1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিরগিজদের জার্মানির সহায়তা

১৩ জানুয়ারি ২০১৭

কিরগিস্তানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় আখরোট বন৷ স্থানীয় বাসিন্দারা আখরোট সংগ্রহ করে তাঁদের জীবিকা নির্বাহ করেন৷ তবে নানা কারণে উৎপাদন কম হওয়ায় মাঝেমধ্যে বিপদে পড়েন তাঁরা৷ জার্মানির সহায়তায় পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে৷

Kirgisien Steppe
ছবি: AP

আখরোট সংগ্রহের সময় বনে অনেক মানুষের আগমন ঘটে৷ যেমন আকবারমেত আকিশোভা এই সময়টায় তাঁবুতে থাকেন৷ তিনি বলেন, ‘‘আমরা চারজন কাজ করি৷ আমার দুই ছেলে, এক ছেলের বউ আর আমি৷ যে বছর উৎপাদন ভাল হয় সে বছর প্রায় দুই থেকে তিন টন আখরোট পাওয়া যায়৷ কিন্তু এ বছর আমরা মাত্র ৩০০ কেজি আখরোট পেয়েছি৷''

অবশ্য তারপরও জালালাবাদ মার্কেটে অনেক আখরোট পাওয়া যাচ্ছে৷ খোসা সহ এক কেজির দাম দুই ইউরো৷ আর খোসা ছাড়িয়ে বিক্রি করলে কেজিপ্রতি ছয় ইউরো পাওয়া যায়৷

সোভিয়েত আমলে সংগ্রহ করা সব আখরোট সরকারকে দিয়ে দিতে হত৷ সেই অবস্থায় আর কখনই ফিরে যেতে চান না স্থানীয় কৃষকরা৷

নানা কারণে আখরোটের উৎপাদন কম হওয়ায় মাঝেমধ্যে বিপদে পড়েন কিরগিজরা৷ কিরগিস্তানের পরিবেশবিদরা জার্মানির আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জিআইজেড এর সঙ্গে মিলে পরিস্থিতির উন্নয়নের চেষ্টা করছেন৷ বেড়া দেয়ার মাধ্যমে গবাদি পশুর হাত থেকে ছোট গাছ রক্ষা করা হচ্ছে৷ প্রকল্পের অর্থে এগুলো কিনে দেয়া হয়েছে৷ কারণ স্থানীয়দের বেড়া কেনার সামর্থ্য ছিল না৷ এছাড়া যাযাবর হওয়ার কারণে বেড়া বিষয়টির সঙ্গে তারা পরিচিতও ছিল না৷

এছাড়া গ্রামবাসীদের আয়ের অন্যান্য উৎস সম্পর্কেও ধারণা দেয়া হচ্ছে৷ যেমন শুকনো আপেল কিংবা ঔষধি গাছ চাষ করা৷

কের্স্টিন পেলজার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ