স্বাধীনতার দাবিতে গতমাসে একটি গণভোটের আয়োজন করেছিল ইরাকি কুর্দিরা৷ তাঁদের এই পদক্ষেপে অসন্তুষ্ট হয়ে কুর্দিদের দখল করা এলাকার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে ইরাকি বাহিনী৷
বিজ্ঞাপন
সেই লক্ষ্যে রবিবার রাত থেকে অভিযান শুরু করে দেশটির ‘জয়েন্ট অপারেশনস কম্যান্ড'৷ এটি সরকার সমর্থিত বিভিন্ন বাহিনীর একটি গোষ্ঠী৷ সোমবার শেষ খবর পাওয়া পর্যন্ত তারা কুর্দিদের কাছ থেকে কির্কুকের একটি সামরিক ঘাঁটি, বিমানবন্দর ও তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ নিয়েছে বলে জানা গেছে৷
কির্কুককে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস এর নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে ইরাকি বাহিনী সমস্যায় পড়লে তাদের সহায়তায় এগিয়ে এসেছিল কুর্দি পেশমার্গারা৷ সেই সময় কুর্দিরা কির্কুকের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশের দখল নিয়েছিল৷ কারণ তাঁরা পরবর্তীতে কুর্দি অধ্যুষিত এলাকা নিয়ে একটি দেশ গড়তে চায়৷
রাষ্ট্র না হয়েও বিচ্ছিন্ন
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ৯০ শতাংশেরও বেশি ভোটার এক গণভোটে স্বাধীনতার পক্ষে রায় দিয়েছেন৷ অনেক বছর ধরেই অবশ্য এই অঞ্চল কার্যত স্বাধীনতা ভোগ করছে৷ গোটা অঞ্চলে এমন আরও কয়েকটি দৃষ্টান্তের দিকে নজর দেওয়া যাক৷
ছবি: picture-alliance/Zumapress/B. Feher
ইরাকি কুর্দিস্তান
১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধ ও ২০০৩ সালে ইরাকে মার্কিন হামলার ফলে বিপর্যস্ত সাদ্দাম হুসেনের প্রশাসন উত্তরে কুর্দি এলাকার উপর নিয়ন্ত্রণ ধাপে ধাপে হারিয়ে ফেলে৷ কুর্দিরাও সেই সুযোগে নিজস্ব পতাকা, সরকার, সংসদ ও সেনাবাহিনী গড়ে তুলে এক রাষ্ট্রীয় কাঠামো সৃষ্টি করে৷
ছবি: picture-alliance/Zumapress/B. Feher
দক্ষিণ সুদান
২০১১ সালের জুলাই মাসে বিশ্বের সবচেয়ে নতুন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার আগে দক্ষিণ সুদানও বেশ কিছুকাল কার্যত স্বাধীনতা ভোগ করেছে৷ ২০০৫ সালের এক শান্তি চুক্তির আওতায় এক গণভোটে দক্ষিণের মানুষ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার পক্ষে রায় দেন৷ ১৯৮৩ সালের গৃহযুদ্ধের সময়েই বিচ্ছিন্নতাবাদের এই বীজ বপন করা হয়েছিল৷
ছবি: picture-alliance/dpa/M. Messara
লিবিয়ার পূ্র্বাঞ্চল
২০১১ সালে মুয়াম্মার আল গদ্দাফির পতনের পরেই লিবিয়ায় অরাজকতা ছড়িয়ে পড়ে৷ ত্রিপোলি শহরে যে প্রশাসন গঠিত হয়, তার আনুগত্য মানতে নারাজ ছিল দেশের পূ্র্বাঞ্চলের উপজাতীয় নেতারা৷ মিশর, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের মদতে তোবরুক শহরে এক সমান্তরাল প্রশাসন উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে৷
ছবি: dapd
উত্তর ইয়েমেন
২০১৪ সালে সর্বশেষ গৃহযুদ্ধের ফলে আবারও বিপর্যস্ত হয়ে পড়েছে আরব উপদ্বীপের সবচেয়ে গরিব দেশ ইয়েমেন৷ ইরানের মদতে রাজধানী সানা ও দেশের উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ চলে গেছে শিয়া সম্প্রদায়ের বিদ্রোহীদের হাতে৷ ইয়েমেনের সরকারের অস্তিত্ব শুধু দেশের দক্ষিণাচলেই সীমিত রয়েছে৷ উল্লেখ্য, ১৯৯০ সাল পর্যন্ত দক্ষিণ ইয়েমেন স্বাধীন সমাজতান্ত্রিক দেশ ছিল৷
ছবি: Reuters/K. Abdullah
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল
দীর্ঘ ও জটিল গৃহযুদ্ধের জের ধরে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি সম্প্রদায় কার্যত এক স্বাধীন ছিটমহল গড়ে তুলেছে৷ পিওয়াইডি নামের সিরীয় কুর্দি গোষ্ঠী সেই এলাকা নিয়ন্ত্রণ করে৷ ২০১১ সালে গৃহযুদ্ধের সময় থেকেই বাশার আল আসাদ প্রশাসনের সঙ্গে তাদের একটা বোঝাপড়া রয়েছে৷ মার্কিন বিমান হামলার সুযোগ নিয়ে পিওয়াইডি-র সামরিক বাহিনী ওয়াইপিজি আইএস-এর বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/S. Suna
5 ছবি1 | 5
এ লক্ষ্যে সেপ্টেম্বরে একটি গণভোট আয়োজন করেছিল ইরাকি কুর্দিরা৷ তবে ইরাকের সরকার এই গণভোটকে অবৈধ ঘোষণা করেছে৷ তুরস্ক, ইরান ও যুক্তরাষ্ট্রও ঐ গণভোটকে স্বীকৃতি দেয়নি৷
গণভোটের পর কির্কুকে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সেনাবাহিনীকে কাজে লাগাতে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদিকে অনুমোদন দেয় দেশটির সংসদ৷
এরপরই সরকারি বাহিনী ও কুর্দিদের মধ্যে সংঘাত দেখা দেয়৷
কুর্দিদের হাতে ছয়টি তেলক্ষেত্রের নিয়ন্ত্রণ ছিল৷ এগুলো থেকে প্রতিদিন তিন লক্ষ ৪০ হাজার ব্যারেল তেল রপ্তানি হয়৷ তেলক্ষেএগুলো হচ্ছে, খোরমালা, বে হাসান, হাভানা, বাবা গার্গার, জম্বুর ও খাবাজ৷ এর মধ্যে সোমবার বাবা গার্গার তেলক্ষেত্রে নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ইরাকি বাহিনী৷
উল্লেখ্য, আইএসএর বিরুদ্ধে লড়তে কুর্দি পেশমার্গা এবং ইরাকি সৈন্যদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র৷ এখন এই দুই গোষ্ঠী একে অপরের সঙ্গে সংঘাত লিপ্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র৷ তারা উভয়পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে৷
এদিকে, নিরাপত্তার কারণ দেখিয়ে কির্কুকের অন্য তেলক্ষেত্রগুলো বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে কুর্দিস্থান প্রশাসন৷ তবে এমনটা না করতে ঐ প্রশাসনকে সতর্ক করে দেয়া হয়েছে৷
জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)
‘ইসলামিক স্টেট’ আসলে কী?
আল-কায়েদার অখ্যাত এক উপদল থেকে প্রভাবশালী ‘মিলিট্যান্ট মুভমেন্টে’ পরিণত হয়েছে তথাকথিত ‘ইসলামিক স্টেট’ বা আইএস৷ জিহাদি এই গোষ্ঠীটির দখলে থাকা অঞ্চল থেকে আক্রমণের কৌশল – আইএস-এর এমন নানা দিক তুলে দেয়া হলো এই ছবিঘরে৷
ছবি: Getty Images/AFP/D. Souleiman
আইএস কোথা থেকে এসেছে?
ইসলামিক স্টেট (আইএস) সুন্নী ইসলামিস্ট আদর্শে বিশ্বাসী আল-কায়েদার একটি উপদল, যেটি আইএসআইএল, আইসিস এবং দায়েশ নামেও পরিচিত৷ ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আক্রমণের পর এটির বহিঃপ্রকাশ ঘটে৷ এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন আবু বকর আল-বাগদাদি৷ জঙ্গি গোষ্ঠীটির লক্ষ্য হচ্ছে ইরাক, সিরিয়া এবং অন্যান্যা অঞ্চল নিয়ে একটি ইসলামিক স্টেট বা খেলাফত প্রতিষ্ঠা করা৷
ছবি: picture-alliance/AP Photo
আইএস কোথায় কাজ করে?
বিশ্বের ১৮টি দেশে আইএস সক্রিয় রয়েছে বলে ধারণা করা হয়৷ ইরাক এবং সিরিয়ার কিছু অংশ এই গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি সিরিয়ার রাকা শহরকে রাজধানী হিসেবে বিবেচনা করে৷ তবে ২০১৫ সালের জানুয়ারি থেকে এখন অবধি নিজেদের দখলে থেকে এক চতুর্থাংশ এলাকা তাদের হাতছাড়া হয়ে গেছে৷
কারা তাদের বিরুদ্ধে লড়ছে?
আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে৷ বিশ্বের ৫০টিরও বেশি দেশের সমন্বয়ে তৈরি মার্কিন নেতৃত্বাধীন একটি ‘কোয়ালিশন’ আইএস অধ্যুষিত এলাকায় বিমান হামলা চালাচ্ছে৷ এই কোয়ালিশনে কয়েকটি আরব দেশও রয়েছে৷ অন্যদিকে সিরিয়া সরকারের পক্ষে সেদেশে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া৷ তবে ভূমিতে তাদের বিরুদ্ধে লড়ছে কুর্দিশ পেশমার্গার মতো আঞ্চলিক শক্তিগুলো৷
ছবি: picture-alliance/abaca/H. Huseyin
আইএস-এর অর্থের উৎস কী?
জঙ্গি গোষ্ঠীটির অর্থ আয়ের অন্যতম উৎস হচ্ছে তেল এবং গ্যাস৷ এটি এখনো সিরিয়ার তেল উৎপাদনের এক তৃতীয়াংশ দখলে রেখেছে৷ আর মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলার অন্যতম লক্ষ্য হচ্ছে জঙ্গি গোষ্ঠীর এই মূল্যবান সম্পদ৷ এছাড়া কর, মুক্তিপন এবং লুট করা পুরাকীর্তি বিক্রি করেও অর্থ আয় করে এই জঙ্গি গোষ্ঠীটি৷
ছবি: Getty Images/J. Moore
আইএস কোথায় কোথায় জঙ্গি হামলা চালিয়েছে?
বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য জঙ্গি হামলার দায় স্বীকার করেছে আইএস৷ চলত বছর সবচেয়ে ভয়াবহ আত্মঘাতী হামলাটি চালানো হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে, যেখানে দু’শোর বেশি মানুষ নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে৷ আইএস-এর নেতারা জঙ্গি গোষ্ঠীটির আদর্শে বিশ্বাসীদের এককভাবে বিভিন্নস্থানে আঘাত হানতে উৎসাহ প্রদান করে৷
অন্যান্য আর কী কৌশল ব্যবহার করে আইএস?
নিজেদের ক্ষমতার পরিধি বাড়াতে অনেক কৌশল ব্যবহার করে আইএস৷ জঙ্গি গোষ্ঠীটি ‘কালচারাল ক্লিনজিংয়ের’ নামে সিরিয়া এবং ইরাকের অনেক ঐতিহাসিক শিল্পকর্ম লুট ও ধ্বংস করেছে৷ এছাড়া সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীগুলোর কয়েকহাজার মেয়েকে ক্রীতদাসী বানিয়েছে৷ গোষ্ঠীটি নিজেদের ‘প্রোপোগান্ডা’ এবং নিয়োগের কাজে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে৷
ছবি: Getty Images/AFP/J. Eid
শরণার্থী হয়েছেন কতজন?
সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের কারণে সেদেশের প্রায় ৬০ লাখ মানুষ প্রতিবেশী লেবানন, জর্ডান এবং তুরস্কে আশ্রয় নিয়েছেন৷ অনেক সিরীয় ইউরোপেও পাড়ি জমিয়েছেন৷ এছাড়া প্রায় ৩০ লাখ ইরাকে ইরাকের মধ্যেই অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে খবর৷