1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কিছু মানুষ কিন্তু এখনো ধর্মান্ধ’

১০ অক্টোবর ২০১২

কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দিরে হামলার ইস্যুতে এখনো আলোচনা অব্যাহত৷ বাংলা ব্লগাররা এই বিষয়টির প্রতিবাদ জানিয়ে দোষীদের শাস্তি দাবি করলেও কেউ কেউ আবার বিভ্রান্ত ছড়ানোরও চেষ্টা করছে৷

ছবি: Reuters

‘‘বাঙালিরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান - একসাথে মিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে ৪০ বছর আগে৷ তারা সাম্প্রদায়িক নয়৷ আমাদের গৌরবজনক এবং মহিমান্বিত ইতিহাস আছে, আমরা ইতিহাসের কালো অধ্যায়ে বাঙালিদের নাম দেখতে চাই না৷'' লিখেছেন মোনাজ হক, জার্মানির রাজধানী বার্লিন থেকে৷

কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দিরে হামলার প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন আমাদের পাঠক মোনাজ হক৷ গত ২৯ সেপ্টেম্বর বৌদ্ধ মন্দিরে হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক এবং বাংলা ব্লগে এখনো আলোচনা অব্যাহত রয়েছে৷ চলতি সপ্তাহে এই আলোচনায় নতুনত্ব যোগ করেছে ‘কক্সবাজার নিউজ' নামের একটি ওয়েবসাইট৷ এই ওয়েবসাইটে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে৷ এসব ছবি অনেকটাই পরিষ্কার, তাই হামলাকারীদের সম্পর্কে খুব সহজেই একটি ধারনা পাওয়া যায় ছবিগুলো দেখে৷ এসব ছবির লিংক ফেসবুকে শেয়ার করেছেন অনেকেই৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্লগ সাইটে এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছেন ব্লগার আইরিন সুলতানা৷ নিবন্ধের একাংশে তিনি লিখেছেন, ‘‘রাষ্ট্রকে কোনো একটি বিশেষ ধর্মে পরিচিত না করার এখনই সময়৷ বৌদ্ধ সম্প্রদায়ের কাছে দুঃখ প্রকাশ করা হোক রাষ্ট্রীয়ভাবে৷ প্রয়োজনে একদিন ‘দুঃখ প্রস্তাব' উত্থাপিত হোক সংসদে, সরকারি-বিরোধী দল নির্বিশেষে৷ একদিন জাতীয় পতাকা অর্ধনমিত হোক৷''

ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে আইরিন এই বিষয়ে বলেন, ‘‘অবশ্যই ব্লগাররা অপরাপর ঘটনার মতো এই ঘটনা নিয়েও তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে৷ এবং এখন পর্যন্ত ধারাবাহিকভাবে তাদের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে৷ এবং প্রতিক্রিয়ার কয়েকটি ধরন আছে৷ এটা কতটা অভ্যন্তরীণ ইস্যু, কতটাই বা ধর্মকেন্দ্রিক বা আন্তর্জাতিকভাবে প্রভাবিত - এ বিষয়গুলো (ব্লগারদের) প্রত্যেকটা আলোচনার মধ্যে এসেছে৷''

ছবি: AFP/Getty Images

বৌদ্ধ মন্দির ইস্যুতে ব্লগারদের লেখায় মানবিক বিষয়াদি উঠে এসেছে বলে মনে করেন আইরিন৷ তিনি এ সংক্রান্ত কয়েটি নিবন্ধের শিরোনামও জানান ডয়চে ভেলেকে৷ আইরিন বলেন, ‘‘ব্লগার নুরুননাহার শিরিন আপার লেখার শিরোনাম, ‘আবহমানকালের অসাম্প্রদায়িক এ দেশে সাম্প্রদায়িক আগুন জ্বালায় যারা'৷ শিরোনাম দেখেই বোঝা যায়, আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রত্যাশা করি এবং আমরা কোনো সাম্প্রদায়িক আচরণ করতে চাই না৷ এছাড়া আরেকটি শিরোনামের কথা আমি বলতে পারি, সেটি হচ্ছে, ‘উদ্বিপ্ত হোক অসাম্প্রদায়িক চেতনার আলো'৷ এটি লিখেছেন ফকির ইলিয়াস৷''

আইরিন সুলতানা জানান, সামগ্রিকভাবে ব্লগে এবং ফেসবুকে বিভিন্ন লেখায় অসাম্প্রদায়িক এবং মানবিক বিষয়াদি ফুটে উঠলেও উল্টোটাও রয়েছে৷ ধর্মান্ধ কিছু মানুষ ইন্টারনেটে ভিন্ন প্রেক্ষাপটের বিভিন্ন ছবি প্রকাশ করছে এবং বৌদ্ধদের উপর হামলার বিষয়টিকে যৌক্তিক হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে৷ আইরিন এই বিষয়ে বলেন, ‘‘কিছু মানুষ কিন্তু এখনো ধর্মান্ধ৷ কিছু মানুষ কিন্তু অপরাজনীতি করতেই বেশি ইচ্ছুক এবং তারা কিন্তু ব্লগে বিভিন্ন ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে৷ যেমন থাইল্যান্ডের এক দাঙ্গার ঘটনাকে মিয়ানমারের হিসেবে চালিয়ে দিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে অনেকে৷''

ফেসবুক পাতা ব্যবহার করে সাম্প্রদায়িক হামলায় উস্কানি দেওয়ার বিষয়টি নিয়ে লিখেছেন ব্লগার লাভলু জাফর সিদ্দিক চৌধুরীও৷ তাঁর নিবন্ধের শিরোনাম, ‘‘সাম্প্রদায়িক হামলাকে উস্কে দেয়ার পেছনে কাজ করছে ফেসবুকের কিছু পেইজ!''৷ তিনি লিখেছেন, ‘‘‘ধর্মনিরপেক্ষতা' প্রতিষ্ঠিত হলে এ দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বা হামলার ঘটনা দেখতে হতো না আর, এ কথাটি অনেকেই মানেন৷ আবার অনেকে বুঝেও না বুঝার ভান করেন৷''

একই ব্লগ সাইটে আরেক ব্লগার মেফতাউল ইসলাম লিখেছেন, ‘সাম্প্রদায়িকতার বিষবাষ্প বাংলাদেশে চাইনা৷' এই লেখকের মতে, ‘‘রামু, উখিয়া এবং পটিয়ার ঘটনায় কাদের হাত রয়েছে তা যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে৷ ইসলামের নামে যারা অনৈসলামিক কর্মকাণ্ড পরিচালনা করে ইসলামের স্বচ্ছ ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে তৎপর তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে৷''

উল্লেখ্য, বাংলাদেশের কক্সবাজারের রামুতে গত ২৯ সেপ্টেম্বর ১২টি বৌদ্ধ মন্দির এবং বৌদ্ধদের ৩০টি বাড়িতে হামলা চালায় একদল উচ্ছৃঙ্খল লোক৷ ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, এর জন্য একটি মৌলবাদী গোষ্ঠী এবং পুলিশের নিষ্ক্রিয়তা দায়ী৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ