1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুকুরকে পিটিয়ে হত্যা

২৩ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশে কোনো প্রাণি হত্যাকারীর তথ্য চেয়ে এবারই প্রথম পুরস্কার ঘোষণা করা হয়েছে৷ একটি নীরিহ ঘুমন্ত কুকুরকে পিটিয়ে মেরে ফেলেছে এক ব্যক্তি৷ ঐ ব্যক্তির খোঁজেই লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ‘অভয়ারণ্য' নামে একটি সংগঠন৷

একটি কুকুর
ছবি: picture-alliance/dpa/J. Garff

পোষা কুকুর মানুষের অন্যতম বন্ধু৷ বাংলাদেশে রাস্তা-ঘাটে প্রচুর কুকুর থাকলেও, এরা পথচারীর তেমন কোনো ক্ষতি করে না৷ গত ৫ সেপ্টেম্বরের ঘটনা৷ এই কুকুরটিও হত্যাকারী ব্যক্তিটিকে কোনো ধরনের বিরক্ত করেনি, তার বাসায় বা দোকানে শুয়েও ছিল না৷ রাস্তাতেই ঘুমিয়েছিল নীরিহ জীবটি৷ কিন্তু কী নির্মমভাবে ঐ ব্যক্তি কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলে৷ ফেসবুকে পোস্ট করার পর মুহূর্তে সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়৷

বাংলাদেশে প্রাণি সুরক্ষায় সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসা ‘অভয়ারণ্য'-এরর ফেসবুক পাতায় পুরস্কার ঘোষণার কথা জানিয়ে ওই ব্যক্তির তথ্য দিতে একটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে ০১৭১৮৬৪৩৪৯৭৷

এছাড়া obhoyaronno@yahoo.com এই অ্যাকাউন্টে মেইল করে তথ্য দেওয়া যাবে৷

ভিডিওতে ঘটনাস্থলে কয়েকজন উৎসুক মানুষ ও আশপাশে কয়েকটি দোকান দেখা গেলেও, জায়গাটি কোথায় তা শনাক্ত করা যায়নি৷ গত বছর জুলাইয়ে ঢাকায় একটি বেওয়ারিশ কুকুরকে পিটিয়ে আহত করায় তিন যুবককে গ্রেপ্তার করা হয়৷ বাংলাদেশে কোনো প্রাণি পেটানোয় প্রথমবারের মতো গ্রেপ্তার হয়েছিলেন তারা, যার পিছনে ছিল ‘অভয়ারণ্য'-এর ভূমিকা৷ এই সংগঠনটির করা সেই মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে৷

প্রতিদিন ফোন এবং ই-মেলে প্রাণির ওপর নির্মমতার অনেক অভিযোগ পায় বলে জানিয়েছে ‘অভয়ারণ্য'৷

এপিবি/ডিজি

ভিডিওটি দেখলেন? আপনার মতামত জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ