কুকুর মানুষের খুব প্রিয় বন্ধু৷ কুকুরের প্রশংসারও অন্ত নেই৷ প্রভুভক্ত, বিশ্বস্ত, ভালো শিকারী - আরো কত শব্দই না খরচ হয় কুকুরের প্রশংসায়৷ কিন্তু একটা কথা হয়ত অনেকে জানেনইনা- কুকুর কিন্তু ঘুমাতে খুব ভালোবাসে৷
বিজ্ঞাপন
ঘুমাতে ভালোবাসা দোষের বা বিশেষ প্রশংসনীয় কিছু নয়৷ সব প্রাণীর জন্যই এটা খুব স্বাভাবিক৷ ক্লান্ত হলে, ঘুমানোর সময় হলে তো ঘুমানোটাই স্বাভাবিক৷
ঘুমানোর একটা স্বাভাবিক ধরণ আছে৷ স্বাভাবিক ঘুম অল্প চেষ্টায় ভাঙা যায়, অর্থাৎ যে ঘুমিয়েছে, তাকে ডেকে বা আলতো ধাক্কা দিয়ে জাগানো যায়৷ কিন্তু ঘুমকাতুরে কুকুরের ঘুম কেমন তা এই ভিডিওতে একটু দেখে নিন৷
এক বছর আগে ইউটিউবে আপলোড করা এই ভিডিওতে শুধু ঘুমের কাছে কয়েকটি কুকুরের অসহায়ত্বই দেখানো হয়েছে৷ সবগুলো কুকুরই ঘুমে আচ্ছন্ন৷ হঠাৎ চোখ বুঁজে আসায় কেউ সোফা থেকে পড়ে যাচ্ছে মেঝেতে, কেউ মেঝেতেই ঘুম থেকে জেগে উঠে দাঁড়াতে চাচ্ছে, না পেরে আবার লুটিয়ে পড়ছে৷ দেখেই বোঝা যায়, চোর তাড়াতে ওস্তাদ কুকুর, ঘুম তাড়াতে কতটা অক্ষম৷
এক কুকুরকে তো শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শরীরে পানি পর্যন্ত দেয়া হলো, তারপরও ঘুম ভাঙেনি৷
ঘুমকাতুরে এই কুকুরদের ভিডিও এক বছরে দেখা হয়েছে ২৪ লক্ষ ৬৮ হাজার ৩২৯ বার৷ আপনিও দেখুন!
কুকুর নিয়ে প্রদর্শনী, কুকুরই সেখানে সুপারস্টার
জার্মানিতে কুকুরের খুব কদর৷ অনেকেই কুকুর পোষেন৷ কুকুর তাঁদের কাছে শুধু বন্ধু নয়, সন্তানতুল্য৷ ছবিঘরে থাকছে বার্লিনের এক জাদুঘরে কুকুর নিয়ে অভিনব প্রদর্শনীর কথা৷
ছবি: picture-alliance/dpa/B. v. Jutrczenka
মানুষের সেরা বন্ধু কুকুর
বার্লিনের ‘মিউজিয়াম অফ প্রিন্ট অ্যান্ড ড্রয়িংস’ এবার কুকুর নিয়ে অন্যরকম এক প্রদর্শনীর আয়োজন করেছে৷ কুকুর নিয়ে অনেক শিল্পকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে৷ প্রদর্শনীর নাম, ‘গন টু দ্য ডগস’৷ প্রদর্শনীর উদ্দেশ্য, কুকুরকে মানুষের সেরা বন্ধু হিসেবে তুলে ধরা৷
ছবি: picture-alliance/dpa/B. v. Jutrczenka
অস্বাভাবিক আচরণ
কিছু কিছু ক্ষেত্রে কুকুরের কাজই ছিল অস্বাভাবিক আচরণ করে কোনো কাজে ব্যাঘাত ঘটানো৷ রেমব্রান্ট তো বাইবেলের মাঝখানেও ভীষণ রাগি এক কুকুর এঁকেছেন৷
ছবি: DWHund in der Kunst
সবসময় কুকুর ছিল, কুকুর আছে
সৃষ্টির আদিকাল থেকেই কুকুর আছে মানুষের পাশে৷ কখনো বিশ্বস্ত পাহারাদার হয়ে, কখনো বন্ধু হয়ে৷ কেউ কেউ মনে করেন, আদম আর হাওয়ার সময় থেকেই কুকুর মানুষের সঙ্গী৷ অজস্র শিল্পকর্মও আছে কুকুর নিয়ে৷ আগোস্টিনো কারাচি, আলব্রেশ্ট ড্যুরার, রেমব্রান্ট, আডল্ফ ফন মেনসেল, অটো ডিক্স এবং ডিটার রোট-এর মতো সুপরিচিত শিল্পীদের ১০০টি ছবি, ছবির প্রিন্ট, অয়েল স্কেচ এবং জলরং স্থান পেয়েছে বার্লিনের প্রদর্শনীতে৷
ছবি: DW/S. Broll
কুকুরপ্রেমীর সেরা ছবি...
বিশ্বের সবচেয়ে দামি ছবির মূল্য ৫ কোটি ৮৪ লাখ ডলার৷ জেফ কুনস-এর আঁকা সেই ছবির নাম, ‘বেলুন ডগ’৷ অনেক কুকুরপ্রেমীর কাছে অবশ্য সেই ছবির চেয়েও দামি নিজের পোষা কুকুরের কোনো ছবি৷ বার্লিনের প্রদর্শনীতে এসে অনেকে তাই নিজের কুকুরের ছবিই তুলেছেন৷
ছবি: DW/S. Broll
সেললেব্রিটি কুকুর...
প্রদর্শনীতে কুকুররাই পেয়েছে সেলেব্রিটির মর্যাদা৷ ‘পাম ডগ’ অ্যাওয়ার্ড জেতা উগি থেকে শুরু করে ইউটিউব-এ সুপারস্টার হয়ে যাওয়া ‘দ্য আর্টিস্ট’ ছবির পিয়ানোবাদক টাকার-এর ছবি তো ছিলই, জলজ্যান্ত কুকুরদের আদর-আপ্যায়নও ছিল দেখার মতো৷ ছবিতে প্রদর্শনীস্থলে কুকুরের জন্য রাখা পানি আর নাশতা৷