1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কুকুরের চেয়েও খারাপ আমরা?’

২৯ আগস্ট ২০১৬

ইউরোপে যখন শরণার্থীদের ঢল নামা শুরু হয়, তখন ম্যার্কেল আশ্বাস দিয়েছিলেন৷ বলেছিলেন – ‘‘আমরা অবশ্যই পারবো৷'' আর আজও নিজের সেই বিশ্বাসে অনড় জার্মান চ্যান্সেলর৷ কিন্তু জার্মানিতে বসবাসকারী শরণার্থীদের অভিজ্ঞতা কী বলছে?

আফ্রিকা থেকে আসা শরণার্থীরা...
ছবি: Reuters/D.Z. Lupi

সাম্প্রতিক সময়ে জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশে একের পর এক জঙ্গি হামলার জন্য অনেকেই পরোক্ষভাবে আঙ্গেলা ম্যার্কেলের উদার শরণার্থী নীতিকে দায়ী করছেন৷ দেশের ভেতরে এতদিনের শক্ত অবস্থান আর নেই চ্যান্সেলরের৷ শরণার্থী সংকটের কারণে নিজের রাজনৈতিক শিবিরের মধ্যে সমর্থন হারাচ্ছেন তিনি৷ এমনকি সাম্প্রতিক একটি সমীক্ষা বলছে, চতুর্থবারের মতো বিশ্ব রাজনীতিতে ‘লৌহমানবী' হিসেবে পরিচিতি ম্যার্কেলকে আর চ্যান্সেলর হিসেবে দেখতে চান না জার্মানির দুই-তৃতীয়াংশ মানুষ৷

চ্যান্সেলরের ইতিবাচক আশ্বাসে তাঁদের যেন আর বিশ্বাস নেই৷ অনেকেই আজ শরণার্থীদের চায় না৷ জার্মানিতে ছুটে আসা অভিবাসনপ্রত্যাশীরা কি তবে আজ সাধারণের চক্ষুশূল? কী বলছেন জার্মানিতে বসবাসকারী শরণার্থীরা? #MsgToMerkel অভিযানে অংশ নেওয়া তাঁদের কয়েকজনের কথাই তুলে ধরেছে ডয়চে ভেলে:

মুহাম্মদ টাঙ্কো, নাইজার

#MsgToMerkel: Mouhamed from Niger

02:00

This browser does not support the video element.

‘‘ইউরোপে আফ্রিকা থেকে আসা মানুষদের তুলনায় একটা কুকুরের প্রতিও বেশি সম্মান দেখানো হয়৷ তাই তো আমি এখানে আফ্রিকানদের অধিকার আদায়ের জন্য কাজ করছি৷ কাজ করছি তাঁদের জন্য, যাঁদের গায়ের রং ‘কালো' হওয়ার কারণে জার্মানি ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে৷''

রেজা আকবরি, আফগানিস্তান

‘‘আমি যখন আফগানিস্তান থেকে জার্মানিতে এসেছিলাম, তখন আমার মেয়ের বয়স ছিল মাত্র ১০ বছর৷ ওর চোখে স্বপ্ন ছিল, জার্মানির স্কুলে পড়বে, বড় হবে৷ কিন্তু আজও আমাদের একটা শরণার্থী শিবিরে আরো ৫০০ জনের সঙ্গে গাদাগাদি করে বাস করতে হচ্ছে৷ আমরা জানি না এভাবে আর কতদিন থাকতে হবে৷ আজ মনে হচ্ছে, আমার মেয়ের ভবিষ্যত সত্যিই অন্ধকার৷''

মোহাম্মদ মোহাম্মাদি, ইরান

‘‘ইরান ছেড়ে আসার সময় আমার পরিবারকে শেষ দেখি আমি৷ জার্মানিতে ঢোকার সময়ই আমরা আলাদা হয়ে যাই৷ আজও আমরা একেকজন একেক শহরে আছি৷ এভাবে আর কতদিন? আমরা কি কোনোদিনই আবার আগের মতো একসঙ্গে থাকতে পারবো না?''

ডিজি/এসিবি

আপনারও কি ম্যার্কেলকে কিছু বলার আছে? #MsgToMerkel ব্যবহার করে লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ