1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুস্তিগিরদের সমর্থনে কৃষক-সমাবেশ, চুপ ক্রিকেটাররা

১ জুন ২০২৩

আন্দোলনরত কুস্তিগিরদের সমর্থনে বিশাল সমাবেশ কৃষক নেতাদের। পাঁচ রাজ্যের কৃষকরা থাকবেন সেখানে।

কুস্তিগিরদের সমর্থনে এগিয়ে এসেছেন কৃষকরা।
কুস্তিগিরদের সমর্থনে এগিয়ে এসেছেন কৃষকরা। ছবি: Narinder Nanu/AFP

উত্তরপ্রদেশের মুজফফরনগরে এই সমাবেশ ডেকেছে নরেশ টিকায়েতের ভারতীয় কিষান ইউনিয়ন।  হরিয়ানা, পা়্ঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ ও দিল্লির সব খাপ পঞ্চায়েত সেখানে প্রতিনিধি পাঠাবে বলে টিকায়েতের দাবি। এই সমাবেশেই তারা কুস্তিগিরদের নিয়ে সিদ্ধান্ত নেবেন।

দিল্লির যন্তরমন্তরে দীর্ঘদিন ধরে বিক্ষোভ দেখিয়েছেন অলিম্পিক, এশিয়ান গেমস ও জাতীয় স্তরে পদকপ্রাপ্ত কুস্তিগিররা। তাদের দাবি, কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজবূষণ শরণ সিং মেয়ে কুস্তিগিরদের যৌন নিগ্রহ করেছেন। পুলিশের অভিযোগ, কমিটি গঠন হয়েছে। কিন্তু ব্রিজভূষণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

ব্রিজভূষণ হলেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ এবং বাহুবলী নেতা হিসাবে পরিচিত। উত্তরপ্রদেশের গোটা তিনেক লোকসভা আসনে তার প্রভাব রয়েছে। এহেন সাংসদের বিরুদ্ধে কুস্তিগিররা বিক্ষোভ দেখিয়ে সুবিধা করতে পারেননি। বরং তাদের পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়েছে। ক্ষুব্ধ হয়ে তারা হরিদ্বারের গঙ্গায় মেডেল বিসর্জন দিতে গেছিলেন। সেখানে নরেশ টিকায়েত তাদের বোঝান ও পাঁচদিন সময় চেয়ে নেন।

তারপরই নরেশ এই সমাবেশ ডেকেছেন, যেখানে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কথা হবে।

ফুটবলারদের সমর্থন

কুস্তিগিরদের এই বিক্ষোভকে সমর্থন করেছেন ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী এবং অন্য ফুটবলাররা। সাবেক ফুটবলার মেহতাব হোসেন, অ্যালভিটো ডি কুনহা, দীপেন্দু বিশ্বাসরাও কুস্তিগিরদের সমর্থন করে বিবৃতি দিয়েছেন।

চুপ ক্রিকেটাররা

কিন্তু ভারতে সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। কিন্তু বর্তমান কোনো ক্রিকেটার কুস্তিগিরদের সমর্থনে একটা কথাও বলেননি। সাবেক অধিনায়ক ও বোর্ডের সাবেক প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, কুস্তিগিরদের নিজেদের লড়াই তাদেরই লড়তে হবে।

জিএইচ/এসজি (পিটিআই, এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ