1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুমিল্লায় রেল দুর্ঘটনা, আহত বহু

১৭ এপ্রিল ২০২৩

দুর্ঘটনার কবলে পড়ে সোনার বাংলা এক্সপ্রেস। আড়াই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ থাকে।

সোনার বাংলা এক্সপ্রেস
ছবি: Ifthekhar Omer/Wikipedia

সোনার বাংলা এক্সপ্রেস একটি মালবাহী ট্রেনকে পিছন থেকে ধাক্কা মারে বলে জানা গেছে। ধাক্কা মেরে সোনার বাংলা এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি উল্টে যায়। রোববার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবরে প্রকাশ।

রেলের কর্মকর্তারা জানিয়েছেন, ইফতারের পর নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে এই ঘটনা ঘটে। ঘটনার পরেই এলাকায় পৌঁছায় উদ্ধারকারী দল। উল্টে যাওয়া বগির ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত কেউ মারা না গেলেও পঞ্চাশেরও বেশি যাত্রী আহত হয়েছেন বলে রেলসূত্রে জানানো হয়েছে। ট্রেনে নির্বাচন কমিশনের ১২ জন সদস্য ছিলেন। তারা অক্ষত আছেন।

দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রুটে প্রায় আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বন্ধ ছিল সিলেট, নোয়াখালী ও চাঁদপুরের লাইনও। দুর্ঘটনার কারণ জানতে একটি অনুসন্ধান কমিটি তৈরি করেছে রেল। তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

দুর্ঘটনায় আহত যাত্রী সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ''ইফতারের পর হঠাৎ দেখি বিকট শব্দে আমাদের ট্রেনটি মালবাহী ট্রেনটিকে ধাক্কা দিয়ে সেটির উপর উঠে যাচ্ছে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়। মনে হচ্ছে মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি।'' ঘটনায় কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

এসজি/জিএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ