1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুকুর ঘুম ভালোবাসে

১৫ জুলাই ২০১৬

কুকুর মানুষের খুব প্রিয় বন্ধু৷ কুকুরের প্রশংসারও অন্ত নেই৷ প্রভুভক্ত, বিশ্বস্ত, ভালো শিকারী - আরো কত শব্দই না খরচ হয় কুকুরের প্রশংসায়৷ কিন্তু একটা কথা হয়ত অনেকে জানেনইনা- কুকুর কিন্তু ঘুমাতে খুব ভালোবাসে৷

Welpen und Kätzchen
ছবি: Colourbox

ঘুমাতে ভালোবাসা দোষের বা বিশেষ প্রশংসনীয় কিছু নয়৷ সব প্রাণীর জন্যই এটা খুব স্বাভাবিক৷ ক্লান্ত হলে, ঘুমানোর সময় হলে তো ঘুমানোটাই স্বাভাবিক৷

ঘুমানোর একটা স্বাভাবিক ধরণ আছে৷ স্বাভাবিক ঘুম অল্প চেষ্টায় ভাঙা যায়, অর্থাৎ যে ঘুমিয়েছে, তাকে ডেকে বা আলতো ধাক্কা দিয়ে জাগানো যায়৷ কিন্তু ঘুমকাতুরে কুকুরের ঘুম কেমন তা এই ভিডিওতে একটু দেখে নিন৷

এক বছর আগে ইউটিউবে আপলোড করা এই ভিডিওতে শুধু ঘুমের কাছে কয়েকটি কুকুরের অসহায়ত্বই দেখানো হয়েছে৷ সবগুলো কুকুরই ঘুমে আচ্ছন্ন৷ হঠাৎ চোখ বুঁজে আসায় কেউ সোফা থেকে পড়ে যাচ্ছে মেঝেতে, কেউ মেঝেতেই ঘুম থেকে জেগে উঠে দাঁড়াতে চাচ্ছে, না পেরে আবার লুটিয়ে পড়ছে৷ দেখেই বোঝা যায়, চোর তাড়াতে ওস্তাদ কুকুর, ঘুম তাড়াতে কতটা অক্ষম৷

এক কুকুরকে তো শাওয়ারের নিচে দাঁড় করিয়ে শরীরে পানি পর্যন্ত দেয়া হলো, তারপরও ঘুম ভাঙেনি৷

ঘুমকাতুরে এই কুকুরদের ভিডিও এক বছরে দেখা হয়েছে ২৪ লক্ষ ৬৮ হাজার ৩২৯ বার৷ আপনিও দেখুন!

এসিবি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ