীকালই সরকারের একটা প্রতিনিধি দল যাচ্ছে সেখানে৷ সব রাজনৈতিক দলের সদস্যই থাকছেন ৩৫ জনের এই দলে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম এই দলের নেতৃত্ব দেবেন৷ কাশ্মীরের রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিচ্ছিন্নতাবাদী, বিক্ষোভকারী ও সাধারণ জনগণের সঙ্গে কথা বলবেন দলের সদস্যরা৷ এরপর সেটার উপর ভিত্তি করে সরকারকে একটা প্রতিবেদন দেবেন তাঁরা৷ যেটার প্রেক্ষিতে সরকার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে৷ অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের এক বিবৃতিতে বিক্ষোভকারীদের গুলি না করতে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে৷

কাশ্মীরের জনগণের দাবি

এ বিষয়ে সম্প্রতি একটা জরিপ হয়েছে৷ ‘সানডে হিন্দুস্তান টাইমস' সংবাদপত্রের জন্য ‘টিম সিভোটার' করেছে এই জরিপটি৷ তাতে দেখা গেছে, ভারত শাসিত কাশ্মীরে বসবাসকারী জনগোষ্ঠীর দুই-তৃতীয়াংশই স্বাধীনতা চান৷ আর প্রতি দশজনের মধ্যে একজনেরও কম মানুষ চান পাকিস্তানের সঙ্গে এক হতে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ