1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

'কিং অফ পপ'-এর শেষ মুনওয়াক দেখবে বিশ্ববাসী

১১ আগস্ট ২০০৯

জ্যাকসন ফ্যানদের জন্য সুখবর৷ আগামী ৩০শে অক্টোবর, অর্থাৎ মাইকেল জ্যাকসনের মৃত্যুর মাত্র তিন মাসের মধ্যেই বাজারে আসছে সঙ্গীতের সঙ্গে তাঁর শেষ কয়েকটা মুহূর্ত৷ ড্যান্স ফ্লোরে মহড়ায় ব্যস্ত মাইকেলের অন্তিম ম্যাজিক !

ছবি: AP

মাইকেলের শেষ অনুশীলন ঘন্টাগুলি থেকে বেছে বেছে কিছু ক্লিপ আর তাঁর কাছের কিছু মানুষের সাক্ষাৎকার দিয়ে সাজানো হয়েছে পপ সঙ্গীতের রাজা মাইকেল জ্যাকসনের শেষ ভিডিও অ্যালবাম 'দিস ইস ইট'৷ অনেকটাই তথ্যচিত্রের আকারে৷

২৫শে জুন চিরদিনের মতো হারিয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত নিজের সৃজনী সত্ত্বাকে ধরে রেখেছিলেন কিংবদন্তী এই শিল্পী৷ তাই জ্যাকসন ফ্যানদের আর একবার সেই ম্যাজিশিয়ানের যাদুর জগতে নিয়ে যাওয়ার জন্যই উঠে পড়ে লেগেছিল যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি সোনি স্টুডিওস৷

ছবি: AP

দীর্ঘদিন লাইভ কনসার্ট থেকে দূরে থাকার পর, জ্যাকসন চেয়েছিলেন ফিরে আসতে৷ নতুন করে আবারো সেই হারিয়ে যাওয়া ম্যাজিক সৃষ্টি করতে৷ অন্যদিকে, জ্যাকসনের ফ্যানরা চেয়েছিলেন জ্যাকসনকে আরো একবার মঞ্চে দেখতে৷ কিন্তু, এবার ভিডিও-তেই জ্যাকসনের মূর্তি দেখে সন্তুষ্ট থাকতে হবে তাঁদের৷ তারপরও, 'কিং অফ পপ'-এর আচার-ব্যবহার, তাঁর উদ্ভট সাজপোষাক, এবং সঙ্গীতের প্রতি একনিষ্ঠতা শেষ বারের মতো প্রত্যক্ষ করতে প্রতীক্ষা করে রয়েছে হাজার হাজার সঙ্গীতপ্রেমী৷ স্বাভাবিকভাবেই৷

তাই মাইকেল জ্যাকসনের কিছু ব্যাকস্টেজ পারফরম্যান্স, কিছু ভুবন ভোলানো ড্যান্স স্টেপকে থ্রি-ডি এবং ডিজিটাল সাউন্ডে ধরে রেখেছে সোনি পিকচার্স এন্টারটেইনমেন্টস এবং সোনি মিউজিক এন্টারটেইনমেন্টস৷ শোনা যাচ্ছে, এই তথ্যচিত্রটির জন্য জ্যাকসন-এর মা ক্যাথারিন জ্যাকসনকে প্রায় ৬০ মিলিয়ন ডলার দিয়ে তার স্বত্ব কিনে নিয়েছে সোনি স্টুডিওস৷ আর তথ্যচিত্রটির সহ-প্রযোজনার দায়িত্ব নিয়েছে এইজি লাইভ নামের মার্কিন চ্যানেলটি৷

ছবি: AP

জ্যাকসনের ক্রিয়েটিভ পার্টনার কেনি অরটেগা জানান, যে জুলাই মাসে লন্ডনে অনুষ্ঠেয় শোয়ের নামানুসারেই তথ্যচিত্রটির নাম দেওয়া হয়েছে 'দিস ইস ইট'৷ এর মাধ্যমে আমরা মাইকেলের সৃজনশীলতা, তাঁর তীব্র আবেগ এবং সর্বোপরি সঙ্গীতের প্রতি তাঁর অঙ্গীকারবদ্ধতাকে আরো একবার উপলব্ধি করবো৷ শুনবো তাঁর জগতমোহিনী সঙ্গীত, স্টেজে আলোর লুকোচুরি আর তার মাঝে কিংবদন্তী এই শিল্পীর ক্যারিসমা৷

প্রতিবেদক: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ