ইউক্রেন জানিয়েছে এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে নিজেদের রক্ষা করা সম্ভব হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার গোটা ইউক্রেন জুড়েই দূরপাল্লার রকেট এবং ড্রোন নিয়ে আক্রমণ চালিয়েছে রাশিয়া। বাদ যায়নি রাজধানী কিয়েভও। ইউক্রেনের প্রশাসন জানিয়েছে, কিয়েভের একাধিক প্রশাসনিক অঞ্চলে অপরিচিত বস্তু উড়তে দেখা যায়।এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে সেগুলিকে ধ্বংস করা হয়েছে। যদিও রাশিয়া বিবৃতি দিয়ে দাবি করেছে, তারা যেখানে যেখানে হামলা চালাতে চেয়েছিল, সেগুলি সবই ধ্বংস হয়েছে।
ক্রেমলিনের উপর ড্রোন ধ্বংস, লক্ষ্য পুটিন? জেলেনস্কির না
বুধবার রাতে ক্রেমলিনের মাথায় দুইটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি রাশিয়ার। অভিযোগ, পুটিনকে হত্যা করার জন্য এই হামলা।
ছবি: Ostorozhno Novosti/REUTERS
কী হয়েছিল?
বুধবার রাতে মস্কোয় ক্রেমলিনের ওপরে দুইটি ড্রোন উড়ছিল বলে দাবি রাশিয়ার। সেই ড্রোনে কোনো মানুষ ছিল না। ড্রোন দুইটিকে ধ্বংস করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্রেমলিনের উপরে একটা উজ্জ্বল আলোর ঝলকানি। রাশিয়া বলছে, ওটাই ড্রোন ধ্বংসের ছবি।
ছবি: Ostorozhno Novosti/REUTERS
প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা?
রাশিয়ার দাবি, এই ড্রোন হামলার উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট পুটিনকে হত্যা করা। পুটিন সেসময় ক্রেমলিনে ছিলেন না।
ছবি: SPUTNIK via REUTERS
ক্রেমলিনেই প্রেসিডেন্ট আবাস
ক্রেমলিনের ভিতরে পাঁচটি প্রাসাদ আছে। চারটি ক্যাথেড্রাল আছে। সেই সঙ্গে আছে ক্রেমলিন টাওয়ার ও ক্রেমলিন ওয়াল। একটি প্রাসাদে আগে রাশিয়ার সম্রাট থাকতেন। এখন সেখানে প্রেসিডেন্ট থাকেন।
ছবি: AP Photo/picture alliance
রাশিয়ার অভিযোগ
রাশিয়ার অভিযোগ, ইউক্রেন এই কাজ করেছে। ৯ মে রাশিয়ায় বিজয় দিবসের প্যারেড হয়। তার আগে এই আক্রমণ চালিয়ে পুটিনকে মারার চেষ্টা করেছে তারা।
ছবি: Grigory Dukor/TASS/dpa/picture alliance
জেলেনস্কির দাবি
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন এই হামলা করেনি। গতবছর ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন কখনো নিজের এলাকার বাইরে যায়নি বলে তার দাবি। জেলেনস্কি বলেছেন, ''আমরা পুটিন বা মস্কোর উপর আক্রমণ করিনি।''
ছবি: Kaniuka Ruslan/Photoshot/picture alliance
পাল্টা ব্যবস্থার হুমকি
রাশিয়া বলেছে, যেহেতু তাদের দেশ ও প্রেসিডেন্টের উপর হামলার চেষ্টা হয়েছে, তাই তারা উপযুক্ত সময়ে প্রত্যাঘাত করবে। বুধবারই তারা খেরসন-সহ বিভিন্ন এলাকায় হামলা করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়াই এই নাটক করেছে। কারণ, পুটিন দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে চেয়েছেন। রাশিয়া যুদ্ধে জিততে পারছে না। তাই তিনি এই নাটক করলেন। উপরের ছবিতে সেনাদের মধ্যে জেলেনস্কি।
ছবি: Andrew Matthews/PA Wire/empics/picture alliance
খেরসনে সাধারণ মানুষের মৃত্যু
রাশিয়া বুধবার খেরসনের বাজার, ট্রেন স্টেশন এবং আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালায়। এর ফলে ২১ জন মারা গেছেন এবং ৪৮ জন আহত হয়েছেন। জেলেনস্কি বলেছেন, ''আমরা এই অপরাধীদের ক্ষমা করব না।''
ছবি: Ivan Antypenko/REUTERS
8 ছবি1 | 8
রাশিয়া রাতে আক্রমণ চালানোয় প্রাথমিকভাবে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছিল ইউক্রেনের সেনা। একইসঙ্গে ক্রুস, ড্রোন এবং ব্যালেস্টিক মিসাইল দিয়ে আক্রমণ চালাচ্ছিল রাশিয়া। ইউক্রেনের বক্তব্য, একটানা আক্রমণ চালিয়ে গেছে রাশিয়া। একসঙ্গে এত পরিমাণ রকেট এবং ক্রুস মিসাইল তারা আগে কখনো ছোঁড়েনি। বস্তুত, মে মাসে এই নিয়ে অষ্টমবার রাশিয়া এভাবে দূরপাল্লার অস্ত্র নিয়ে কিয়েভ এবং সংলগ্ন এলাকায় আক্রমণ চালালো। ইউক্রেন অবশ্য দাবি করেছে, তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে রাশিয়ার হামলার মোকাবিলা করেছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসিল রেজনিকভ টুইট করে জানিয়েছেন, ''রাশিয়ার অন্তত ছয়টি হাইপারসনিক কিনঝাল মিসাইল এবং ১২টি ব্যালেস্টিক মিসাইল ধ্বংস করা হয়েছে।'' কিয়েভের মেয়র জানিয়েছেন, ধ্বংস হওয়ার পর ওই মিসাইলের ভগ্নাবশেষ নিচে এসে পড়েছে। বেশ কিছু গাড়ি তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিড়িয়াখানার কাছেও বেশ খানিকটা রকেটের ভগ্নাবশেষ মিলেছে।
গত এপ্রিল থেকে যুদ্ধের কৌশল বদলেছে রাশিয়া। গত এক বছর তারা সেনা পাঠিয়ে ইউক্রেনে লড়াই চালাচ্ছিল। কিন্তু এপ্রিল থেকে তারা দূরপাল্লার রকেট হামলায় বেশি জোর দিয়েছে। মে-তে সবচেয়ে বেশি এই পদ্ধতিতে আঘাত করেছে তারা। নতুন করে কিয়েভকে টার্গেট করা হয়েছে। তবে ইউক্রেনের হাতে এখন অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম আছে। ফলে দূরপাল্লার আক্রমণ প্রতিহত করতে পারছে তারা। আরো এয়ার ডিফেন্স সিস্টেম এবং অস্ত্রের প্রয়োজন বলেও ইউক্রেনের তরফে জানানো হয়েছে।