1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কুর্দ এলাকায় নিপীড়ন চালিয়েছে তুরস্ক’

১০ মার্চ ২০১৭

জাতিসংঘ তুরস্কের প্রতি দেশের দক্ষিণ-পূর্ব এলাকায় এক পর্যায় হত্যাকাণ্ডের তদন্ত করতে বলেছে৷ ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর যে নিরাপত্তা অভিযান চলে, তারই প্রেক্ষিতে জাতিসংঘের এই রিপোর্ট৷

Türkei Polizisten bei einer Demo in Istanbul
ছবি: Getty Images/AFP/Y. Akgul

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় গত শুক্রবার একটি রিপোর্ট প্রকাশ করেছে, যাতে জঙ্গি কুর্দদের বিরুদ্ধে আংকারার সামরিক অভিযানে গুরুতর মানবাধিকার ভঙ্গের অভিযোগ করা হয়েছে৷

‘রিমোট মনিটরিং’ বা দূর থেকে পর্যবেক্ষণের ভিত্তিতে সৃষ্ট এই রিপোর্টে ‘‘ব্যাপক ধ্বংস, হত্যাকাণ্ড ও বিপুল সংখ্যক গুরুতর মানবাধিকার ভঙ্গের’’ ঘটনার দিকে নজর দেওয়া হয়েছে৷ এই সব ঘটনা ঘটে ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে৷ এই সব ঘটনার লক্ষ্য ছিল প্রায় ১,২০০ স্থানীয় বাসিন্দা ও ৮০০ নিরাপত্তা কর্মী৷

সরকারি সেনাবাহিনীর নিরাপত্তা অভিযানে প্রধানত কুর্দরাই বাস্তুচ্যুত হয়েছে, বলে জাতিসংঘের বিবরণে অভিযোগ করা হয়েছে৷ স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে যে, সংশ্লিষ্ট এলাকাগুলিতে ‘‘ভারী অস্ত্রশস্ত্র ব্যবহারের ফলে বাড়িঘর ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে,’’ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে৷ সিরিয়া সীমান্তের কাছে কুর্দ অধ্যুষিত সিজরে শহরের অধিবাসীরা ধ্বংসের পরিমাণকে ‘‘মহাপ্রলয়তুল্য’’ বলে বর্ণনা করেছেন৷

তদন্তের ডাক

জাতিসংঘের রিপোর্টে তুর্কি সরকারের প্রতি ঘটনাবলীর তদন্ত করে দেখতে বলা হয়েছে, যাতে ‘‘বেআইনি হত্যাকাণ্ডের আততায়ীদের আইনের মুখোমুখি করা যেতে পারে৷’’ এছাড়া ঐ রিপোর্টে ‘‘অঘোষিত, অনির্দিষ্ট চব্বিশ ঘণ্টার কারফিুউ’’-এর অন্ত ঘটানোর এবং ‘‘নিপীড়িত ও তাদের পরিবারবর্গকে কার্যকরি ক্ষতিপূরণ দানের’’ আহ্বান জানানো হয়েছে৷

জাতিসংঘের মানবাধিকার প্রধান জাইদ রা'দ আল-হুসেইন বলেছেন, তিনি ‘‘এ বিষয়ে বিশেষভাবে চিন্তিত যে, শত শত সম্ভাব্য বেআইনি হত্যাকাণ্ডের কোনো বিশ্বাসযোগ্য তদন্ত করা হয়নি৷’’

এসি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ