কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন জায়গায় রুশ হামলায় নিহত ১২
২৫ মে ২০২৫
শনিবার রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভ, উত্তরাঞ্চলীয় জিটোমির, দক্ষিণাঞ্চলীয় মিকোলাইভ এবং পশ্চিমের তেরনোপিল শহরসহ বেশ কিছু জায়গায় আকাশপথে হামলা চালায় রাশিয়া৷ খবরে বলা হয়, এই সময়ে মোট ৩৬৭টি ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া৷
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত তিন বছরের মধ্যে এটিই আকাশপথে ইউক্রেনে রাশিয়ার চালানো সবচেয়ে বড় হামলা৷
ইক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেংকো জানান, হামলায় ১২ জন নিজন নিহত এবং ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছেন৷ তিনি বলেন, ‘‘বেসামরিক নাগরিকদের উপর চালানো এটি একটি নিষ্ঠুর হামলা।’’
ইউক্রেনের এয়ার ফোর্স জানায়, রাতভর রাশিয়া মোট ২৯৮টি ড্রোন এবং ৬৯টি মিসাইল হামলা চালিয়েছে৷ এরমধ্যে ২৬৬টি ড্রোন ওবং ৪৫টি মিসাইল ভূপাতিত করা হয়েছে বলে দাবি ইউক্রেনের৷
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে সরব হওয়ার আহ্বন জানান৷ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘‘অ্যামেরিকা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা পুটিনকে (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন) উৎসাহিত করছে৷''
উল্লেখ্য, এমন এক সময়ে রাশিয়া এই হামলা চালিয়েছে যখন দুই দেশ বন্দি বিনিময় নিয়ে কাজ করছিল৷ উভয় দেশ মোট দুই হাজার বন্দিকে বিনিময় করার কথা রয়েছে৷ বিনিময়ের তৃতীয় ও শেষ দিনে এই হামলা চালিয়েছে রাশিয়া৷
আরআর/এডিকে (রয়টার্স)