1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুলভূষণের জন্য আইনজীবী দিন, ভারতকে পাক কোর্ট

৪ আগস্ট ২০২০

কুলভূষণ যাদবের জন্য আইনজীবী নিয়োগ করতে ভারতকে আরেকটি সুযোগ দিল পাকিস্তানের হাইকোর্ট। চরবৃত্তির দায়ে পাক সামরিক আদালত কুলভূষণের মৃত্যদণ্ড দিয়েছে। ভারত মামলাটি আন্তর্জাতিক আদালতে নিয়ে গেছে।

ফাইল ছবিছবি: Reuters/F. Mahmood

দিন ১৫ আগে ভারত অভিযোগ করেছিল, আন্তর্জাতিক আদালতের রায় মানছে না পাকিস্তান। কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করতে দেয়া হচ্ছে না। এরপর সোমবার পাকিস্তানের হাইকোর্ট জানাল, তারা কূলভূষণের আইনজীবী নিয়োগ করার জন্য ভারতকে আরেকটি সুযোগ দিতে চায়। এর আগে কুলভূষণ ও ভারত সরকার আইনজীবী নিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।  

ভারতের অভিযোগ ছিল, কুলভূষণের ন্যায় পাওয়ার সব রাস্তা বন্ধ করে দিচ্ছে পাকিস্তান। ভারতীয় নাগরিক কুলভূষণকে চরবৃত্তির দায়ে গ্রেফতার করা হয়েছিল। পাকিস্তানের অভিযোগ হলো, কুলভূষণ ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত। তিনি গোয়েন্দা সংস্থা র-এর সঙ্গে যোগযোগ রেখে চলেন। তিনি বালুচিস্তানে গোলমাল করার চেষ্টায় ছিলেন। ভারত অবশ্য এই সব অভিযোগই উড়িয়ে দিয়েছে।  কিন্তু ২০১৭ সালে পাক সামরিক আদালত চরবৃত্তির দায়ে কুলভূষণের মৃত্যুদণ্ড দিয়েছে। 

আন্তর্জাতিক আদালতের নির্দেশ ছিল, ভিয়েনা চুক্তি মেনে কুলভূষণের কাছে ভারতীয় কূটনীতিকদের অবাধে যেতে দিতে হবে। ভারতের দাবি এ পর্যন্ত মাত্র দুই বার ভারতীয় কূটনীতিকদের কুলভূষণের সঙ্গে দেখা করতে দেয়া হয়েছে। কিন্তু সেই সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছে। নজর রাখা হয়েছে। খোলাখুলি কথাবার্তা হয়নি।   

দ্বিতীয় সাক্ষাৎকার হয়েছে গত মাসে। পাকিস্তান আধিকারিকরা কুলভূষণকে নিয়ে এসেছিলেন। কুলভূষণকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি প্রবল চাপের মধ্যে আছেন। কুলভূষণকে আইনি কাজে সম্মতি দেয়ার ব্যাপারে সই পর্যন্ত করতে দেওয়া হয়নি।   

এই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে পাক সরকার একটা আবেদন জানিয়েছে। আবেদনে বলা হয়েছে, আদালতই কুলভূষণের জন্য আইনজীবী নিয়োগ করে দিক। পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল আদালতে জানিয়েছেন, কুলভূষণ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে পর্যালোচনা বা ক্ষমা চাওয়ার আবেদন করতে অস্বীকার করেছেন। বিচারপতি আতহার মিনাল্লা বলেছেন, এখন তো মামলা হাইকোর্টে বিচারাধীন। তাই ভারতকে আইনজীবী নিয়োগ করার আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে। ভারত সরকার বা কুলভূষণ তাদের সিদ্ধান্ত আবার বিচার করে দেখুক।

মামলার পরের শুনানি আগামী ৫ সেপ্টেম্বর। গত জুলাইয়ে আন্তর্জাতিক কোর্ট বলেছিল, পাকিস্তানের মৃত্যুদণ্ডের আবেদন পুনর্বিচার করা উচিত। ভারতের আবেদন মেনে নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় ছিল, পাকিস্তান ভিয়েনা চুক্তি ভঙ্গ করেছে। কুলভূষণের কাছে ভারতের কূটনৈতিকদের অবাধে যেতে দিতে হবে। কিন্তু ১১ বার অবেদন জানানোর পর মাত্র দুইবার যেতে দেয়া হয়েছে ভারতীয় কূটনীতিকদের। 

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ