কুকুর পোষার শখ অনেকেরই আছে৷ কিন্তু কুকুরের জন্য ডিজাইনার আসবাবপত্র তৈরির কথা শুনেছেন? একটি প্রদর্শনীতে ঠিক তেমনটাই করা হয়েছে৷ দর্শকদের মধ্যেও মালিকসহ কুকুরের দেখা মেলে৷
বিজ্ঞাপন
শিবা-ইনু গোত্রের মাদী কুকুর শুশ লন্ডনে এক প্রদর্শনী ঘুরে দেখছে৷ ‘কুকুরের জন্য স্থাপত্য' নামের সেই প্রদর্শনীতে মানুষের পরম মিত্রের জন্য সৃজনশীল আসবাবপত্র তুলে ধরা হচ্ছে৷ বিশ্বখ্যাত ডিজাইনার ও স্থপতিরা সেই সব বস্তুর ডিজাইন করেছেন৷ লন্ডনের স্থপতি আসিফ খানও সেই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন৷ তিনি বলেন, ‘‘আমাদের সবাইকে মানুষের বদলে কুকুরের জন্য স্থাপত্য তৈরি করতে বলা হয়েছিল৷ ঘরবাড়ি তৈরি করা নয়, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে কুকুরের মতো ভাবনাচিন্তা করে নিজেদের অভিব্যক্তি তুলে ধরতে হবে৷ ফলে সৃজনশীল কৌশলগুলিকে আরো ক্ষুরধার করে তুলতে হয়েছিল৷ একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে কাজ শুরু করে কুকুরের চোখ দিয়ে জগত পর্যবেক্ষণ করতে হয়েছিল৷''
জাপানের ডিজাইনার কেনিয়া হারা এই প্রদর্শনীর মূল উদ্যোক্তা৷ তাঁর আইডিয়ার উপর ভিত্তি করে এই ভ্রাম্যমান প্রদর্শনী সৃষ্টি হয়, যেটি ২০১২ সাল থেকে গোটা বিশ্বে দেখানো হচ্ছে৷ এই প্রথম ইউরোপের মানুষ সেই সৃষ্টিকর্ম দেখার সুযোগ পাচ্ছেন৷ প্রত্যেকটি ডিজাইন নির্দিষ্ট জাতের কুকুরের কথা ভেবে তৈরি হয়েছে৷ লন্ডনে জাপান হাউসের প্রতিনিধি সাইমন রাইট বলেন, ‘‘টোরাফু স্থপতিরা জ্যাক রাসেল টেরিয়ার গোত্রের কুকুরের জন্য একটি বস্তু তৈরি করেছে৷ এই কুকুর মালিকের গন্ধ বিশেষ পছন্দ করে৷ এখানে একটি ফ্রেমের মধ্যে মালিকের কিছু জামাকাপড় রাখা হচ্ছে, যাতে কুকুর স্বাচ্ছন্দ্য বোধ করে৷''
প্রদর্শনীতে এমন আরো অনেক বস্তু দেখার এবং স্বজাতির সঙ্গে আলাপের সুযোগ রয়েছে৷ সেইসঙ্গে রয়েছে আরো এক চমক৷ সাইমন রাইট বলেন, ‘‘এটা আসলে প্রদর্শনীর চেয়েও কিছুটা বেশি৷ এটা সত্যি এক আন্তর্জাতিক প্রকল্প৷ প্রদর্শিত বস্তুর নানা সংস্করণ ডাউনলোড করে মানুষ নিজেই সেগুলি তৈরি করে নিতে পারে৷ আমরা সেই সব বস্তুর ছবিও আপলোড করি৷ সোশাল মিডিয়ার মাধ্যমে ও কুকুরের স্থাপত্য সংক্রান্ত ওয়েবসাইটেও সেগুলি তুলে ধরা হয়৷ ফলে প্রকৃত অর্থে বিশ্বব্যাপী আদানপ্রদান ঘটে৷''
স্পষ্ট ডিজাইন ও হাস্যরসে ভরা আইডিয়া দেখে কুকুর ও মালিকদের আমোদ হয়৷ স্লাশ নিজের বাসায় এমন কিছু বস্তু পেলে নিশ্চয় খুশি হবে৷
সংকটের সময় প্রকৃত সঙ্গী কুকুর
কথায় বলে, দুঃসময়ে প্রকৃত বন্ধু কে তা বোঝা যায়৷ কুকুর বারে বারে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়৷ কিন্তু করোনার কারণে গৃহবন্দি মানুষ অতি উৎসাহে যেভাবে কুকুর নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে, তার ফলে জটিলতা দেখা যাচ্ছে৷
ছবি: Imago Images/ZUMA Wire/P. Freire
সারমেয় থাকার ফায়দা
ইটালি ও স্পেনে শাটডাউনের সূচনাপর্ব থেকেই বাসায় কুকুর রাখার প্রবণতা বাড়ছে৷ করোনা সংকটের সময় কুকুর নিয়ে পথে বের হওয়ার দৃশ্য দুর্লভ নয়৷ অনেকে কারফিউ সত্ত্বেও বাইরে যাবার আছিলায় মালিকের কাছে কুকুর ধার চাইছেন৷ এমনকি কেউ কেউ অর্থের বিনিময়ে কুকুর হাঁটাতে নিয়ে যাবার সুযোগ চাইছেন বলেও সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে৷
ছবি: Reuters/A. Lingria
সকলে মিলে একা
করোনা সংকটের সময়ে শুধু মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ওলটপালট হয়ে যাচ্ছে না, পোষা কুকুরের রুটিনও আগের মতো থাকছে না৷ সারাদিন মালিক ও তাঁর স্ত্রী বাসায়৷ তারা প্রচুর কথা বলছে এবং ঘন ঘন কুকুরের গায়ে হাত বোলাচ্ছে৷ প্রয়োজনের তুলনায় বেশি হাঁটতে বের হবার ঝক্কি তো রয়েছেই৷ এমনকি কুকুরের উপর পরিবারের সদস্যদের মনোমালিন্যের প্রভাবও পড়ছে৷
ছবি: Simone Alliva
ইটালিতে কুকুর নিয়ে মাতামাতি
রোমের এক সম্ভ্রান্ত পাড়ায় এক নারী অস্বাভাবিক রকম পরিষ্কার-পরিচ্ছন্ন এক কুকুর নিয়ে পথে বেরিয়েছেন৷ ‘ডিয়র’ নামের সেই কুকুরের গায়ে সম্ভবত সুগন্ধিও স্প্রে করা হয়েছে৷ ইটালির সার্দিনিয়া দ্বিপেও করোনা সংকটের সময় বিচিত্র ঘটনা চোখে পড়ছে৷ যেমন মামোইয়াদা শহরের মেয়র মানুষকে মনে করিয়ে দিয়েছেন, যে কারফিউয়ের সময়ে শুধু আসল কুকুর নিয়ে পথে বের হওয়া চলে, কুকুরের পুতুল নিয়ে নয়৷
ছবি: Reuters/A. Lingria
করোনায় পরোয়া নেই
কুকুরও কি করোনা ভাইরাস সংক্রমণের শিকার হতে পারে এবং তারপর মানুষজনের শরীরে সেই ভাইরাস ছড়িয়ে দিতে পারে? ফ্রিডরিশ-ল্যোফলার ইনস্টিটিউটের সূত্র অনুযায়ী এখনো পর্যন্ত এমন কোনো দৃষ্টান্ত দেখা যায় নি৷ তবে কাগজে কলমে কোনো করোনা রোগী কুকুরের গায়ে হাত বোলালে কুকুরের লোমে ভাইরাস বাসা বাঁধতে পারে বৈকি৷ তবে এমন সংক্রমণের ঝুঁকি অত্যন্ত কম৷
ছবি: Getty Images/H. Adams
ছবির জন্য হাসিমুখ
করোনা সংকটের সময় কুকুর ও মালিকের সম্পর্ক আরও জোরালো হয়ে উঠছে৷ যেমন লেবাননের এক কুকুরের মালিক বৈরুতের সমুদ্রতটের কাছে বিখ্যাত ‘কবুতর টিলা’-র সামনে গর্বভরে ছবি তুলিয়েছেন৷ প্রতি বছর সেখানে লাফ মারার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷
ছবি: Reuters/M. Azakir
ভালবাসার রং হলুদ
মার্চ মাসের মাঝামাঝি সময়ে করোনা ভাইরাসের প্রথম ঘটনার পরেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গোটা দেশকে কোয়ারেন্টাইনের অন্তর্গত করেছেন৷ বর্তমান সংকটের আগেই ভেনেজুয়েলার স্বাস্থ্য পরিষেবা অবকাঠামো প্রায় ভেঙে পড়তে বসেছিল৷ হাসপাতালে সাবান, স্যানিটাইজার ইত্যাদির চরম অভাব দেখা যাচ্ছে৷ রাজধানী কারাকাসে এক ব্যক্তি পোষা কুকুর ও নিজের জন্য মাস্ক তৈরি করেছেন৷
ছবি: AFP/F. Parra
শহরের বাইরে যাবার পালা
প্রায় ভুতুড়ে এক দৃশ্য বটে৷ এক কুকুরের মালিক সিয়াটেল শহরের প্রায় খালি এক ফেরি থেকে নেমে আসছেন৷ করোনা সংকটের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের জনজীবন প্রায় স্তব্ধ হয়ে গেছে৷ দেশে করোনা ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা হুহু করে বেড়ে চলেছে৷
ছবি: Reuters/B. Snyder
আমার কুকুর, আমার অন্তরাত্মা
করোনা সংকটের জের ধরে জার্মানিতে সরকারি বিধিনিষেধ সত্ত্বেও বাসার বাইরে বের হতে হলে সঙ্গে কুকুর রাখার প্রয়োজন নেই৷ মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে প্রকাশ্যে দুইয়ের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ হলেও কারফিউ জারি করা হয় নি৷ একা অথবা আরেক ব্যক্তির সঙ্গে অনায়াসে হাঁটা যায়৷ সঙ্গে পছন্দের পোষা কুকুর থাকলে তো আরও ভালো৷