1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মহাসাহসী ‘বাঘের মাসি’

১৬ ফেব্রুয়ারি ২০১৬

কথায় বলে ‘জলে কুমির, ডাঙায় বাঘ'৷ সাধারণত ‘উভয়সংট' বোঝাতেই এ কথার প্রয়োগ করা হয়৷ তবে আমি যে গল্প বলবো, তাতে জলে কুমির ছিল ঠিকই, কিন্তু ডাঙায় ছিল একটা বেড়াল৷ তবে বাঘের থেকে কোনো অংশে কম যায় না এই বাঘের মাসি!

Thailand Krokodil Zähne
ছবি: Fotolia/amnachphoto

কুমির দেখে কার না ভয় লাগে? তার ওপর সেটা যদি এমন একটা জায়গা হয়, যেখানে একটা নয়, দু'টো নয়, অগুন্তি কুমির কিলবিল করছে – তা হলে তো কথাই নেই৷ ভয় পাওয়ারই কথা৷

কিন্তু আমাদের খুদে বিড়ালটা ষণ্ডামার্কা কুমির দেখে ভয় তো পায়ই-নি, বরং এগিয়ে এসে একেবারে তার পিঠে চড়ে বসেছিল৷ সে এক দেখবার মতো ঘটনা...৷ তারপর কী হলো? না, আমি বলবো না৷ সেটা জানতে ক্লিক করুন ভিডিওটিতে৷ আর দেখুন কুমির আর বাঘের মাসির লড়াই৷

ডিজি/এসি

দেখলেন? বলুন তো শেষ পর্যন্ত কে জিতলো? বিড়াল না কুমির?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ