1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোশাক নির্বাচনে হোয়াটসঅ্যাপ

হেনড্রিক ভেলিং/এসবি৬ জানুয়ারি ২০১৬

এসএমএস-এর যুগ প্রায় শেষ৷ আজকাল প্রায় সবাই হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে সস্তায় নানা ধরনের বার্তা পাঠাচ্ছে৷ তবে এমন মেসেজিং অ্যাপ-এর সম্ভাবনার পুরোপুরি সদ্ব্যবহার এখনো ঘটছে না৷ বার্লিনের এক কোম্পানি সেই পথেই এগোচ্ছে৷

Shift 19.10.2015
ছবি: DW

সিমন গ্রুনার্ট স্টাইল সম্পর্কে পরামর্শ দেন৷ দু'টি মিটিং-এর মাঝে তিনি উপদেষ্টার কাছ থেকে কেনাকাটা সংক্রান্ত আইডিয়া নিচ্ছেন৷ সবটাই হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে৷ সিমন বলেন, ‘‘ই-মেলের তুলনায় এমন চ্যাট অনেক বেশি অন্তরঙ্গ৷ এতে মানুষের আরও কাছে আসা যায়৷ মেলের জন্য দু-এক দিন অপেক্ষা করা যেতে পারে৷''

চ্যাট-এর মাধ্যমে ফ্যাশন সংক্রান্ত পরামর্শ৷ বার্লিনের ‘আউটফিটারি' নামের স্টার্টআপ কোম্পানি গত আগস্ট মাস থেকে এই পরিষেবা দিচ্ছে৷ ২৪ ঘণ্টা ধরে কোনো না কোনো স্টাইলিস্ট একটি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে ব্যক্তিগত স্টাইল সংক্রান্ত পরামর্শ দিচ্ছেন৷ ব্যবসার মূলমন্ত্র হলো, একজন পরামর্শদাতা প্রত্যেক গ্রাহকের জন্য নির্দিষ্ট জামাকাপড় স্থির করছেন৷ তারপর ডাকযোগে সেই পোশাক পাঠিয়ে দেওয়া হচ্ছে৷

সংস্থার প্রধান ইয়ুলিয়া ব্যোশ-এর মাথায় সেইসঙ্গে স্টাইল চ্যাট জুড়ে দেওয়ার আইডিয়াটা এসেছিল৷ ইউরোপে সংস্থার প্রায় ৬০ শতাংশ গ্রাহক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন৷ তাদের আরও সম্পৃক্ত করার ভালো পথ এটি৷ ইয়ুলিয়া বলেন, ‘‘আমরা কখনো একটি আউটফিটারি বক্স দু'বার পাঠাইনি৷ প্রত্যেক গ্রাহকের জন্য এটি আলাদা করে প্রস্তুত করা হয়৷ তাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে দু'টি মানুষের মধ্যে এই সরাসরি যোগাযোগ সামগ্রিক যোগাযোগ নীতির তুলনায় অনেক আকর্ষণীয়৷''

এশিয়া এক্ষেত্রে আরও এগিয়ে গেছে৷ ১৩০ কোটি মানুষ চীনের ‘উইচ্যাট' অথবা জাপানের ‘লাইন' মেসেজিং অ্যাপ ব্যবহার করেন৷ তাতে শুধু টেক্সট লেখা নয়, ভিডিও কলও করা সম্ভব৷ অথবা বন্ধুদের খোঁজা সম্ভব৷ কিংবা দোকানে জিনিসপত্রের দাম মেটানো সম্ভব৷

স্টিকার ও ইমোশন পাঠানো অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে৷ এর মাধ্যমে কোম্পানিগুলি কোটি কোটি ডলার আয় করছে৷ ‘লাইন' তার কার্যকলাপ আরও বাড়াতে চায়৷ গোটা বিশ্বে তারা ১০০টি নতুন দোকান খুলতে চলেছে৷ গুগল-ও এই প্রবণতার দিকে লক্ষ্য রাখছে৷ তাদেরও নিজস্ব মেসেজিং অ্যাপ রয়েছে৷ পূর্ণিমা কোচিকর তার সাফল্যের দায়িত্বে রয়েছেন৷ পূর্ণিমা বলেন, ‘‘ইউজাররা মেসেজিং অ্যাপ-এর মাধ্যমে আরও তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ পাচ্ছেন৷ এই পরিষেবায় বৈচিত্র্য বাড়ছে৷ বড় বড় ব্র্যান্ডগুলি অ্যাপ-এর মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিচ্ছে৷''

মোবাইল ব্যাটারি চার্জে অভিনব পদ্ধতি প্রয়োগ

02:36

This browser does not support the video element.

মেসেজিং পরিষেবার সংখ্যা বেড়ে চলেছে৷ সেগুলির গুণাগুণও বাড়ছে৷ এর ফলে কি ভবিষ্যতে ফেসবুক-এর মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উদ্বৃত্ত হয়ে পড়বে? পূর্ণিমা কোচিকর বলেন, ‘‘সোশ্যাল মিডিয়া ও সোশ্যাল অ্যাপ এক ধরনের যোগাযোগের জন্য এবং মেসেজিং অন্য ধরনের যোগাযোগের জন্য ব্যবহার করা হবে৷ আমার মনে হয়, দু'টিই পাশাপাশি থাকবে, সেগুলির সম্প্রসারণ ঘটবে এবং পারস্পরিক যোগাযোগও থাকবে৷''

আবার ‘আউটফিটারি' সংস্থায় ফেরা যাক৷ স্টাইলিস্টরা হোয়াটসঅ্যাপ চ্যাট-এর টেক্সট বা ছবি পাঠানোর মতো একেবারে সহজ দিকগুলি ব্যবহার করছেন৷ কিন্তু এই পরিষেবার আরও বড় সম্ভাবনা রয়েছে৷ ইউলিয়া ব্যোশ বলেন, ‘‘আমরা ওয়ারড্রোবের মধ্যেও ঢুকতে চাই৷ অর্থাৎ এমন এক ইন্টেলিজেন্ট ওয়ারড্রোব থাকবে, যা কোনোভাবে হোয়াটসঅ্যাপ-এর সঙ্গে যুক্ত থাকবে৷ তার মাধ্যমে আমরা জানতে পারবো, ভিতরে কী আছে৷ তাতে সুবিধা হবে৷''

সে সব এখনো ভবিষ্যতের স্বপ্ন৷ তবে এটা ঠিক, যে মেসেজিং পরিষেবার সব সম্ভাবনার এখনো পুরোপুরি সদ্ব্যবহার হয়নি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ