1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিয়েভে জার্মান প্রেসিডেন্ট, বার্লিনে ইউক্রেনের প্রধানমন্ত্রী

২৫ অক্টোবর ২০২২

মঙ্গলবার অঘোষিত সফরে ইউক্রেনে পৌঁছেছেন জার্মান প্রেসিডেন্ট৷ এদিকে বার্লিনে ইউক্রেনের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সে দেশের পুনর্গঠন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন আয়োজিত হচ্ছে৷

Ukraine | Bundespräsident Steinmeier in Kiew
ছবি: Michael Kappeler/dpa/picture alliance

ইউক্রেনের উপর রাশিয়ার হামলার পর অন্যান্য পশ্চিমা দেশের মতো জার্মানি যথেষ্ট সহায়তা করছে না, এমন অভিযোগ উঠেছিল৷ কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহায়তার ক্ষেত্রে জার্মানির ‘ঘাটতি' নিয়ে ইউক্রেনের সরকারের মধ্যে ক্ষোভ বাড়ছিল৷ গত কয়েক মাসে সেই ক্ষত অনেকটাই দূর হয়েছে৷ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস কিয়েভ সফর করেছেন৷ এবার জার্মানির প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার কিয়েভে পৌঁছেছেন৷ নানা কারণে এর আগে দুই বার সেই সফর বাতিল করতে হয়েছিল৷ এপ্রিল মাসের মাঝামাঝি পোল্যান্ড, লিথুয়েনিয়া, এস্টোনিয়া ও লাটভিয়ার প্রেসিডেন্টের সঙ্গে স্টাইনমায়ারেরও কিয়েভ যাবার পরিকল্পনা থাকলেও ইউক্রেনের সরকার সফরের ঠিক আগে তাকে না আসার অনুরোধ করে৷ রাশিয়ার সঙ্গে তার অতীতের ‘ঘনিষ্ঠতা'-কে কেন্দ্র করে ইউক্রেনে যে ক্ষোভ দেখা গিয়েছিল, অবশেষে তা কাটিয়ে তুলে সে দেশের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি তার সঙ্গে মঙ্গলবার আলোচনায় বসছেন৷

এ দিকে সোমবার এক লবি গ্রুপের উদ্যোগে জার্মানির রাজধানী বার্লিনে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনের রূপরেখা নিয়ে আলোচনার পর মঙ্গলবার আরও বড় আকারে সে বিষয়ে এক সম্মেলন আয়োজন করা হয়েছে৷ জি-সেভেন গোষ্ঠীর বর্তমান সভাপতি দেশ হিসেবে জার্মানি এবং ইউরোপীয় কমিশনের যৌথ উদ্যোগে রাজনৈতিক নেতা ও বিশেষজ্ঞরা ইউক্রেনের পুনর্গঠনের লক্ষ্যে এক ‘মার্শাল প্ল্যান' নিয়ে আলোচনা করছেন৷ উল্লেখ্য, জার্মান চ্যান্সেলর শলৎস ও ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লাইয়েন সপ্তাহান্তে এক সংবাদপত্রের যৌথ প্রবন্ধে এ বিষয়ে নিজেদের ভাবনাচিন্তা তুলে ধরেছেন৷

মঙ্গলবার শলৎস ও ফন ডেয়ার লাইয়েন বার্লিনে যৌথভাবে সম্মেলনের উদ্বোধন করছেন, যার পোশাকি নাম ‘ইউক্রেনের পুনরুদ্ধার, পুনর্গঠন ও আধুনিকীকরণ সংক্রান্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সম্মেলন'৷ ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহালও সম্মেলনে উপস্থিত থাকবেন৷ সে দেশের প্রেসিডেন্ট জেলেনস্কি কিয়েভ থেকে ভিডিও লিংকের মাধ্যমে সম্মেলনের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন৷ সোমবারের সম্মেলনে শলৎস বলেন, জার্মানি কোনো এক দিন ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে দেখতে চায়৷ দাতা দেশগুলিতে সেই বিষয়টি মনে রেখে ইউক্রেনের পুনর্গঠনের জন্য আর্থিক অঙ্গীকার করা উচিত বলে তিনি মনে করেন৷ তিনি বলেন, ‘‘পুটিনের যুদ্ধ আমাদের দেশগুলিকে পরস্পরের আরও কাছে নিয়ে এসেছে৷''

ইউক্রেনের পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে সম্ভব নয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই৷ বেসরকারি বিশেষজ্ঞ এবং শিল্পবাণিজ্য জগতেরও বিশাল অংশগ্রহণ নিশ্চিত করতে বার্লিনে দুই ক্ষেত্রের অনেক শীর্ষ প্রতিনিধিও উপস্থিত থাকছেন৷ তবে ইউক্রেনের পুনর্গঠনের লক্ষ্যে যে প্রায় ৭৬ হাজার কোটি ইউরো প্রয়োজন হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন, মঙ্গলবারের সম্মেলনে সেই লক্ষ্যে কোনো অঙ্গীকারের আশা করা হচ্ছে না৷

এসবি/কেএম (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ