1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশের সাংসদ রিমান্ডে

৯ জুন ২০২০

কুয়েতে আটক বাংলাদেশের সাংসদ শহিদ ইসলাম পাপুলকে রিমান্ডে নিয়ে সোমবার দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা৷

কুয়েত সিটিছবি: Imago Images

এদিকে, সাংসদ আটকের কারণ ও তাঁর অবস্থান সম্পর্কে জানতে চেয়ে কুয়েত সরকারকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম৷ সোমবার রাতে তিনি বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘এ সম্পর্কে জানতে চেয়ে আমরা কুয়েত সরকারের কাছে রোববারই চিঠি লিখেছি৷ এখন পর্যন্ত কোনো জবাব আসেনি৷’’

শনিবার রাতে মুশরেফ এলাকা থেকে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সাংসদ পাপুলকে গ্রেপ্তার করা হয়৷

গালফ নিউজ বলছে, পাঁচ বাংলাদেশির স্বীকারোক্তির ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ আনা হয়েছে৷

একসময় শ্রমিক হিসাবে কাজ করতে কুয়েত গিয়েছিলেন পাপুল৷ ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন তিনি৷ তাঁর স্ত্রী সেলিনা ইসলামও সংরক্ষিত আসনের একজন সাংসদ৷

জেডএইচ/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

গত নভেম্বরের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ