1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইউক্রেন

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৫৩

১৪ ডিসেম্বর ২০২৩

বুধবার কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়া। এর ফলে অন্তত ৫৩ জন আহত হয়েছেন। অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ জন আহত।
কিয়েভে একজন আহত ব্যক্তিকে নিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। ছবি: Gleb Garanich/REUTERS

রাত তিনটে নাগাদ কিয়েভে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এয়ার ডিফেন্স ব্যবস্থাকে সক্রিয় করা হয়। বেশ কিছুদিন শান্ত থাকার পর কিয়েভ আবার আক্রান্ত হলো।

মোট ১০টি ব্যালেস্টিক মিসাইল কিয়েভে আছড়ে পড়ে।

জেলেনস্কির বক্তব্য

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, ''রাশিয়া আবার প্রমাণ করলো, তারা অত্যন্ত জঘন্য দেশ। কারণ, তারা অত রাতে আবাসিক এলাকায় এবং এই শীতে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রাশিয়াকে যোগ্য জবাব দেয়া হবে।''

জেলেনস্কি বলেছেন, ''ইউক্রেন যাতে বিদেশি সামরিক সহায়তা পায়, সেটা নিশ্চিত করাটা খুবই জরুরি। অ্যামেরিকার কাছ থেকে সাহায্য পাওয়া নিয়ে অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলেছেন।''

জেলেনস্কি জানিয়েছেন, ''আমরা আমাদের সামর্থ্য বাড়াবার চেষ্টা করছি। আমরা বেশ কয়েকটি চুক্তি করেছি। আমরা দ্রুত এই কাজ করতে চাই। বাইডেন জানিয়েছেন, তিনি ইউক্রেনকে আরো এয়ার ডিফেন্স সিস্টেম দেবেন। প্রতিটি এয়ার ডিফেন্স সিস্টেম ও ক্ষেপণাস্ত্র আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা আমাদের মানুষের জীবন বাঁচাবে। দেশকে বাঁচাবে।''

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, তারা ইউক্রেনের অন্যত্র দশটি রুশ ড্রোনকে গুলি করে ধ্বংস করেছে।

জেলেনস্কি নরওয়েতে

জেলেনস্কি এখন নরওয়েতে গেছেন। তিনি সেখানে ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেনের নেতাদের সঙ্গে কথা বলবেন। তারা যাতে ইউক্রেনকে আরো আর্থিক ও সামরিক সাহায্য করেন তার চেষ্টা করবেন।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ