1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কিয়েভের ভূত’ ফাইটার পাইলটের সত্য-মিথ্যা

২ মার্চ ২০২২

ইউক্রেনের এক ফাইটার পাইলট একাই রাশিয়ার ছয়টি যুদ্ধবিমান ভূপতিত করেছেন বলে সামাজিক মাধ্যমে বেশ হৈচৈ হচ্ছে৷ এখন পর্যন্ত ঐ পাইলট ‘কিয়েভের ভূত’ নামে পরিচিতি পাচ্ছে৷ বাস্তবে এমন কেউ আছেন কিনা জানার চেষ্টা করেছে ডয়চে ভেলে৷

Ukraine | Training Luftwaffe | Kampfjet Mig-29
ছবি: Roman Pilipey/dpa/picture alliance

ঐ পাইলট মিগ-২৯ বিমান চালান বলে মনে করা হচ্ছে৷

সামাজিক মাধ্যমে নীচের ভিডিওটি ভাইরাল হয়েছে৷ ২৫ ফেব্রুয়ারি সকালে ‘ইউক্রেনলাইভ’ নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রকাশ করা হয়৷ এতে বলা হয়, আজ (শুক্রবার) কিয়েভের আকাশে ইউক্রেনের বিমানবাহিনীর একটি মিগ-২৯ রাশিয়ার বিমানবাহিনীর এসইউ-৩৫ ফাইটার জেটকে গুলি করা ফুটেজ এটি৷

ইউক্রেনলাইভ টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশের আগের দিন বৃহস্পতিবার রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপতিত করার দাবি করেছিল ইউক্রেনের সামরিক বাহিনী৷ একই দিন রাশিয়া ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেয়া হয়েছে বলে দাবি করেছিল৷

কিন্তু এখন জানা যাচ্ছে ভিডিওটি আসলে ‘ডিজিটাল কমব্যাট সিমুলেটর ওয়ার্ল্ড’ নামের একটি ভিডিও গেমের সিকোয়েন্স৷ ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইউটিউবে যিনি ভিডিওটি আপলোড করেছেন তিনি লিখেছেন, ‘‘এই ফুটেজটা ডিসিএস থেকে নেয়া, তবে এটি ‘কিয়েভের ভূতকে’ সম্মান জানাতে করা হয়েছে৷’’

ডিজিটাল কমব্যাট সিমুলেটর ওয়ার্ল্ড গেমের একজন মুখপাত্র ফুটেজটি তাদের গেমের সিকোয়েন্স বলে রয়টার্সকে নিশ্চিত করেছে৷

সাবেক প্রেসিডেন্টের টুইট

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ছিলেন পেট্রো পোরোশেঙ্কো৷ তিনি ককপিটে হেলমেট পরে থাকা এক পাইলটের ছবি ২৫ ফেব্রুয়ারি শুক্রবার টুইটারে প্রকাশ করে বলেন, ইনিই ‘কিয়েভের ভূত’৷ তিনি আরও লেখেন, এমন শক্তিশালী ব্যক্তিরা থাকলে ইউক্রেন অবশ্যই বিজয়ী হবে৷

আসলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ছবিটি তিন বছর আগে প্রকাশ করেছিল৷ নতুন হেলমেট পরে একটি টেস্ট ফ্লাইট পরিচালনার সময় ছবিটি তোলা হয়েছিল৷ ফলে ছবির ব্যক্তিটি যদি আসলেই সেই রহস্যময় পাইলট হয়ে থাকেন, তবুও ছবিটি পুরনো৷

হঠাৎ নায়ক বুয়েনস আইরেসের আইনজীবী

সামাজিক মাধ্যমে কিয়েভের ভূতের নামও প্রকাশিত হয়েছে৷ বলা হয়েছে তার নাম ভ্লাদিমির আবদোনভ৷ নীচের ছবিটি দেখুন৷

ছবি: @LaSupremaOkBACK/Twitter

এবার নীচের ছবিটি দেখুন৷ ইমেজ প্রসেসিং প্রোগ্রামের মাধ্যমে নয়েজ অ্যানালিসিস করলে কোনো ছবিতে পরিবর্তন আনা হলে তার চিহ্ন দেখা যায়৷ নীচের ছবিটি খেয়াল করে দেখুন, ঐ পাইলটের মুখ, পোশাকের ব্যাজ ও ব্যাকগ্রাউন্ডে ইউক্রেনের পতাকা যোগ করার প্রমাণ দেখা যাচ্ছে৷

ছবি: @tpilotgirl/Twitter

একই ছবিতে রিভার্স ইমেজ সার্চ প্রযুক্তি ব্যবহার করে ছবিটি যে ভুয়া, তার আরও প্রমাণ পাওয়া গেছে৷ ছবিটি কয়েক বছর আগে অনলাইনে আপলোড করা হয়েছিল৷ সেখানে আলাদা মাথা, আলাদা ব্যাজ দেখা গেছে৷ এবং কোনো পতাকা ছিল না৷

পাইলটের পেছনের বিমানটি আরেকটু ভালো করে খেয়াল করলে বোঝা যায় সেটি আসলে রয়েল ক্যানাডিয়ান এয়ার ফোর্সের বিমান৷

এবার নীচের ছবিটি দেখুন৷ বামের ছবিটি ইউক্রেনের সামরিক বাহিনীর প্রকাশ করা৷ এতে ইউক্রেনের মেরিন ভিটালি স্কাকুনকে দেখা যাচ্ছে৷ রাশিয়ার ট্যাঙ্কের আগমন থামাতে তিনি জীবনের ঝুঁকি নিয়ে একটি ব্রিজ উড়িয়ে দিয়েছিলেন৷ সে কারণে তাকে ‘হিরো অফ ইউক্রেন’ উপাধি দেয়া হয়েছে৷

ছবি: General Staff of the Armed Forces of Ukraine/Facebook und @LaSupremaOkBACK/Twitter

উপরের ছবির ডানপাশের ছবিটি ভুয়া৷ স্কাকুনের ছবিতে মাথা কেটে আরেকজনের ছবি বসানো হয়েছে৷ কিন্তু কার মাথা? সেটা জানা গেছে নীচের টুইট থেকে৷

টুইটটি করেছেন আর্জেন্টিনার বুয়েনস আইরেসের একজন আইনজীবী৷

‘কিয়েভের ভূতের’ আসল পরিচয় জানতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিল ডয়চে ভেলে৷ এখনও উত্তর পাওয়া যায়নি৷

ইনেস আইজেলে, মিশেল পেঙ্কে, ব়্যাচেল বেইগ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ