1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কীটনাশকের কাজ করছে হাঁস!

২৫ এপ্রিল ২০১৮

কীটনাশকের বদলে জমিতে হাঁস ব্যবহার করছেন জাপানের কৃষকরা৷ আর এতে দারুণ ফল পাচ্ছেন৷ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তৈরি করা একটি প্রতিবেদনে তেমনটিই দেখা যাচ্ছে৷ মাত্র একদিন আগে পোস্ট করা ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে৷

Deutschland Indische Laufenten als Antwort auf die Schneckenplage
ছবি: picture-alliance/dpa

কীটনাশকের বদলে জমিতে হাঁস ব্যবহার করছেন জাপানের কৃষকরা৷ আর এতে দারুণ ফল পাচ্ছেন৷ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তৈরি করা একটি প্রতিবেদনে তেমনটিই দেখা যাচ্ছে৷ মাত্র একদিন আগে পোস্ট করা ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে৷

‘ব্রেড ডাক' নামে পরিচিতি বিশেষ প্রজাতির একটি হাঁস ফসলের জমিতে কীটনাশকের ভূমিকায় ভীষণ কার্যকরী৷ তাদেরকে ধান ক্ষেতে ছেড়ে দেন চাষীরা৷ আর তারা তখন জমির সব পোকামাকড় এবং আগাছা খেয়ে সাফ করে ফেলে৷ কিন্তু ধান গাছগুলোর কোনো ক্ষতি করে না৷

কেবল আগাছা নয়, আগাছার বীজ পর্যন্ত খেয়ে ফেলে এই হাঁসগুলো৷ তাই পরবর্তী মৌসুমে ঐ জমির আগাছা খুব কম হয়৷ এই পদ্ধতিতে বেড়ে ওঠা ফসল ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও টিকে থাকার লড়াইয়ে অন্যদের চেয়ে শক্তিশালী হয়৷

এর ফলে কৃষকরা রাসায়নিক সার ও ব্যবহার করেন না, যা পরিবেশের জন্য খুবই ভালো৷ কেবল একটাই অসুবিধা, যখন হাঁসগুলো খুব মোটা হয়ে যায়, তখন শরীরের ভারসাম্য রাখতে না পারায় ধান গাছগুলোকে মাড়িয়ে দেয়৷ তাই প্রতি বছর নতুন হাঁসের প্রয়োজন হয়৷ তবে কেবল জাপানেই নয়, চীন, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, এমনকি ইরানেও এ পদ্ধতি ব্যবহৃত হয়৷

এই পদ্ধতিতে চাষবাসের ফলে রাসায়নিকের উপর নির্ভরশীলতা অনেকটাই কমানো যায়৷

সোমবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফেসবুক পাতায় ভিডিওটি পোস্ট করা হয়৷ প্রতিবেদনের সূত্র হিসেবে ‘বিবিসি'র নাম উল্লেখ করা হয়েছে৷ মাত্র ৪৮ ঘণ্টায় ৯ লাখেরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি৷ শেয়ার হয়েছে ৩০ হাজার বার৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ