মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন তাঁর প্রিয় জার্মান শেফার্ড কুকুর খেলতে নিয়ে পায়ে আঘাত পেয়েছেন৷ ২০ জানুয়ারি হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের সময়ও হয়তো প্রেসিডেন্টকে পায়ে বিশেষ বুট পরে থাকতে হবে৷
বিজ্ঞাপন
আগামী কয়েক সপ্তাহ ৭৮ বছর বয়সি জো বাইডেনকে অর্থোপেডিক বিশেষ বুট পরতে হবে বলে জানিয়েছেন তার চিকিৎসক কেভিন ও'কনর৷ বাইডেনের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়৷ গত শনিবার বাইডেন তাঁর প্রিয় জার্মান কুকুর মেজরকে খেলতে বাইরে নিয়ে গিয়েছিলেন৷ কুকুরের সাথে খেলার সময় বাইডেন পা পিছলে পড়ে গিয়ে তাঁর পায়ের গোড়ালিতে আঘাত পান৷ রোববার এমআরআই করার পরে জানা যায় তাঁর পায়ের গোড়ালির দুটি ছোট হাড় সরে গেছে৷ তাই তাঁকে বেশ কিছুদিন স্পেশাল জুতো পরতে হবে৷ হয়তো ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের স্পেশাল দিনিটিতেও স্পেশাল জুতো পরে থাকতে হবে৷
২০১৮ সালে বাইডেন একটি পশুনিবাস থেকে মেজরকে এনেছিলেন৷ বাইডেন দম্পতির চ্যাম্প নামে আরও একটি জার্মান শেফার্ড কুকুর রয়েছে৷ তাদের সাথে জার্মান কুকুর দুটি হোয়াইট হাউসে যাবে৷ সেখানে তাঁদের কুকুরগুলোরওর হয়তো কুকুরপ্রেমী জেনিফার সাকির সাথেও মাঝেমাঝে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ জেনিফার সাকিকে বাইডেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদে নিয়োগ দিয়েছেন৷
এনএস/কেএম (ডিপিএ, এএফপি)
রাজনীতিবিদদের পোষা প্রাণী
রাজনীতিবিদদের কেউ ক্লান্তি থেকে মুক্তি পেতে, কেউ শখ করে আর কেউবা রাজনৈতিক সুবিধা পেতে প্রাণী পুষে থাকেন৷ ছবিঘরে এমনই কয়েকজন নেতার কথা থাকছে৷
ছবি: picture-alliance/dpa/P. Souza
বরিস জনসনের ডিলিন
ল্যারি নামে একটি বিড়ালের মালিক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তাঁর পার্টনার ক্যারি সাইমন্ডস৷ সম্প্রতি ল্যারির সঙ্গে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যোগ দিয়েছে ডিলিন (ছবি) নামের ১৫ সপ্তাহ বয়সি এই বাচ্চা কুকুর৷
ছবি: picture-alliance/empics/D. Lipinski
ভ্লাদিমির পুটিনের ভার্নি
তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট বার্ডিমুখামেদভ ২০১৭ সালে রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনকে ভার্নি নামের এই বাচ্চা কুকুরটি উপহার দেন৷ কুকুরের প্রতি পুটিনের ভালোবাসার কথা সবাই জানেন৷ তবে মেরু ভল্লুক থেকে শুরু করে সাইবেরিয়ান বাঘের সঙ্গেও তাঁকে দেখা গেছে৷
ছবি: picture-alliance/ZUMAPRESS/A. Druzhinin
পুটিনের আরেক কুকুর কনি
২০০৭ সালে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠকের সময় পোষা কুকুর কনিকে ছেড়ে রেখেছিলেন পুটিন৷ ম্যার্কেলকে তিনি বলেছিলেন, ‘‘ও (কনি) আপনাকে বিরক্ত করছে না, করছে কি? ও ফ্রেন্ডলি কুকুর৷ আমি নিশ্চিত সে ভালো ব্যবহার করবে৷’’ পুটিন হয়ত জানেন না, ১৯৯৫ সালে ম্যার্কেলকে একটি কুকুর কামড়িয়েছিল৷ সেই থেকে কুকুর ভয় পান জার্মান চ্যান্সেলর৷
ছবি: picture-alliance/dpa/epa/S. Chirikov
বারাক ওবামার বো
ওবামা পরিবারের কুকুর এটি৷ তার কাজকর্ম প্রায়ই গণমাধ্যমের নজর ওবামার দিক থেকে তার দিকে সরিয়ে নিত৷
ছবি: picture-alliance/dpa/P. Souza
জর্জ ডাব্লিউ বুশের বার্নি
হোয়াইট হাউসের ওয়েবসাইটে বার্নিকে নিয়ে আলাদা একটি পাতা ছিল৷ হোয়াইট হাউসের লনে বার্নির দৌড়ে বেড়ানোর ছবি মার্কিন মিডিয়ায় প্রায়ই প্রকাশিত হতো৷
ছবি: picture-alliance/AP Photo/J. Larson
গেয়ারহার্ড শ্র্যোয়েডারের হোলি
জার্মানির সাবেক চ্যান্সেলর শ্র্যোয়েডারের শিকারি কুকুর হোলি৷ ২০০৩ সালের এই ছবিতে হোলিকে শ্র্যোয়েডার ও তাঁর তখনকার স্ত্রী ডোরিস শ্র্যোয়েডার-ক্যোপ্ফের সঙ্গে দেখা যাচ্ছে৷ হোলিকে ‘ফার্স্ট ডগ’ নামে ডাকা হতো৷ ২০১৭ সালে ক্যানসারে হোলির মৃত্যু হয়৷ ডোরিস সেই খবর ফেসবুকে জানিয়েছিলেন৷
ছবি: picture-alliance/dpa
এমানুয়েল মাক্রোঁর নিমো
জুলভার্নের ‘টুয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি’ বইয়ের একজন ভক্ত মাক্রোঁ৷ সেই বইয়ের একটি চরিত্র ক্যাপ্টেন নিমো৷ তাইতো প্রিয় কুকুরের নাম রেখেছেন এই নামে৷