কুকুর নিয়ে রায় বদলালো সুপ্রিম কোর্ট
২২ আগস্ট ২০২৫
গত এক সপ্তাহ ধরে দিল্লিতে কুকুর নিয়ে রীতিমতো তোলপাড় চলেছে। সুপ্রিম কোর্টে দুই বিচারপতির বেঞ্চ গত সপ্তাহে নির্দেশ দিয়েছিল, রাজধানী এবং রাজধানী সংলগ্ন অঞ্চলের সমস্ত রাস্তার কুকুর তুলে নিয়ে গিয়ে নির্দিষ্ট শেল্টারে রাখতে হবে। কুকুরের কামড়ে বহু মানুষের মৃত্যুর পর এই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এর বিরুদ্ধে সরব হয়েছিল নাগরিক সমাজের একটি বড় অংশ। পশুপ্রেমী বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আপিল করেছিল। এমনকী প্রধান বিচারপতির কাছেও হস্তক্ষেপের অনুরোধ করা হয়েছিল।
এরপর প্রধান বিচারপতির নির্দেশ সুপ্রিম কোর্টে একটি নতুন বেঞ্চ তৈরি করা হয়। শুক্রবার তারা এই মামলার পরিবর্তিত রায় ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে, কুকুরকে তুলে নিয়ে গিয়ে নির্দিষ্ট শেল্টারে রেখে নির্বীজকরণ করতে হবে। একই সঙ্গে তাকে ভ্য়াকসিন দিতে হবে। এরপর আবার তাকে যেখান থেকে তোলা হয়েছিল, সেখানে গিয়ে ছেড়ে দিতে হবে। অর্থাৎ, পুরনো রায় থেকে অনেকটাই সরে এসেছেন নতুন বিচারপতিরা।
তবে পাশাপাশি আরো বেশ কিছু নির্দেশ দিয়েছে আদালত। বলা হয়েছে, কোনো কুকুর যদি অসুস্থ হয় অথবা রাবিস আক্রান্ত হয় কিংবা আগ্রাসী স্বভাবের হয় তাহলে তাকে আশ্রয়কেন্দ্রেই রাখা হবে, রাস্তায় ছাড়া হবে না। আশ্রয়কেন্দ্রে কুকুরদের সমস্ত রকম পরীক্ষার পরেই কাকে রাস্তায় ছাড়া হবে এবং কাকে ছাড়া হবে না তা ঠিক করতে হবে।
আরো একটি বিষয়ে গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, প্রকাশ্য রাস্তায় কুকুরদের খাওয়ানো যাবে না। রাস্তার কুকুরদের খাওয়ানোর জন্য কিছু নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে এবং শুধুমাত্র পুরসভাই তাদের খাওয়ানোর ব্যবস্থা করতে পারবে। যত্রতত্র কুকুরদের খাবার দেওয়া যাবে না। কেউ সে কাজ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতিরা। শুধু তা-ই নয়, রাস্তা থেকে কোনো কুকুরকে বাড়িতে তুলে নিয়ে যাওয়া যাবে না। পুরসভার অনুমতি নিয়ে সে কাজ করতে হবে।
কারা কুকুর ধরতে পারবেন, তাদের রাখার জন্য কোথায় নিয়ে যেতে হবে, এই সমস্ত বিষয়েই নির্দিষ্ট নির্দেশ দিয়েছে আদালত। কুকুর ধরতে আসার সময় কেউ বাধা দিলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা বলা হয়েছে।
আগামী সপ্তাহে আবার এই মামলার শুনানি হবে। শুধু দিল্লি নয়, গোটা দেশেই এই সংক্রান্ত যা যা মামলা আছে, তা একত্রিত করে শুনানির কথা বলেছে আদালত।
এসজি/জিএইচ (পিটিআই, লাইভ ল)