এসএমএস-এর যুগ প্রায় শেষ৷ আজকাল প্রায় সবাই হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে সস্তায় নানা ধরনের বার্তা পাঠাচ্ছে৷ তবে এমন মেসেজিং অ্যাপ-এর সম্ভাবনার পুরোপুরি সদ্ব্যবহার এখনো ঘটছে না৷ বার্লিনের এক কোম্পানি সেই পথেই এগোচ্ছে৷
বিজ্ঞাপন
সিমন গ্রুনার্ট স্টাইল সম্পর্কে পরামর্শ দেন৷ দু'টি মিটিং-এর মাঝে তিনি উপদেষ্টার কাছ থেকে কেনাকাটা সংক্রান্ত আইডিয়া নিচ্ছেন৷ সবটাই হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে৷ সিমন বলেন, ‘‘ই-মেলের তুলনায় এমন চ্যাট অনেক বেশি অন্তরঙ্গ৷ এতে মানুষের আরও কাছে আসা যায়৷ মেলের জন্য দু-এক দিন অপেক্ষা করা যেতে পারে৷''
চ্যাট-এর মাধ্যমে ফ্যাশন সংক্রান্ত পরামর্শ৷ বার্লিনের ‘আউটফিটারি' নামের স্টার্টআপ কোম্পানি গত আগস্ট মাস থেকে এই পরিষেবা দিচ্ছে৷ ২৪ ঘণ্টা ধরে কোনো না কোনো স্টাইলিস্ট একটি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে ব্যক্তিগত স্টাইল সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন৷ ব্যবসার মূলমন্ত্র হলো, একজন পরামর্শদাতা প্রত্যেক গ্রাহকের জন্য নির্দিষ্ট জামাকাপড় স্থির করছেন৷ তারপর ডাকযোগে সেই পোশাক পাঠিয়ে দেওয়া হচ্ছে৷
যে সাতটি ‘ভিডিও চ্যাট অ্যাপ’ আপনার স্মার্টফোনে থাকা উচিত
স্মার্টফোনের কারণে আজকাল শুধু অডিও নির্ভর ফোনালাপ কমে যাচ্ছে৷ বরং সেখানে জায়গা করে নিচ্ছে ভিডিও চ্যাট৷ এই ভিডিও চ্যাট করার জন্য আবার রয়েছে অনেক অ্যাপ৷ ‘সার্চ ইঞ্জিন জার্নালের’ বিবেচনায় সেরা সাতটি অ্যাপ পাবেন এখানে৷
ছবি: Yuri Cortez/AFP/Getty Images
উভু
ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেই ভিডিও চ্যাপ অ্যাপ উভু-তে লগ-ইন করা সম্ভব৷ তবে অ্যাপটির সবচেয়ে বড় মজা হচ্ছে, এটি আপনার ফেসবুক বন্ধুদের এবং আপনার স্মার্টফোনে থাকা কন্টাক্ট তালিকার মধ্যে সমন্বয় করে৷ একসঙ্গে ১২ জনের সঙ্গে চ্যাট করা যায় উভু ব্যবহার করে৷ আর অ্যাপটি ব্যবহারের জন্য বাড়তি কোনো খরচও নেই৷
ছবি: Fotolia/apops
স্কাইপ
স্কাইপ পৃথিবীর অন্যতম পুরনো এবং সম্ভবত সবচেয়ে পরিচিত ভিডিও অ্যাপ৷ এর ব্যবহারকারীর সংখ্যা ২৯৯ মিলিয়ন৷ শুধু ভিডিও চ্যাট নয়, স্কাইপ ব্যবহার করে ভয়েস চ্যাট, তাৎক্ষণিক ক্ষুদে বার্তাও পাঠানো সম্ভব৷
ছবি: picture-alliance/dpa
ট্যাঙ্গো
মূলত দু’টি কারণে ট্যাঙ্গো জনপ্রিয়৷ এটা ব্যবহার করা খুব সোজা এবং এটার জন্য কোনো আলাদা পাসওয়ার্ড দরকার হয় না৷ অর্থাৎ এটা ব্যবহারের জন্য শুধুমাত্র আপনার নাম, মোবাইল নম্বর এবং ই-মেল ঠিকানার প্রয়োজন হয়৷ তবে ‘বিজনেস কলে’-র জন্য অ্যাপটি ব্যবহার ঠিক নয়৷
ছবি: picture-alliance/dpa
হ্যাংআউটস
যেহেতু সবাই আজকাল গুগল ব্যবহার করেন, তাই হ্যাংআউটস ব্যবহারকারী খুঁজে পাওয়া আজ আর তেমন কোনো কষ্টের ব্যাপার নয়৷ গুগল-এর এই সেবা ব্যবহার করে একত্রে দশজন পর্যন্ত চ্যাট করতে পারেন৷ এটিতে ছবি এবং ‘ইমোজিস’ শেয়ার করারও অপশন রয়েছে৷
ছবি: DW
পিয়ার
ব্যবসায়িক চ্যাটের জন্য একটি ভিডিও অ্যাপ খুঁজছেন? নিশ্চিন্তে বেছে নিতে পারেন পিয়ার৷ প্রফেশনালদের নেটওয়ার্ক লিঙ্কডইনের সঙ্গে সহজেই যুক্ত করা যায় অ্যাপটি৷ এই মুহূর্তে অ্যাপটি আইটিউনস-এ সহজলভ্য৷
ছবি: Tencent
ভাইবার
একসঙ্গে চল্লিশজনের সঙ্গে চ্যাট করার সুযোগ দেয় ভাইবার৷ আর চ্যাট সম্পর্কিত সব কিছুই করা যায় এটা ব্যবহার করে৷ এমনকি চাইলে ফাইল শেয়ারও করতে পারেন ভাইবার-এর মাধ্যমে৷
ছবি: viber.com
ক্যামফ্রগ
অপরিচিত, নতুন কারো সঙ্গে চ্যাট করতে চাইলে ক্যামফ্রগ আদর্শ৷ বন্ধু-বান্ধব, পরিবারের সদস্য কিংবা পরিচিতজন ছাড়াও চ্যাট রুমে নতুনদের সঙ্গে গল্পগুজবের সুযোগ দেয় ক্যামফ্রগ৷ এটা অ্যান্ড্রয়েড, উইন্ডোস এবং আইওস – সবকটি ‘অপারেটিং সিস্টেম’-এর মাধ্যমেই ব্যবহার করা যায়৷
ছবি: Yuri Cortez/AFP/Getty Images
7 ছবি1 | 7
সংস্থার প্রধান ইয়ুলিয়া ব্যোশ-এর মাথায় সেইসঙ্গে স্টাইল চ্যাট জুড়ে দেওয়ার আইডিয়াটা এসেছিল৷ ইউরোপে সংস্থার প্রায় ৬০ শতাংশ গ্রাহক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন৷ তাদের আরও সম্পৃক্ত করার ভালো পথ এটি৷ ইয়ুলিয়া বলেন, ‘‘আমরা কখনো একটি আউটফিটারি বক্স দু'বার পাঠাইনি৷ প্রত্যেক গ্রাহকের জন্য এটি আলাদা করে প্রস্তুত করা হয়৷ তাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দু'টি মানুষের মধ্যে এই সরাসরি যোগাযোগ সামগ্রিক যোগাযোগ নীতির তুলনায় অনেক আকর্ষণীয়৷''
এশিয়া এক্ষেত্রে আরও এগিয়ে গেছে৷ ১৩০ কোটি মানুষ চীনের ‘উইচ্যাট' অথবা জাপানের ‘লাইন' মেসেজিং অ্যাপ ব্যবহার করেন৷ তাতে শুধু টেক্সট লেখা নয়, ভিডিও কলও করা সম্ভব৷ অথবা বন্ধুদের খোঁজা সম্ভব৷ কিংবা দোকানে জিনিসপত্রের দাম মেটানো সম্ভব৷
স্টিকার ও ইমোশন পাঠানো অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে৷ এর মাধ্যমে কোম্পানিগুলি কোটি কোটি ডলার আয় করছে৷ ‘লাইন' তার কার্যকলাপ আরও বাড়াতে চায়৷ গোটা বিশ্বে তারা ১০০টি নতুন দোকান খুলতে চলেছে৷ গুগল-ও এই প্রবণতার দিকে লক্ষ্য রাখছে৷ তাদেরও নিজস্ব মেসেজিং অ্যাপ রয়েছে৷ পূর্ণিমা কোচিকর তার সাফল্যের দায়িত্বে রয়েছেন৷ পূর্ণিমা বলেন, ‘‘ইউজাররা মেসেজিং অ্যাপ-এর মাধ্যমে আরও তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন৷ এই পরিষেবায় বৈচিত্র্য বাড়ছে৷ বড় বড় ব্র্যান্ডগুলি অ্যাপ-এর মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিচ্ছে৷''
মোবাইল ব্যাটারি চার্জে অভিনব পদ্ধতি প্রয়োগ
02:36
মেসেজিং পরিষেবার সংখ্যা বেড়ে চলেছে৷ সেগুলির গুণাগুণও বাড়ছে৷ এর ফলে কি ভবিষ্যতে ফেসবুক-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উদ্বৃত্ত হয়ে পড়বে? পূর্ণিমা কোচিকর বলেন, ‘‘সোশ্যাল মিডিয়া ও সোশ্যাল অ্যাপ এক ধরনের যোগাযোগের জন্য এবং মেসেজিং অন্য ধরনের যোগাযোগের জন্য ব্যবহার করা হবে৷ আমার মনে হয়, দু'টিই পাশাপাশি থাকবে, সেগুলির সম্প্রসারণ ঘটবে এবং পারস্পরিক যোগাযোগও থাকবে৷''
আবার ‘আউটফিটারি' সংস্থায় ফেরা যাক৷ স্টাইলিস্টরা হোয়াটসঅ্যাপ চ্যাট-এর টেক্সট বা ছবি পাঠানোর মতো একেবারে সহজ দিকগুলি ব্যবহার করছেন৷ কিন্তু এই পরিষেবার আরও বড় সম্ভাবনা রয়েছে৷ ইউলিয়া ব্যোশ বলেন, ‘‘আমরা ওয়ারড্রোবের মধ্যেও ঢুকতে চাই৷ অর্থাৎ এমন এক ইন্টেলিজেন্ট ওয়ারড্রোব থাকবে, যা কোনোভাবে হোয়াটসঅ্যাপ-এর সঙ্গে যুক্ত থাকবে৷ তার মাধ্যমে আমরা জানতে পারবো, ভিতরে কী আছে৷ তাতে সুবিধা হবে৷''
সে সব এখনো ভবিষ্যতের স্বপ্ন৷ তবে এটা ঠিক, যে মেসেজিং পরিষেবার সব সম্ভাবনার এখনো পুরোপুরি সদ্ব্যবহার হয়নি৷
কয়েকটি সর্বাধুনিক প্রযুক্তির খবর
আজকাল প্রযুক্তি এত দ্রুত বদলায় যে কোনটা যে সর্বাধুনিক আর কোনটা নয়, সেটা বোঝা যায় না৷ তবে সব সর্বাধুনিক প্রযুক্তিই যে কাজের তা কিন্তু নয়৷ এই ছবিঘরে থাকছে কয়েকটি প্রযুক্তির কথা৷ পড়ে দেখুন তো কোনটা আপনার চাই?
ছবি: DW/Jennifer Fraczek
স্মার্টফোন যখন ক্যামেরা
শিরোনাম পড়ে মনে হতে পারে এ আর নতুন কি? স্মার্টফোনের সঙ্গে তো ক্যামেরা থাকেই৷ কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা লেন্স, যেটা ওয়াই-ফাই-এর মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায়৷ সেক্ষেত্রে স্মার্টফোনের স্ক্রিনটা হয়ে যায় ‘ভিউফাইন্ডার’৷ আরও জানা যাবে এই ভিডিওটি দেখলে http://www.youtube.com/watch?v=VgihmrJg7cw ৷
ছবি: picture-alliance/dpa
বাঁকানো স্ক্রিনের টিভি
এটি স্যামসাং-এর ৫৫ ইঞ্চি আলট্রা-এইচডি টেলিভিশন৷ এর বিশেষত্ব, এটি বিশ্বের প্রথম ইউএইচডি টিভি যার স্ক্রিনটা বাঁকানো৷ কবে নাগাদ এবং কত দামে এই টিভিটি কিনতে পাওয়া যাবে সেটা এখনো জানায়নি স্যামসাং৷ সনিও সম্প্রতি বাঁকানো স্ক্রিনের টিভি এনেছে৷ সুতরাং বলা যায়, ভবিষ্যতটা বাঁকানো টিভির৷
ছবি: Reuters
হাওয়ায় লিখুন!
কলম দিয়ে লেখার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার৷ কিন্তু শূন্যে বা হাওয়ায় লেখা যেতে পারে, এমনটা ভেবেছেন কখনও৷ ‘৩ডুডলার’ কলম দিয়ে সেটা সম্ভব৷ এটাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম থ্রিডি কলম৷ বিস্তারিত জানতে যেতে পারেন এই ওয়েবসাইটে http://www.the3doodler.com/ ৷
ছবি: the3doodler.com
গুগল গ্লাস
গুগলের এই চশমাটি নিয়ে আলোচনা কম হয়নি৷ ইন্টারনেট সংযোগের কারণে এই চশমা দিয়ে করা যাবে অনেক কিছুই৷ শোনা যাচ্ছে, আগামী বছরের কোনো এক সময় সেটা বাজারে আসতে পারে৷
ছবি: picture alliance/ZUMA Press
স্মার্টওয়াচ
স্মার্টওয়াচের কাজ শুধু সময় প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়৷ এর কর্মকাণ্ড পিডিএ-র (ব্যক্তিগত ডিজিটাল সহযোগী) সঙ্গে তুলনা করা যেতে পারে৷ তবে স্মার্টওয়াচে পিডিএ-র সকল সুবিধা ছাড়াও রয়েছে ক্যামেরা, ম্যামোরি কার্ড এবং ওয়াইফাই সুবিধা৷ ইতিমধ্যেই বাজারে স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে৷ গুগল আর অ্যাপলের স্মার্টওয়াচও শিগগিরই পাওয়া যাবে৷
ছবি: picture-alliance/dpa
ল্যান্ডফোন + স্মার্টফোন
প্যানাসনিক এর ‘কেএক্স-পিআরএক্স১৫০’ প্রথমে দেখলে মনে হবে স্মার্টফোন৷ কিন্তু আসলে এটা ল্যান্ডফোন৷ জার্মানির বাজারে এই হাইব্রিড ফোনের দাম ১৯৯ ইউরো৷
ছবি: DW/D. Visevic
বিশ্বের সবচেয়ে বড় টিভি
বলুন তো, এই টিভিটা কত ইঞ্চির? ১১০ ইঞ্চি মাত্র! সামস্যাং কোম্পানির এই টিভিটি বিশ্বের সবচেয়ে বড়৷ ২০১৪ সালের মার্চ এপ্রিল নাগাদ এটি বাজারে আসবে৷ কিনতে চান সেটা? দাম ৬২ হাজার ডলার মাত্র!
ছবি: imago/Stefan Zeitz
ট্যাবলেট, নোটবুক একসঙ্গে
কম্পিউটার জগতে নতুন খবরের মধ্যে রয়েছে ট্যাবলেট আর নোটবুকের সংযোগ৷ উদাহরণ হিসেবে বলা যেতে পারে ‘এসার অ্যাস্পায়ার পিথ্রি’-র কথা৷ এই যন্ত্রটিকে নোটবুক হিসেবে যেমন ব্যবহার করা যাবে, তেমন কি-বোর্ডটি ভাঁজ করে এটিকে বানানো যাবে ট্যাবলেট৷