রাশিয়ার কুরস্ক অঞ্চলের দখল নিচ্ছে ইউক্রেনের সেনা। রুশ সেনার আক্রমণ ঠেকাতেই এই ব্য়বস্থা বলে দাবি।
বিজ্ঞাপন
রোববার কুরস্ক নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইউক্রেন। দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনা গেছে কারণ, ওই অঞ্চলে তারা একটি বাফার জোন তৈরি করতে চাইছে। অর্থাৎ, ইউক্রেন এবং রাশিয়ার মধ্য়বর্তী এলাকা। জেলেনস্কির দাবি, রাশিয়ার আক্রমণ ঠেকাতেই এই ব্যবস্থা করা হয়েছে। এরপর রাশিয়াকে স্থলপথে আক্রমণ করতে হলে কুরস্ক পার করে ইউক্রেনে ঢুকতে হবে।
ইউক্রেনের সেনার প্রশংসা করেছেন জেলেনস্কি। বলেছেন, ''যুদ্ধে কোনো বিরতি থাকে না। কোনো ছুটি থাকে না। আমাদের সেনা চারদিক দিয়ে কুরস্কে ঢুকে পড়েছে। কিন্তু আমাদের পশ্চিমা সহযোগীরা যথেষ্ট সাহায্য করছে না।'' মূলত অ্যামেরিকা, ফ্রান্স এবং যুক্তরাজ্য়ের উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি গ্লোবাল সাউথ বা দক্ষিণ বিশ্বের কথাও এদিন উল্লেখ করেছেন তিনি। জানিয়েছেন, আরো অনেক বেশি সাহায্য় প্রত্যাশা করছেন তিনি।
রাশিয়ার কুরস্কে ঢুকে ৭৪টি বসতি তারা দখল করে নিয়েছে বলে দাবি ইউক্রেনের। কী বলছেন কুরস্কের সাধারণ মানুষ?
ছবি: Roman Pilipey/AFP/Getty Images
রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের সেনা
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তারা যুদ্ধটা এবার রাশিয়ার ভূখণ্ডে নিয়ে গেছেন। ইউক্রেন জানিয়েছে, তাদের সেনা ১৩ কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে। ৭৪টি বসতি তাদের অধিকারে আছে। এক সপ্তাহ হলো ইউক্রেনের সেনা কুরস্কে ঢুকেছে। রাশিয়ার দাবি, ইউক্রেনের সেনার অগ্রগতি তারা থামাতে পেরেছে।
ছবি: ROMAN PILIPEY/AFP
'প্রথমে সবাই শান্ত ছিলেন'
কুরস্কের বাসিন্দা মার্গারিটা(আসল নাম জানাতে চাননি) ডিডাব্লিউকে বলেছেন, ''গত শুক্রবার যখন সাইরেন বাজলো, তখন মানুষ শান্ত ছিলেন। তারা নিজেদের কাজ করেছেন, বাজার করেছেন, সবই স্বাভাবিক ছিল। রাস্তায়, পার্কে মানুষ স্বাভাবিকভাবে হাঁটছিলেন। পরে সীমা্ন্ত থেকে খবর এলো, ইউক্রেনের সেনা আক্রমণ করেছে।''
ছবি: AP Photo/picture alliance
টিভি বললো, 'সাময়িক সমস্যা'
গোটা এলাকার জন্য সতর্কবার্তা জারি করা হয়। মার্গারিটা জানিয়েছেন, ''গোটা অঞ্চলকে সতর্ক করা হয়েছিল। আর আমরা এখন সাইরেনে অভ্যস্ত হয়ে গেছি। তাই সাইরেন সত্ত্বেও আমরা খুব একটা চিন্তিত হইনি। পরে আত্মীয়রা জানান, সীমান্তে তীব্র লড়াই চলছে। মানুষ ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন।''
ছবি: Ilya Pitalev/Sputnik/IMAGO
'পালাবার জন্য হুড়োহুড়ি'
অ্যান্টোনিনা কুরস্কে থাকেন, আর তার বোন থাকতেন সুদঝাতে। অ্যান্টোনিনা জানিয়েছেন, ''সুদঝা এখন ইউক্রেনের দখলে। তার বোন জুলিয়া বাড়ি ছেড়ে চলে এসেছেন। ইউক্রেনের আক্রমণের পর মানুষ যেভাবে পেরেছে এলাকা ছেড়ে পালিয়েছে।''
ছবি: AP Photo/picture alliance
'সবকিছু ফেলে আসতে হয়েছে'
অ্যান্টোনিনা জানিয়েছেন, তার বোন জুলিয়া এখন আত্মীয়দের কাছে দূরে চলে যেতে পেরেছেন। কিন্তু তিনি ব্যাংক কার্ড-সহ সব ডকুমেন্ট ফেলে এসেছেন। তবে তার সবচেয়ে বেশি চিন্তা পালিত হাঁস, মুরগি ও অন্য পশুদের নিয়ে।
ছবি: AP Photo/picture alliance
অর্থ ও রেশনের প্রতীক্ষায়
স্থানীয় প্রশাসন জানিয়েছে, যাদের বাড়ি থেকে চলে আসতে হয়েছে, তাদের রেশন দেয়া হবে এবং ১০ হাজার রুবল দেয়া হবে। কিছু অসুবিধার জন্য জুলিয়ারা এখনো রেশন পাননি। তারা অপেক্ষা করছেন। অনেকে বলছেন, এই অর্থ দিয়ে এক বা দুই দিনের জন্য খাবার ও ওষুধ কেনা যেতে পারে। ফলে তা যথেষ্ট নয়।
ছবি: AP Photo/picture alliance
প্রতিবেশী এলাকাতেও আশংকা
কুরস্কের প্রতিবেশী বেলগোরোদের নিনা ডিডাব্লিওউকে বলেছেন, তারাও সমানে এয়ার রেইড সাইরেন শুনতে পাচ্ছেন। ডিডাব্লিউর সঙ্গে কথা বলার সময়ও সাইরেন বাজার শব্দ পাওয়া গেলো। নিনা জানিয়েছেন, তারা এখন সাইরেনে অভ্যস্ত হয়ে গেছেন। ইউক্রেন কুরস্কে ঢুকে পড়ার পর এখানে প্রচুর রাশিয়ার সেনা এসেছে।
সুদঝা অঞ্চলে নিখোঁজ মানুষদের নিয়ে সামাজিক মাধ্যম সরগরম। বলা হচ্ছে, ৪০ জন নিখোঁজ। অনেকে আত্মীয়দের নিয়ে আসার জন্য গেছিলেন। তাদের খোঁজ নেই। সামাজিক মাধ্যমে একজন লিখেছেন, ইউক্রেনের সেনা যাতে বিপাকে পড়ে, সেজন্য রাশিয়া গ্রামগুলিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। অনেক জায়গায় ফোনে যোগাযোগও করা যাচ্ছে না।
ছবি: Evgeniy Maloletka/AP Photo/picture alliance
'আগাম সতর্কতা ছিল না'
সামাজিক মাধ্যমে মানুষ প্রশ্ন তুলছেন, কেন গোয়েন্দারা ইউক্রেনের আক্রমণের খবর দেয়নি বা দিতে পারেনি? জুলিয়ানা বলেছেন, ''মানুষের আশংকা ছিল, কিন্তু কর্তৃপক্ষ আগাম কোনো সতর্কতা জারি করেনি।'' শ্বেতলানা বলেছেন, ''কোথায় গেল সিক্রেট সার্ভিস? তারা তো মানুষকে ধোঁকা দিয়েছে?'' স্থানীয় প্রশাসন মানুষকে শান্ত থাকতে বলেছেন।
ছবি: Anatoliy Zhdanov/REUTERS
9 ছবি1 | 9
রাশিয়ার বক্তব্য়
এদিকে গত শনিবার ওয়াশিংটন পোস্ট একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে বলা হয়, কিছুদিনের মধ্যেই কাতারে ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিদের বৈঠকে বসার কথা ছিল। সরাসরি না হলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের আলোচনা করার কথা ছিল। সেই বৈঠকে নির্দিষ্ট কিছু জায়গায় দুই দেশ আক্রমণ চালাবে না, এই মর্মে আলোচনা হওয়ার কথা ছিল। ওয়াসিংটন পোস্টের দাবি, ইউক্রেন কুরস্ক আক্রমণ করায় ওই বৈঠক ভেস্তে দিয়েছে রাশিয়া।
রোববার ওয়াশিংটন পোস্টের এই খবরের বিরোধিতা করে বয়ান দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি বলেছেন, ওয়াশিংটন পোস্টে যা প্রকাশ হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। ইউক্রেনের সঙ্গে সরাসরি বা ভিডিও কলে রাশিয়ার কোনো বৈঠক হওয়ার কথা ছিল না। দুই দেশের মধ্যে এই মুহূর্তে কোনো সমঝোতা হওয়াও সম্ভব নয়। রাশিয়া প্রথমে তার মানুষদের অধিকার রক্ষা করবে, তারপর বাকি কাজ করবে।
মারিয়া স্পষ্ট করে দিয়েছেন, ইউক্রেনের কুরস্ক আক্রমণের দিকেই তিনি ইঙ্গিত করছেন। বস্তুত, ওয়াশিংটন পোস্ট দাবি করেছিল, কাতারের বৈঠক থেকে দইি দেশের মধ্যে একটি আংশিক সংঘর্ষ-বিরতির প্রস্তাব গৃহীত হওয়ার সম্ভাবনা ছিল।