1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুর্দি ও ইয়াজিদিদের সঙ্গে উগ্র ইসলামপন্থিদের সংঘর্ষ

৯ অক্টোবর ২০১৪

সুদূর ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের তৎপরতার আঁচ জার্মানিতেও দেখা যাচ্ছে৷ উত্তরের হামবুর্গ ও সেলে শহরে কুর্দি ও ইয়াজিদি সম্প্রদায়ের মানুষের সঙ্গে ব়্যাডিকাল মুসলিমদের সংঘর্ষে কমপক্ষে ২৩ জন আহত হয়েছে৷

পরিস্থিতি সামলাতে রায়ট পুলিশকে হস্তক্ষেপ করতে হয়ছবি: picture-alliance/dpa/Markus Scholz

মঙ্গলবার রাতে হামবুর্গ শহরে প্রায় ৪০০ কুর্দি বিক্ষোভকারী আইএস বা আইসিস-এর বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছিলেন৷ তারপর তারা এক মসজিদের কাছে সমাবেশ করে৷ তখন আরও প্রায় ৪০০ মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়৷ পুলিশ সূত্র অনুযায়ী তারা সালাফি মুসলিম৷ দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে৷ তারপর শুরু হয় সংঘর্ষ৷ রায়ট পুলিশকে হস্তক্ষেপ করতে হয়৷ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাস ছুড়ে ও পেপার স্প্রে ব্যবহার করে পুলিশ দুই দলকে আলাদা করার চেষ্টা করে৷ মূলত তরুণদের দুই দলের অনেকের কাছে লোহার রড, লাঠি ও দা ছিল৷ তাদের পাথর ও বোতল ছুড়তেও দেখা যায়৷ মূল দলদুটিকে আলাদা করা গেলেও ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা আশেপাশের এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে৷

জার্মানির উত্তরের সেলে শহরে কুর্দি ইয়াজিদি ও চেচেন অভিবাসীদের মধ্যেও সংঘর্ষ ঘটেছে৷ তাদের থামাতে পুলিশের অভিযান চালাতে হয়েছে৷ এতে চারজন পুলিশকর্মী ও পাঁচজন বিক্ষোভকারী আহত হয়েছে৷ শহরের মেয়র ও দুই পক্ষের নেতাদের মধ্যস্থতার প্রচেষ্টা বিফল হয়৷ কিন্তু ব়্যাডিকাল ইসলামপন্থিদের প্ররোচনার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে৷

জার্মানিতে বসবাসরত কুর্দি ও ইয়াজিদি সম্প্রদায়ের মানুষ সিরিয়া ও ইরাকে আইএস জঙ্গিদের তৎপরতা সম্পর্কে গণ-সচেতনতা বাড়াতে গত কয়েক মাস ধরে শান্তিপূর্ণ প্রতিবাদ, বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে চলেছে৷ সিরিয়ার কোবানি শহরের উপর আইএস জঙ্গিদের হামলা উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে৷ মঙ্গলবার বিকালেই হামবুর্গে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে৷ তবে প্রায় ৮০ জন কুর্দি স্টেশনের কয়েকটি প্ল্যাটফর্ম অবরোধ করে৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ