1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুকুরকে মৃত্যুদণ্ড!

১৮ জুন ২০১১

ইহুদিদের কাছে কুকুর অপবিত্র একটি প্রাণী৷ তাই আদালতে ঢুকে বিচারকদের ভয় দেখানোর অপরাধে একটি কুকুরকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে বলেছে একটি আদালত৷

An Afghan dog owner waits to take part in a dog fight in Kabul, Afghanistan, Friday, Feb. 18, 2011. Dog fighting is a popular pastime amongst Afghans during the winter season and the public matches are held every Friday, which is the official weekly holiday in Afghanistan. (AP Photo/Dar Yasin)
এটি অবশ্য সেই কুকুরটি নয়ছবি: AP

কাজটি করতে বলা হয়েছে এলাকার ছেলেমেয়েদের৷ তবে কুকুরটি ইতিমধ্যে পালিয়ে গেছে৷ ঘটনাটি ঘটেছে জেরুসালেমের পাশের একটি শহরে, যেখানে অতি গোঁড়া ইহুদিদের বাস৷

আদালত প্রাঙ্গণে ঢুকে পড়ার পর কুকুরটিকে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করা হলেও সে যাচ্ছিল না৷ তখন আদালতে কাজ করছিলেন এমন এক বিচারক যিনি ২০ বছর আগের একটি ঘটনা উল্লেখ করেন৷ সেসময় বিচারকদের অপমান করার অভিযোগে ধর্মনিরপেক্ষ এক আইনজীবীকে শাস্তি দেয়া হয়েছিল৷ সেই আইনজীবীই এতদিন পর কুকুর হিসেবে পুনর্জন্ম লাভ করেছেন বলে মন্তব্য করেন ঐ বিচারক৷

অবশ্য ইতিমধ্যে পশুকল্যাণ বিষয়ক একটি সংস্থা ঐ আদালতের প্রধান আব্রাহাম ডোভ লেভিনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে৷ তবে লেভিন বলেছেন কোনো বিচারক এ ধরণের রায় দেয়নি৷ কিন্তু আদালতের এক ব্যবস্থাপক স্থানীয় এক পত্রিকাকে রায় দেওয়ার ঘটনা সত্য বলে জানিয়েছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ