কিশোর বয়সিদের মধ্যে ছুরি নিয়ে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়ানোর প্রবণতা বেড়ে যাওয়ায় সাংসদদের কাছে এ সংক্রান্ত আইন আরও কঠোর করার আবেদন করেছে জার্মান পুলিশ ট্রেড ইউনিয়ন৷
বিজ্ঞাপন
সংগঠনটির মতে, উঠতি বয়স কেউ ছুরি নিয়ে ঘুরলেই তাদের হত্যাচেষ্টার মামলার আইনের আওতায় আনা উচিত৷ এর আওতায় ‘বিশেষভাবে' অভিবাসীদের আনার কথাও বলেছে তারা৷ এছাড়া দেশটিতে ছুরি হাতে অপরাধমূলক কাজের শিগগিরই একটি পরিসংখ্যান প্রকাশের ওপরও জোর দিয়েছে সংগঠনটি৷ পুলিশের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এ আবেদনটি করা হয়েছে নতুন আইনমন্ত্রী কাটারিনা বার্লে এবং হর্স সিহোফোরের কাছে৷
ছুরিকাঘাত সংক্রান্ত অপরাধগুলো বর্তমানে জার্মানিতে ‘' মামলার আওতায় বিচার করা হয়৷ জার্মান পুলিশের সংগঠনটি এ ধরনের অপরাধকে ‘হত্যা মামলা'র আওতায় নিয়ে আসার সুপারিশ করেছে৷
বাড়ন্ত বয়সিদের জন্য কিছু তথ্য
বাড়ন্ত বয়সিদের জন্য কিছু তথ্য কিশোর-কিশোরীদের মধ্যে টিভি কিংবা স্যোশাল মিডিয়ার প্রভাব কতটা? এনার্জি ড্রিংক পান করার কুফল বা সুশি খাওয়ার সুফল কী? এমন নানা বিষয়ে গবেষকরা যা জানিয়েছেন, তাই নিয়েই দেখুন এই ছবিঘর৷
ছবি: Imago/E. Umdorf
টিভির বিজ্ঞাপণ দেখে অ্যালকোহল পান
টিভিতে বিয়ার এবং অন্যান্য মদ্যপানের বিজ্ঞাপণ দেখে কিশোর-কিশোরীদের মধ্যে নিয়মিত অ্যালকোহল পানের নেশা বা আগ্রহ বেড়ে গেছে জার্মানিতে৷ তথ্যটি জানা যায় জার্মানির স্বাস্থ্যবীমা কোম্পানি ডিএকে এবং কিল শহরের থেরাপি ও স্বাস্থ্য বিষয়ক গবেষণা ইন্সটিটিউট-এর করা এক সমীক্ষা থেকে৷
ছবি: DW/D. Pundy
কিশোর-কিশোরীদের ঘুম কেড়ে নিচ্ছে সোশ্যাল মিডিয়া
রাত জেগে জেগে ফেসবুক দেখে ক্লান্ত হয়ে পড়ছে ওরা৷ ফলে দিনেরবেলায় স্কুলে পুরোপুরি মনোযোগ থাকছে না৷ মোট ৯০০ কিশোর-কিশোরীদের নিয়ে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ সমাজ বিজ্ঞানীদের করা এক গবেষণা থেকে এই তথ্য জানা গেছে৷ জানা গেছে এরা যে শুধু ক্লান্তই ছিল তা নয়, এদের মধ্যে আনন্দও ছিল কম৷
ছবি: picture alliance/dpa/Tetra Images
এনার্জি ড্রিংক কি রক্তচাপ বাড়ায়?
সম্পূর্ণ সুস্থ ২৫ জন কিশোর-কিশোরীকে নিয়ে দু’দিন ধরে করা হয়েছিল একটি সমীক্ষা৷ এতে অর্ধেক টি-এজরা পান করেছিল এনার্জি ড্রিংক আর বাকিরা নর্মাল সফট ড্রিং৷ দেখা গেল যারা এনার্জি ড্রিংক পান করেছিল, তাদের প্রেশার অন্যদের চেয়ে বেশি ছিল৷ বলা বাহুল্য, উচ্চ রক্তচাপ হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয়৷
ছবি: picture-alliance/dpa/R. Fellens
‘সুশি’ খেলে আয়ু বাড়ে
জাপানি খাবার ‘সুশি’ আজকাল বেশ জনপ্রিয় জার্মনিতে, বিশেষ করে তরুণদের কাছে৷ ভাত এবং বিভিন্ন সামুদ্রিক মাছের তৈরি আকর্ষণীয় ও সুস্বাদু এই খাবার খেলে নাকি কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমে এবং আয়ু বাড়ে৷ দীর্ঘদিন ধরে মোট ৮০ হাজার মানুষকে নিয়ে করা একটি জরিপ থেকে এ তথ্য প্রকাশ করেছে একটি ব্রিটিশ জার্নাল৷
ছবি: JNTO
আপনি কি সবসময় সব জায়গায় দেরিতে পৌঁছান?
ছোটবেলার জীবনযাত্রাই সম্ভবত এর মূল কারণ৷ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষক দল৷ তাঁরা জানান, যাদের ছোটবেলা কাটে নিয়ম বা রুটিনমাফিক, তারা বড় হলেও তা মনে চলে৷ আর যারা বাড়িতে অনিয়মে বড় হয়, তারা তাদের পরবর্তী জীবনেও নিয়ম মেনে চলতে পারে না৷
ছবি: DW/F. Hofmann
ব্রণ নিয়ে চিন্তা নেই
কিশোর বয়সে যাদের তেলতেলে ত্বক, তাদেরই সাধারণত বেশি ব্রণ হয়ে থাকে৷ ব্রণ বিরক্তিকর হলেও এর ভালো দিক রয়েছে৷ এ রকম ত্বক যেমন বুড়ো হয় দেরিতে, তেমনি বলিরেখাও দেরিতে পড়ে৷ লন্ডনের কিংস কলেজের গবেষকদের করা একটি গবেষণা থেকে এই তথ্য প্রকাশ করে জার্নাল অফ ইনভেস্টিগেটিভ ডার্মাটোলজি ম্যাগাজিন৷
ছবি: picture-alliance/dpa/M. Wüstenhagen
কথা বলায় অসুবিধা
কথা বলার সময় যাদের কথা মুখে আটকে যায়, যাদের কথা স্পষ্ট নয় বা যারা খানিকটা তোতলায়, সেরকম বাচ্চাদের সংখ্যা বেড়ে চলেছে জার্মানিতে৷ ২০১৬ সালে এমন শিশুর সংখ্যা জার্মানিতে ছিল ৭১৫ হাজার৷ এদের মধ্যে ছেলেদের সংখ্যা মেয়েদের তুলনায় অনেক বেশি৷ জানিয়েছে জার্মানির অন্যতম স্বাস্থ্যবীমা কোম্পানি বার্মার৷
ছবি: picture-alliance/dpa
7 ছবি1 | 7
ছুরি নিয়ে আইন জোরদারের ব্যাপারে জার্মান পুলিশ ট্রেড ইউনিয়ন (ডিপিওআইজি)-র যুক্তি হলো, ‘‘‘খুব সাধারণ বাদানুবাদেই ছুরি চালানো হয়৷ এগুলো বহন করা সহজ আর দামেও সস্তা৷''
২০১৫ ও ২০১৭ সালেও দুটি ঘটনায় ছুরি ব্যবহার হয়েছিল, যার একটিতে পূর্ব জামার্নির আলটেনা শহরের লিবারেল ডেমোক্র্যাট মেয়র অ্যানদ্রেঁয়াস হলস্টেন গুরুতর আহত হয়েছিলেন৷
ডিপিওআইজি বলছে, ছুরিকাঘাতের ঘটনাগুলো যদি হত্যাচেষ্টার মামলার আওতায় নিয়ে আসা যায় তাহলে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে তদন্তের জন্য এক বছরের আটকাদেশের সুযোগ পাবে৷ অভিযুক্ত অভিবাসী বা শরণার্থী হলে তাকে নিজ দেশেও ফেরত পাঠাতে পারবে৷
‘‘শারীরিক আঘাত আইনের আওতায় থাকায় ছুরিকাঘাতের মামলায় বর্তমানে অভিযুক্তকে কোনো ধরনের আটকাদেশের সুযোগ নেই, কেননা, তারা আইনানুযায়ী কম অপরাধী৷''
ডিপিওআইজি জার্মান সরকারি চাকরিজীবীদের সংগঠন বায়ামটান্ডবুন্দ-এর তালিকাভুক্ত সংগঠন৷
জার্মানিতে কিশোর-কিশোরীদের মানসিক সমস্যা
কিশোর-কিশোরীরা ভোগেন নানা মানসিক সমস্যায়৷বড়রা ওদের দিকে একটু খেয়াল রাখলেই হয়তো বেচে যেতে পারে ফুলের মতো সুন্দর অনেক জীবন৷
ছবি: picture-alliance/dpa
কেমন আছে নিজের সন্তান ?
অনেক মা-বাবা প্রায়ই জানেন না যে তাদের আদরের সন্তান কেমন আছে৷ ১৫ থেকে ২৪ বছর বয়সিদের মৃত্যুর প্রধান কারণ দুর্ঘটনা আর দ্বিতীয় স্থানেই রয়েছে আত্মহত্যা৷ জার্মানিতে প্রায় প্রতিদিনই দু’একজন আত্মহত্যার পথ বেছে নিচ্ছে৷
ছবি: fotolia/Mikael Damkier
শেষ চিঠি
লেনার মা সুজানে বলেন, তাঁর মেয়ে ১৬ বছর বয়সে ব্লেড এবং ছুরি দিয়ে কয়েকবারই আত্মহত্যার চেষ্টা করেছিলো৷ প্রথমদিকে বাবা-মা বা স্কুলের শিক্ষক কেউ সেটা খেয়ালই করেনি৷ চিঠির বাক্সে লেনার লেখা বিদায়ী চিঠি পেয়ে বুঝেছেন, যে তাঁর মেয়ে মানসিক সমস্যায় ভুগছে, জরুরি সাহায্য বা চিকিৎসার প্রয়োজন৷
ছবি: DW/Janine Albrecht
অনুভূতির প্রকাশ
হাইডেলব্যার্গ ইউনিভার্সিটি ক্লিনিকের প্রফেসার ড. রমুয়াল্ড ব্রুনার বলেন, যদি কেউ নিজের হাত বা পায়ের রগ কেটে ফেলে বা এ ধরনের কিছু একটা করে বসে, তাহলে বুঝতে হবে এটা ওদের রাগ, দুঃখ বা হতাশার প্রকাশ মাত্র৷
ছবি: picture-alliance/dpa
নিজেকে কষ্ট দেওয়া
১৪ থেকে ১৬ বছর বয়সি কিশোর-কিশোরীদের ওপর একটি সমীক্ষা চালানো হয় এবং সমীক্ষায় অংশগ্রহণকারীদের পরিচয় গোপন রাখা হয়৷ সমীক্ষার ফলাফলে ছেলেদের মধ্যে ৮ জন এবং মেয়েদের মধ্যে ১৮ জন স্বীকার করেছে, তাদের এই ছোট্ট জীবনে অন্তত তিনবার হাত পা কেটেছে, নিজেদের কষ্ট দিয়েছে, তাদের জীবনের দুঃখ, কষ্ট বা হতাশা ভুলে যাবার জন্য৷
ছবি: picture-alliance/ dpa/dpaweb
ইন্টারনেট, ফেসবুক, মোবাইল
আজকের আধুনিক তথ্য-প্রযুক্তির যুগে এই প্রজন্মের ছেলেমেয়েরা অনেকেই যোগাযোগের জন্য বেছে নেয় কৃত্রিম মাধ্যম ইন্টারনেট, ফেসবুক৷ তাদের মধ্যে অনেকেই ইন্টারনেট নেশাগ্রস্ত৷ এদের অনেকের মতে, মোবাইল ছাড়া জীবন চলাই সম্ভব নয়৷
ছবি: Fotolia/Konstantin Yuganov
আসল বন্ধু পাওয়া যায়না
একথা ঠিক, যে আজকের দিনে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ অনেক সহজ হয়েছে এবং ব্যবহারও হচ্ছে৷ কিন্তু শেষ পর্যন্ত এসব যোগাযোগ আসল বন্ধু পেতে কোনো কাজে আসেনা৷ বরং এসব বিষণ্ণতার দিকেই ঠেলে নিয়ে যায় এবং ভয় ও আত্মহত্যার চিন্তা করতে সহায়তা করে৷
ছবি: picture-alliance/ZB
বসঃসন্ধিকাল
ছেলে মেয়েদের বসঃসন্ধির সময় ওদের আত্মসম্মানবোধ, অকারণেই মন খারাপ হওয়া বা ঘুমের সমস্যা দেখা দেওয়া প্রাকৃতিক নিয়মেই ঘটে থাকে৷ তবে এ সব সমস্যা যদি ঘনঘন দেখা দেয় বা বাড়াবাড়ি হয়, তাহলে সেটা মানসিক অসুস্থতা বলেই ধরতে হবে এবং চিকিৎসকের সাহায্য নিতে হবে, বলেন ড.ব্রুনার৷
ছবি: Fotolia/Alliance
শিক্ষকদের এগিয়ে আসতে হবে
কিশোর-কিশোরীদের এই ধরনের সমস্যায় স্কুলের শিক্ষকদের আরো বেশি এগিয়ে আসতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা৷
ছবি: picture-alliance/dpa
আলোচনা করতে হবে
মানসিক সমস্যায় শিশু, কিশোর, তরুণ, যুবক, ছোট-বড় অনেকেই ভোগে এবং আত্মহত্যার মতো পথ বেছে নেয়৷ এ ধরনের সমস্যাগুলোর শুরুতেই গুরুত্ব দিয়ে আলোচনা করা প্রয়োজন বলে মনে করেন মনোবিজ্ঞানীরা৷
ছবি: Fotolia/JenKedCo
শরীর চর্চা
রাগ, দুঃখ বা হতাশা থেকে সহজে বের হওয়ার উপায় শারীরিকভাবে বা অন্য কোনোভাবে ব্যস্ত থাকা৷ কোনো কাজে যুক্ত হওয়া৷ হতে পারে খেলাধুলা বা যে কোনো ধরনের শরীরচর্চা৷ হতে পারে বাগানের কাজে কাউকে সাহায্য করা, যে কাজ সত্যিকার অর্থেই মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে৷
ছবি: picture-alliance/dpa
10 ছবি1 | 10
এদিকে জার্মানির কেন্দ্রীয় পুলিশ সংগঠন ট্রেড অব ইউনিয়ন পুলিশ (জিডিপি) বলেছে, ‘দৃশ্যত' চাকু হাতে অপরাধ বাড়লেও এর কোনো প্রমাণ নেই, কেননা, এ সংক্রান্ত কোনও পরিসংখ্যান নেই৷''
গত জানুয়ারিতে লোয়ার সাক্সনির লুনেনে ১৪ বছর বয়সি এক কিশোর আরেক কিশোরের ছুরিকাঘাতে নিহত হয়৷ এর আগে ডিসেম্বরে ১৫ বছর বয়সি এক কিশোরীকে তার আফগান প্রেমিক একটি দোকানে ছুরি মেরে হত্যা করে৷
ডিপিওআইজি-এর জন্য ‘তরুণ আরব'দের দায়ী করে বলেছে, তাদের দ্বারাই এ আচরণ এদেশে এসেছে৷ ‘‘ছুরি নিয়ে চলার মধ্যে কোনও অপরাধ নেই'', কিশোরদের মধ্যে এই মনোভাব তৈরি করাতে তাদের ভূমিকা রয়েছে৷
এ বিষয়ে সম্প্রতি সমীক্ষা চালিয়েছে ইউগোভ নামের একটি জরিপ সংস্থা৷সোমবার জরিপের ফল প্রকাশ হয়৷ এতে বলা হয়, তরুণ প্রজন্মের জার্মানদের মধ্যে ৫০ শতাংশেরও বেশি ছুরি আক্রমণের আশঙ্কা করে থাকেন৷ ১৮ বা তার চেয়ে বেশি বয়সি তরুণের ওপর করা এ জরিপে মাত্র ৪২ শতাংশ তরুণ ছুরিতে আক্রান্ত হওয়ার ভয়ে ভীত নয় বলে জানিয়েছেন৷
লুকাস হানসেন/এইচআই
কিশোর-কিশোরীরা সাবধান!
কিশোরী বয়সে ফল খেলে নারীর স্তন ক্যানসারের ঝুঁকি কমে, জানিয়েছেন গবেষকরা৷ এ রকমই কিশোর-কিশোরীদের স্বাস্থ্যের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন ছবিঘর থেকে৷
ছবি: Colourbox/Yanlev
ফল খান, স্তন ক্যানসারের ঝুঁকি কমান
অ্যামেরিকার হাভার্ড বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ বিভাগে দীর্ঘ ২০ বছর ধরে মোট ৯০ হাজার নারীদের নিয়ে করা গবেষণা থেকে দেখা গেছে যে, যাঁরা অল্প বয়সে ফল ও সবজি খাননি তাঁদের তুলনায়, যাঁরা যথেষ্ট আপেল, কলা, আঙুর, কমলার মতো ফল এবং সবুজ সবজি খেয়েছেন তাঁদের স্তন ক্যানসারের ঝুঁকি কম৷
ছবি: picture-alliance/dpa
শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
ফল বা সবজি চটকে ‘ম্যাশ’ করে বক্সে ভরা যে তৈরি খাবার বাজারে পাওয়া যায়, তা শিশুরা খুবই পছন্দ করে৷ কিন্তু জার্মান খাদ্য বিশেষজ্ঞ বারবারা ক্যোট শিশুদের তৈরি খাবার থেকে বিরত থাকার কথা বলেছেন৷ তাঁর কথায়, এতে লুকিয়ে থাকে অতিরিক্ত পরিমাণে চিনি যা শিশুদের জন্য ক্ষতিকর৷ তাই তিনি বাচ্চাদের জন্য বাড়িতে বানানো ম্যাশ করা তাজা খাবার এবং স্কুলের টিফিনে ফলের তৈরি খাবারের বদলে তাজা ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন৷
ছবি: picture-alliance/dpa
জার্মান কিশোরীদের ফিগার সচেতনতা
জার্মানিতে ১২ বছর বয়সি কিশোরীদের মধ্যে শতকরা ৫০ জনই নিজেদের ফিগার নিয়ে তেমন সন্তুষ্ট নয়৷ এই তথ্য বেরিয়েছে কিশোর-কিশোরীদের ম্যাগাজিন ‘ব্রাভো’-তে৷ ১৩ বছর বয়স থেকেই নাকি প্রতি তিনজনের একজন জার্মান কিশোরী নিজের ওজন সম্পর্কে সচেতন হয়ে ওঠে৷ আর ১১ বয়স থেকে শতকরা দশজনই মডেলদের মতো ফিগারের স্বপ্ন দেখতে শুরু করে৷ তাই তখন থেকেই শুরু হয়ে যায় তাদের ‘ডায়েটিং’৷
ছবি: Bauer Media Group/BRAVO
ছোটবেলায়ই এমন কেন?
গত দশ বছরে প্রাইমারি স্কুলের ছেলে-মেয়েদের মধ্যে খেলাধুলা না করার প্রবণতা, মনোযোগ ও আচরণগত সমস্যা অনেকটাই বেড়ে গেছে৷ মা-বাবার প্রত্যাশা, কম্পিউটারের যথেচ্চ ব্যবহার এবং শিশুদের মানসিক চাপই নাকি এ সবের মূল কারণ৷ জার্মানির স্বাস্থ্যবীমা কোম্পানি ডিএকে-র করা এক সমীক্ষা থেকে পাওয়া গেছে এ তথ্য৷ গবেষণাটি প্রাইমারি স্কুলের শিক্ষকদের নিয়ে এক প্রশ্নোত্তর বিষয়ক কর্মসূচির মাধ্যমে করা হয়৷
ছবি: Fotolia/photophonie
অতিরিক্ত ওজন থেকে সাবধান!
তিন বছর বয়সেই যেসব মেয়েদের ওজন বেড়ে যায়, ওদের বয়ঃসন্ধিকালের সময় কিছুটা এগিয়ে আসে৷ ৩৫০ জন মেয়েকে নিয়ে অ্যামেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের করা এক গবেষণা থেকে এই তথ্য বেরিয়ে এসেছে৷