1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালেবান দৌরাত্ম্য

১০ জুলাই ২০১২

আফগানিস্তানের কল গ্রামে ২২ বছরের তরুণী নাজিবা'কে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে তালেবান৷ বিবাহিতা নাজিবা নাকি পরপুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল৷ আর সে কারণেই এই ভয়াবহ শাস্তি৷

ছবি: AP

আফগানিস্তানের নৃশংস ঘটনা সম্পর্কে বাংলাদেশের প্রখ্যাত মুক্তিযোদ্ধা, আইনজীবী এবং নারী আন্দোলনকারী সুলতানা কামাল বলেন, প্রতিক্রিয়া জানানোর মতো কোনো ভাষাই তাঁর প্রায় নেই৷ তাঁর ভাষায়: ‘‘সভ্যতার সঙ্গে এটার সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া খুব মুশকিল৷'' তাঁর কাছে এটা দাম্ভিকতার নিদর্শন এবং নগ্ন ক্ষমতার প্রদর্শন৷ আততায়ীদের মানসিকতা ছিল, ‘‘আমি নারীর বিপক্ষে কতোটা যে শক্তিশালী, সেটা দেখাবার জন্যেই এই কাণ্ডটা আমি করতে পারি৷ আমি সেটা আবার সর্বসমক্ষে তুলেও ধরতে পারি৷'' কেননা পরওয়ান প্রদেশে নাজিবা'র হত্যাকাণ্ডের ভিডিও ছবিও তোলা হয়েছে৷

সুলতানা কামালছবি: Ain o Shalish

বাংলাদেশে নারী-পুরুষের সমানাধিকারের ক্ষেত্রে কতোটা প্রগতি অর্জিত হয়েছে, সে প্রশ্নের উত্তরে সুলতানা কামাল বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ব্যাপারটা অন্তত এই পর্যায়ে এসেছে যে, মানুষ এটা নিয়ে আলোচনা করে এবং ‘‘যারা নিজেদের সভ্য বলে দাবি করতে চান, ... প্রগতিশীল বলে প্রমাণ করতে চান, তারা কিন্তু অন্ততপক্ষে তাদের কথায় কিংবা তাদের ভাষ্যে কখনো এটার বিরোধিতা এখন আর করছেন না''৷ কিন্তু বহু মানুষ বৈষম্যটাকে টিঁকিয়ে রেখে তাদের সুযোগসুবিধাগুলো কায়েম করতে চায়, বললেন সুলতানা কামাল৷

তাঁর কণ্ঠে যে ক্ষোভ এবং হতাশার রেশ শোনা গেছে, সে'কথা স্বীকার করেই সুলতানা কামাল বললেন, ‘‘দফায় দফায় বাংলাদেশকে অগণতান্ত্রিক শক্তির হাতে, মৌলবাদী শক্তির হাতে, সাময়িকভাবে হলেও, ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে৷ এই ক্ষোভটা কিন্তু আমার মনের মধ্যে রয়ে গেছে৷''

বাংলাদেশের সাধারণ মানুষের চেতনাকে যদি রাজনৈতিক রূপ দেওয়া যেতো, তাহলে নারীমুক্তির ক্ষেত্রেও অনেক আগে অনেক বেশি প্রগতি অর্জন করা সম্ভব ছিল বলে মনে করেন সুলতানা কামাল৷ তাহলে ‘‘আমাদের আর বছরে ১৬টা, ১৭টা, ১৮টা ফতোয়ার ঘটনা দেখতে হতে না৷ আজকে আফগানিস্তানে সে ঘটনা ঘটেছে৷ কিছুদিন আগে আমাদের যশোরেই এ'রকম ঘটনা ঘটেছে৷'' সুলতানা কামাল আরো স্মরণ করিয়ে দিলেন বদরগঞ্জ, ভোলার ঘটনার কথা, হেনা-রুমানার কাহিনি৷ ‘‘এগুলো আমাদের সমাজে এখনও ঘটে চলেছে৷ তার মানে মৌলবাদী কিংবা নারীবিদ্বেষী শক্তি ... এখনও আমাদের সমাজে এত শক্তিশালী হয়ে আছে৷''

সাক্ষাত্কার: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ