অন্তবর্তীকালীন সরকারগুলোই দেশ ভালো চালিয়েছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের৷ প্রধানমন্ত্রীর পদের একচ্ছত্র ক্ষমতা রাখার সমালোচনা করেন তিনি৷ ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন রাজনৈতিক দল হলে তাকে স্বাগত জানাবেন জানিয়ে তিনি বলেন, যদি সরকারে বা প্রশাসন থেকে তারা দল গড়েন তাহলে সেখানে ‘লেভেল প্লেয়িং ফিল্ড‘ থাকবে না৷