1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিছুক্ষণ পরই ছাড়া পাচ্ছেন ভারতীয় পাইলট

১ মার্চ ২০১৯

পাকিস্তান সেনার হাতে দুইদিন আটক থাকার পর আজ শুক্রবার ছাড়া পেতে চলেছেন ভারতীয় বিমানবাহিনীর পাইলট অভিনন্দন বার্তামান৷ ভারতীয় সময় সন্ধ্যা ছয়টায় সম্পন্ন হতে চলেছে এই প্রত্যাবর্তন৷

Pakistan Indien Konflikt l Festgenommener Indischer Pilot
ছবি: picture alliance/AP Photo/Pakistan Military

২৭ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান সেনাবাহিনীর কাছে আটক অভিনন্দন বার্তামান৷ কিন্তু উত্তেজনার মাঝেই পাওয়া যাচ্ছে তাঁর মুক্তির খবর৷

বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে একটি বিবৃতি দেন প্রধানমন্ত্রী ইমরান খান৷ সেখানে তিনি বলেন, ‘‘শান্তির ইঙ্গিত হিসেবে আগামীকাল (শুক্রবার) আমরা ভারতীয় বিমানচালককে তাঁর দেশের কাছে ফিরিয়ে দেব৷''

শেষ পাওয়া খবর অনুযায়ী, ভারতীয় সময় সন্ধ্যা ছয়টায় অভিনন্দনকে ফিরিয়ে দেওয়ার কথা জানা যাচ্ছে৷ উত্তর ভারতের কাছে ওয়াগাহ সীমান্তের কাছেই সম্পন্ন হবে এই প্রক্রিয়া৷

যুদ্ধ না কি শান্তি?

ইমরান খানের বক্তব্য প্রকাশের পর থেকেই ভারত-পাক দুই দেশেই অবস্থাকিছুটা শান্ত হলেও সীমান্তবর্তী অঞ্চলে গোলাগুলি চলার খবর পাওয়া যাচ্ছে৷

এদিকে, টুইটারে ইতিমধ্যেই ‘ট্রেন্ডিং' হয়েছে যুদ্ধবিরোধী হ্যাশট্যাগ ‘সে নো টু ওয়ার'৷ ভারত-পাকিস্তান দুই দেশের নাগরিকরাই আওয়াজ তুলছেন শান্তির পক্ষে৷

অন্যদিকে পিছিয়ে নেই ‘ওয়েলকাম হোম অভিনন্দন' শিরোনামের টুইটও৷

মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন ইতিমধ্যে ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে আলোচনা ও শান্তিপূর্ণ উপায়ে এই সংঘর্ষ থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছে৷ ইমরান খানের বিবৃতিকে ইতিমধ্যে সাধুবাদ জানিয়েছে জাতিসংঘও৷

উইং কমান্ডার অভিনন্দনের আসন্ন প্রত্যর্পণকে ঘিরে ওয়াগাহ সীমান্তে ভিড় জমাতে শুরু করেছেন অসংখ্য ভারতীয় নাগরিক৷ অভূতপূর্ব এই ঘটনার দিকেই এখন নজর সারা বিশ্বের সংবাদমাধ্যমের৷

এসএস/জেডএইচ (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ