1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীর সীমান্ত খুলে দিতে চান মুশাররফ

১৮ অক্টোবর ২০০৫

প্রাকৃতিক বিপর্যয়ের মুখে রাজনৈতিক সীমানা কীভাবে তুচ্ছ হয়ে যেতে পারে তার উদাহরণ দেখা গেল অবশেষে৷ গত ৮ই অক্টোবরের ভূমিকম্প বিদ্ধস্ত পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ গতকাল বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে যত বেশী সংখ্যক মানুষ চান, তাঁরা বিনা অভিবাসন পত্রে চলে আসত

ছবি: AP

ে পারেন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে এবং সেখানে ভূমিকম্প দূর্গতদের উদ্ধারকাজে, ত্রাণের কাজে সহায়তা করতে পারেন৷

গতকাল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে ত্রাণ পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছিলেন প্রেসিডেন্ট মুশাররফ৷ সেখানেই নিয়ন্ত্রণরেখা উন্মুক্ত করে দেবার ঘোষণার পাশাপাশি, দুই দেশের রাজনৈতিক নেতাদের কাছেও তিনি এই বিপর্যয় মোকাবিলা করতে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য আর্জি জানান৷

মুশাররফের এই মানবিক প্রস্তাবের জবাবে ভারতের তরফেও শোনা গেছে ইতিবাচক কথা৷ এতদিন পর্যন্ত ইসলামপন্থী জঙ্গী সংগঠনগুলিকে ঠেকাতে ভারতের নতুন দিল্লী সরকার কাশ্মীরের মানুষদের পাকিস্তানে টেলিফোন করতে দিত না৷ নতুনদিল্লীতে গতকাল ভারতের পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে কাশ্মীর সীমান্তের বসবাসকারীরা পাকিস্তানী কাশ্মীরে বসবাসকারী তাঁদের আত্মীয়পরিজনদের টেলিফোন করতে পারবেন৷

ওদিকে ভূমিকম্প বিদ্ধস্ত পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে ত্রাণ সহায়তা পৌঁছানোর সমস্যার তেমন কোনো সমাধানসূত্র মেলেনি গতকাল বিকাল পর্যন্ত৷ তবে আন্তর্জাতিক ত্রাণ ও সেবাসংস্থা রেডক্রশ তাদের জেনেভার সদরদপ্তর থেকে জানিয়েছে, আন্তর্জাতিক মহলের কাছে তারা পাকিস্তানের জন্য আরও ৪৩.৭ মিলিয়ন ডলার সহায়তার আর্জি পেশ করা হয়েছে৷ সেই অর্থ এসে গেলে ভূমিকম্প দূর্গত প্রায় দেড়লক্ষ গৃহহারা মানুষ উপকৃত হবেন৷ ত্রাণ সহায়তার ক্ষেত্রে আরও জোরদার উদ্যোগ নেবার কথা শোনা গেছে উত্তর আটলান্টিক মৈত্রী জোট বা নাটোর কাছেও৷ নাটোর এক মুখপাত্র জেমস আপাথুরাই গতকাল ব্রাসেলসে নাটোর সদর দপ্তরে এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক শরণার্থী ত্রাণ সংস্থা ইউ এন এইচ সি আর এর সঙ্গে আলোচনার পর তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, তুরস্ক থেকে বিমান পরিবহণ ব্যবস্থার সাহায্যে নটো পাকিস্তানে বিপুল পরিমাণে ত্রাণ পৌঁছিয়ে দেবে৷ তবে কতদিন এই সহায়তার কাজ চালাবে নাটো, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হন নি নাটোর মুখপাত্র আপাথুরাই৷

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়


স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ