জাতিসংঘের মানবাধিকার কার্যালয় গত শুক্রবার একটি রিপোর্ট প্রকাশ করেছে, যাতে জঙ্গি কুর্দদের বিরুদ্ধে আংকারার সামরিক অভিযানে গুরুতর মানবাধিকার ভঙ্গের অভিযোগ করা হয়েছে৷
‘রিমোট মনিটরিং’ বা দূর থেকে পর্যবেক্ষণের ভিত্তিতে সৃষ্ট এই রিপোর্টে ‘‘ব্যাপক ধ্বংস, হত্যাকাণ্ড ও বিপুল সংখ্যক গুরুতর মানবাধিকার ভঙ্গের’’ ঘটনার দিকে নজর দেওয়া হয়েছে৷ এই সব ঘটনা ঘটে ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে৷ এই সব ঘটনার লক্ষ্য ছিল প্রায় ১,২০০ স্থানীয় বাসিন্দা ও ৮০০ নিরাপত্তা কর্মী৷
অনেকের কাছে কবুতর বা পায়রা পোষা শুধু শখ নয়, অনেকটা নেশার মতো৷ সেরকম কবুতরপ্রেমীদের জন্যই তুরস্কের সানলিউরফার বাজার৷ বাজারের কাছেই সীরিয়া সীমান্ত৷ যুদ্ধ চলছে সেখানে৷ কিন্তু সানলিউরফায় ঠিকই বসছে কবুতরের বাজার৷
ছবি: Reuters/U. Bektasতুরস্কের দক্ষিণ-পূর্বের শহর সানলিউরফা৷ সিরিয়ার খুব কাছে এই শহর৷ তাই যখন-তখন গোলার আঘাতে মৃত্যুর আশঙ্কা সেখানে থাকেই৷ তারপরও কার্ডবোর্ডোর বাক্সে কবুতর নিয়ে নিয়মিত তিন চায়ের দোকানের মোড়ে আসেন কবুতর বিক্রেতারা৷ কবুতর বিক্রি হয় নিলামে৷
ছবি: Reuters/U. Bektasএ শহর থেকে সিরিয়া সীমান্ত মাত্র ৫০ কিলোমিটার দূরে৷ ফলে এখানে সিরিয়া সংকটের প্রভাব আগে পড়েছে, এখন পড়ছে, আগামীতেও পড়বে৷ তাছাড়া এ অঞ্চলে তুর্কি সেনাবাহিনির সঙ্গে কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সংঘাতও প্রায় নিত্য দিনের ঘটনা৷
সানলিউরফার এই বাজারে যাঁরা পায়রা কিনতে আসেন, তাঁরা কিন্তু সাধারণ ক্রেতা নন৷ অধিকাংশই পায়রাপ্রেমী৷ তাই পছন্দ হলে যত দামই হাঁকা হোক না কেন, সেই পায়রা তাঁরা কিনবেনই৷ তুরস্কে এই জাতের পায়রাকে সবাই ‘সিয়াহ কিনিফরলি’ নামে চেনে৷ এর দাম ১০০০ তুর্কি লিরা, অর্থাৎ ২৪৩ ইউরোর মতো৷
ছবি: Reuters/U. Bektasবিক্রেতা দিলদাস গর্ব করেই বললেন, ‘‘একবার আমি এক জোড়া পায়রা ৩৫ হাজার লিরা (৮,৫০০ ইউরো)-তে বিক্রি করেছিলাম৷ আসলে এ এমন এক ভালোলাগা, যা থেকে রেহাই নেই৷ আমি তো বাড়ির ফ্রিজ এবং বউয়ের সোনার ব্রেসলেট বিক্রি করেও পায়রার দাম দিয়েছি৷’’
ছবি: Reuters/U. Bektasযখন কবুতর বিক্রি হয়না, তখন সবাই নিজের কবুতর নিয়ে চলে যান বাড়ির ছাদে৷ সবাই যার যার কবুতর ওড়ান৷ শত শত কবুতরে ছেয়ে যায় আকাশ৷ রেসিত গুজেলও কবুতরপ্রেমী৷ ৫৫ বছর বয়সি গুজেল বলছিলেন, পাখিরা আমার বন্ধু৷ ওরা আমাকে শান্তি দেয়৷’’
ছবি: Reuters/U. Bektasএই বাজারে কবুতরের ভিটামিন এবং অ্যান্টিবায়োটিক ওষুধও বিক্রি হয়৷ গুজেলের ৭০টি কবুতর৷ প্রিয় পাখিগুলোকে নিয়মিত ভালো খাবার এবং ভিটামিন খাওয়ান তিনি৷ তাতে প্রতিদিন অন্তত ৫ লিরা খরচ হয়৷ গুজেল অবশ্য তা নিয়ে ভাবেন না৷
ছবি: Reuters/U. Bektasযুদ্ধ শুরুর পর সিরিয়া থেকে অনেকেই নিজেদের কবুতর নিয়ে চলে এসেছিলেন এই শহরে৷ তখন কবুতরের দাম খুব কমে গিয়েছিল৷ কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় আবার দেখা দিয়েছে কবুতরের সংকট৷ এখন সিরিয়া থেকে কবুতর আসা বন্ধ৷ ফলে দাম বাড়ছে তো বাড়ছেই৷
ছবি: Reuters/U. Bektas সরকারি সেনাবাহিনীর নিরাপত্তা অভিযানে প্রধানত কুর্দরাই বাস্তুচ্যুত হয়েছে, বলে জাতিসংঘের বিবরণে অভিযোগ করা হয়েছে৷ স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে যে, সংশ্লিষ্ট এলাকাগুলিতে ‘‘ভারী অস্ত্রশস্ত্র ব্যবহারের ফলে বাড়িঘর ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে,’’ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ সিরিয়া সীমান্তের কাছে কুর্দ অধ্যুষিত সিজরে শহরের অধিবাসীরা ধ্বংসের পরিমাণকে ‘‘মহাপ্রলয়তুল্য’’ বলে বর্ণনা করেছেন৷
তদন্তের ডাক
জাতিসংঘের রিপোর্টে তুর্কি সরকারের প্রতি ঘটনাবলীর তদন্ত করে দেখতে বলা হয়েছে, যাতে ‘‘বেআইনি হত্যাকাণ্ডের আততায়ীদের আইনের মুখোমুখি করা যেতে পারে৷’’ এছাড়া ঐ রিপোর্টে ‘‘অঘোষিত, অনির্দিষ্ট চব্বিশ ঘণ্টার কারফিুউ’’-এর অন্ত ঘটানোর এবং ‘‘নিপীড়িত ও তাদের পরিবারবর্গকে কার্যকরি ক্ষতিপূরণ দানের’’ আহ্বান জানানো হয়েছে৷
জাতিসংঘের মানবাধিকার প্রধান জাইদ রা'দ আল-হুসেইন বলেছেন, তিনি ‘‘এ বিষয়ে বিশেষভাবে চিন্তিত যে, শত শত সম্ভাব্য বেআইনি হত্যাকাণ্ডের কোনো বিশ্বাসযোগ্য তদন্ত করা হয়নি৷’’
এসি/ডিজি (এপি, এএফপি)