1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুপ্রস্তাব দিয়ে পিটুনি খেলেন ব্যাংক ম্যানেজার

১৯ অক্টোবর ২০১৮

ভারতের দাভাংগেরে শহরের এক ব্যাংকে এক নারী গিয়েছিলেন ঋণ চাইতে৷ ম্যানেজার বললেন, পেতে হলে বিশেষ কিছু দিতে হবে৷ তারপর যা হয়েছিল সে ঘটনার দৃশ্য এখন ভাইরাল৷

ভারতের একটি ব্যাংকছবি: picture-alliance/AP Photo/A. Nath

কর্ণাটকের দাভাংগেরে শহরে নোংরা ইঙ্গিত করায় ব্যাংক ম্যানেজারকে মারধর করেন এক নারী৷ ম্যানেজারের পিটুনি খাওয়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে৷

ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে এই ভিডিওটি দেখেছেন কয়েক লক্ষ মানুষ৷ ভারতের টিভি চ্যানেল, টাইমস নাও-এর ইউটিউব চ্যানেলেও রয়েছে ভিডিওটি৷

জানা যায়, ঋণ সম্পর্কিত কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ওই নারীকে শয্যায় পেতে চেয়েছিলেন ওই ব্যাংক ম্যানেজার৷

জবাবে শার্টের কলার ধরে জুতোপেটা করতে দেরি করেননি ওই নারী৷ ৫০ সেকেন্ডের এই ভিডিওতে ম্যানেজারকে থানায় নিয়ে যাওয়ার হুমকি দিতেও দেখা যায়৷

অনেকেই এই ঘটনার সাথে যুক্ত করেছেন ভারতে চলমান ‘মি টু’ আন্দোলনকে

এসএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ