1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

কিয়েভে আবার রাশিয়ার হামলা

১ মে ২০২৩

গোটা ইউক্রেনে আকাশপথে হামলা সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে৷ কিয়েভ এলাকায় এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে৷ পোপ ফ্রান্সিস গোপন শান্তি মিশনের উল্লেখ করেছেন৷

ইউক্রেন যুদ্ধ অব্যাহত রয়েছে
গোটা ইউক্রেনে আকাশপথে হামলা সম্পর্কে সতর্কতা জারি করা হয়েছে (ফাইল ফটো)ছবি: Mustafa Ciftci/AA/picture alliance

সোমবার ভোরে রাশিয়া আবার ইউক্রেনের উপর হামলা চালিয়েছে৷ গোটা দেশ জুড়েই আকাশপথে হামলার সতর্কতা জারি করা হয়েছে৷ রাজধানী কিয়েভ এলাকায় এয়ার ডিফেন্স সিস্টেমগুলি রুশ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ মানুষকে শান্ত অবস্থা নিরাপদ শেল্টারে আশ্রয় নেবার পরামর্শ দেওয়া হয়েছে৷ সেইসঙ্গে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ঘটনা দেখলে সে বিষয়ে গোপনীয়তা বজায় রাখার আবেদন করেছে কর্তৃপক্ষ৷ মোট ১৮টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫টি ধ্বংস করা সম্ভব হয়েছে বলে সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে৷ সেনাবাহিনীর প্রধান ভালেরিই জালুজনিয়ি টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন যে, রাত আড়াইটে নাগাদ রুশ হানাদার বাহিনী হামলা শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো খবর পাওয়া যায় নি৷ ইউক্রেনের সংবাদ মাধ্যম দ্নিপ্রোপেট্রভস্ক ও সুনি অঞ্চলে বিস্ফোরণের খবর দিয়েছে, যদিও সেই খবর নিরপেক্ষভাবে যাচাই করা যায় নি৷

রাশিয়া-অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপে সেভাস্টোপোল শহরে জ্বালানির গুদামে ড্রোন হামলার প্রতিশোধ নিতে রাশিয়া সোমবার হামলা চালাচ্ছে কিনা, তা অবশ্য স্পষ্ট নয়৷ অধিকৃত এলাকা পুনর্দখল করতে ইউক্রেন বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে, এমন ধারণা আরও জোরদার হতে থাকায় রাশিয়া আগেভাগেই ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করতে পারে বলেও অনুমান করা হচ্ছে৷ রাশিয়ার ভাগনার ভাড়াটে বাহিনীর প্রধান প্রিগোশিন মে মাসের মাঝামাঝি ইউক্রেনের অভিযানের আশঙ্কা করছেন৷ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাঁর বাহিনীর জন্য যথেষ্ট গোলাবারুদ না সরবরাহ করলে চরম ‘বিপর্যয়' সম্পর্কে সতর্ক করে দিয়েছেন তিনি৷ এমনকি বাখমুত শহরের উপরেও নিয়ন্ত্রণ আলগা হয়ে পড়বে বলে প্রিগোশিন হুমকি দিয়েছেন৷

বহু প্রতিক্ষিত সামরিক অভিযান সম্পর্কে ইউক্রেন নীরবতা বজায় রাখছে৷ তবে এমন পালটা আঘাতের জন্য যথেষ্ট অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে সে দেশ মরিয়া হয়ে উঠেছে৷ অনেক অনুরোধ সত্ত্বেও ন্যাটো ও পশ্চিমা বিশ্ব এফ-১৬-এর মতো উন্নত যুদ্ধবিমান এখনো সরবরাহ করে নি৷ রোববার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ-র সঙ্গে টেলিফোনে কথা বলেন৷ ইউক্রেনের সামরিক বাহিনীর চাহিদা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে৷

এদিকে পোপ ফ্রান্সিস রোববার জানিয়েছেন যে, ভ্যাটিকান সিটি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত বন্ধ করতে এক মিশন চালাচ্ছে৷ তিন দিনের হাঙ্গেরি সফর শেষে রোমে ফেরার সময়ে তিনি সাংবাদিকদের জানান, যে শান্তি ফেরাতে যা কিছু সম্ভব, তিনি তা করতে প্রস্তুত৷ তবে শান্তি মিশন সম্পর্কে পোপ এখনই এর বেশি কিছু বলতে নারাজ৷ পোপ ফ্রান্সিস কিয়েভ ও মস্কো সফরের আগ্রহও প্রকাশ করেছেন৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ