কুর্দিদের ওপর আক্রমণ থামাতে তুরস্ককে কড়া নির্দেশ জার্মানির
১৪ অক্টোবর ২০১৯
রোববার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এরদোয়ানকে বলেন যে সামরিক অভিযান না থামালে উত্তর সিরিয়ায় শক্তিশালী হতে পারে ইসলামিক স্টেট৷
বিজ্ঞাপন
উত্তর সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযান অবিলম্বে থামাতে এরদোয়ানকে কড়া বার্তা দেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ দূরভাষ আলাপে এমনটাই বলেছেন ম্যার্কেল, জানিয়েছেন ম্যার্কেলের মুখপাত্র ৷
ম্যার্কেল বলেন, ‘‘সামরিক অভিযান চলমান থাকলে বিশাল সংখ্যক মানুষ ঘর ছাড়তে বাধ্য হবেন৷ সাথে বিঘ্নিত হবে অঞ্চলের শান্তিও৷ এই সুযোগে শক্তিশালী হতে পারেইসলামিক স্টেটও৷''
ম্যার্কেলের আশঙ্কাকে অনেকেই মনে করছে আসন্ন বাস্তব চিত্র হিসাবে৷
অস্ত্র নিষেধাজ্ঞায় শক্তিশালী তুরস্ক?
রবিবারেই ফ্রান্সের সাথে হাত মিলিয়ে তুরস্কের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞাজারি করেছে জার্মানি৷ বার্লিনের মতামত, জার্মানি থেকে পাঠানো অস্ত্র তুরস্ক ব্যবহার করছে কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযানে৷ সে কারণেই এমন নিষেধাজ্ঞা৷
কিন্তু তুরস্ক জানাচ্ছে, এই নিষেধাজ্ঞা আসলে তাদের কোনো ক্ষতি করছে না৷ বরং, আরো শক্তি দিচ্ছে তাদের৷
মার্কিন ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপারও জানিয়েছেন যে উত্তর সিরিয়া থেকে প্রায় এক হাজার সৈন্য প্রত্যাহার করে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র৷
ইতিমধ্যে, কুর্দি সিরিয়ানদের প্রতি মার্কিন সাহায্য় ও সেনা প্রত্যাহারের ফলে সেই অঞ্চলে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা৷ কুর্দি সূত্র জানাচ্ছে, এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে মোট ৭৮৫জন ইসলামিক স্টেটপন্থি জেল থেকে পালাতে সক্ষম হয়েছে৷
কুর্দি সিরিয়ানদের একাংশের মতে, মার্কিন সেনা প্রত্যাহার ও বাড়ন্ত তুর্কি আগ্রাসনের সুযোগ নিয়ে আবার উত্তর সিরিয়ায় জোট বাঁধতে পারে ইসলামিক স্টেটপন্থি শক্তিরা৷
এসএস/কেএম (এপি,এএফপি, ডিপিএ)
মুক্তির লড়াইয়ে কুর্দি নারী
নিজেদের অধিকার আদায়ে দীর্ঘদিন ধরেই লড়াই সংগ্রাম করে যাচ্ছেন কুর্দিরা৷ এখনো আসেনি কাঙ্খিত স্বাধীনতা৷ তাই মুক্তিকামী কুর্দিস্তান ফ্রিডম পার্টির পেশমারগা বাহিনীতে যুক্ত হলেন কুর্দি নারীরা৷
ছবি: Reuters/A. Rasheed
মুক্তির তীরন্দাজ
লড়াই সংগ্রামটা দীর্ঘদিনের৷ আজও প্রতিষ্ঠিত হয়নি কুর্দিদের অধিকার৷ তবুও হার মানা যাবে না৷ তাই ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সামিল হলেন নারীরাও৷ পেশমারগা যোদ্ধাদের পায়ে পা মিলিয়ে লড়াই চান কুর্দি নারীরা৷ শুরু হলো প্রশিক্ষণ৷
ছবি: Reuters/A. Rasheed
বাধার দেয়াল পেরিয়ে
অস্ত্র হাতে যুদ্ধ নামলেই শুধু হয় না৷ আয়ত্ত্ব করতে হয় আরো সব সামরিক কৌশল৷ প্রতিপক্ষের চোখ ফাঁকি দিয়ে, দুর্গম পথ পাড়ি দেবার কৌশলটাও তো চাই৷ তাই শারীরিক কসরতের প্রশিক্ষণটাও নিচ্ছেন কুর্দি নারীরা৷
ছবি: Reuters/A. Rasheed
পায়ে পায়ে হেঁটে যাবো
মুক্তিকামীদের ঠেকানো খুব মুশকিল৷ ইরাকের ইরবিলে সেনাবাহিনীর পোশাকে মার্চ পাস্ট করে এগিয়ে যাচ্ছেন কুর্দি নারীরা৷ তারা এখন যোদ্ধা৷ তৈরি করছেন নিজেদের৷ লড়াই শুধু নিজের নয়, কুর্দিদের অধিকার আদায়ের৷
ছবি: Reuters/A. Rasheed
পাড়ি দিতে বন্ধুর পথ
অস্ত্র চালানো আর শারীরিক কৌশল তো গেল৷ কিন্তু যুদ্ধ মানেই তো পাড়ি দিতে হবে চড়াই-উৎরাই আর বন্ধুর পথ৷ তাই সম্মুখ যুদ্ধে যাওয়ার আগে নারী সেনারাও ঝালিয়ে নিচ্ছেন নিজেদের৷ পথ যতো কঠিন হোক,পাড়ি দিতে হবে দিগন্ত৷
ছবি: Reuters/A. Rasheed
কৌশলী পদচারণ
প্রতিপক্ষকে ঘায়েল করতে যুদ্ধ কৌশলের কোনো শেষ নেই৷ ছবিটিই তার প্রমাণ৷ হাত উঁচিয়ে অস্ত্রের স্পর্শ এড়িয়ে পাড়ি দিতে হবে কঠিন পথ৷ কুর্দি নারীরাও বেশ মনোযোগ দিয়েই রপ্ত করে নিচ্ছেন এই সেনা কৌশল৷
ছবি: Reuters/A. Rasheed
উপসংহার: মার্শাল আর্ট
হাতে অস্ত্র না থাকলেও তো লড়ে যায় বীর৷ তার জন্যেও আছে প্রস্তুতি৷ তাই মার্শাল আর্টে পিছিয়ে থাকবেন না কুর্দি নারীরা৷ সেনাবাহিনীতে যোগ দিয়েছেন বলে কথা, সব প্রস্তুতি নিয়ে হানা দিতে চান প্রতিপক্ষ শিবিরে৷