কুয়েতে আটক বাংলাদেশের সাংসদ শহিদ ইসলাম পাপুলকে রিমান্ডে নিয়ে সোমবার দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা৷
বিজ্ঞাপন
এদিকে, সাংসদ আটকের কারণ ও তাঁর অবস্থান সম্পর্কে জানতে চেয়ে কুয়েত সরকারকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম৷ সোমবার রাতে তিনি বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘এ সম্পর্কে জানতে চেয়ে আমরা কুয়েত সরকারের কাছে রোববারই চিঠি লিখেছি৷ এখন পর্যন্ত কোনো জবাব আসেনি৷’’
শনিবার রাতে মুশরেফ এলাকা থেকে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সাংসদ পাপুলকে গ্রেপ্তার করা হয়৷
গালফ নিউজ বলছে, পাঁচ বাংলাদেশির স্বীকারোক্তির ভিত্তিতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার, অর্থপাচার ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মীদের শোষণের অভিযোগ আনা হয়েছে৷
একসময় শ্রমিক হিসাবে কাজ করতে কুয়েত গিয়েছিলেন পাপুল৷ ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন তিনি৷ তাঁর স্ত্রী সেলিনা ইসলামও সংরক্ষিত আসনের একজন সাংসদ৷
জেডএইচ/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
গত নভেম্বরের ছবিঘরটি দেখুন...
বাংলাদেশে যে ১০ জেলার নারীরা বিদেশে বেশি যায়
২০০৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সাত লাখ ৬৮ হাজার ৮২৯ জন নারী শ্রমিক কাজ নিয়ে বিদেশ গেছেন৷ এই সুযোগ সবচেয়ে বেশি মিলেছে ঢাকা বিভাগের নারীদের৷ গত ১৩ বছরে কোন দশটি জেলা থেকে সবচেয়ে বেশি নারী বিদেশে গেছেন দেখুন ছবিঘরে৷
ছবি: DW/Ashish Chakraborty
১. ঢাকা
সবচেয়ে বেশি নারী শ্রমিক বিদেশে পাড়ি জমিয়েছেন ঢাকা থেকে৷ ২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রায় ৯০ হাজার নারী এই জেলা থেকে কাজ নিয়ে গেছেন বিশ্বের বিভিন্ন দেশে৷ (ছবি: ঢাকায় অবস্থিত একটি তৈরি পোশাক কারখানা)
ছবি: picture-alliance/NurPhoto/M. Hasan
২. মানিকগঞ্জ
দ্বিতীয় অবস্থানে আছে ঢাকার পাশের জেলা মানিকগঞ্জ৷ ৫০ হাজার নারী সেখান থেকে বিদেশে পাড়ি জমিয়েছেন জীবিকার তাগিদে৷ (ছবি: মানিকগঞ্জের মৃত্তিকা শিল্প)
ছবি: DW/M. Mostafigur Rahman
৩. নারায়ণগঞ্জ
গত ১৩ বছরে নারায়ণগঞ্জ থেকে ৪৭ হাজার ৩৩০ জন নারী শ্রমিক বিদেশে গেছেন৷ (ছবি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন)
ছবি: Samir Kumar Day
৪. ফরিদপুর
চতুর্থ অবস্থানে আছে ঢাকা বিভাগেরই আরেক জেলা ফরিদপুর৷ সেখান থেকে ৪৬ হাজার ১৯৩ জন নারী কাজ নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন৷ (ছবি: ফরিদপুরের এক নারী কৃষক)
ছবি: DW/Muhammad Mostafigur Rahman
৫. গাজীপুর
পঞ্চম অবস্থানে ঢাকার পাশের জেলা গাজীপুর৷ ২০০৫ সাল থেকে সেখানকার ৩৬ হাজার ৫৯১ জন নারী বিদেশে গেছেন৷ (ছবি: গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানা)
ছবি: DW/Rodion Ebbighausen
৬. হবিগঞ্জ
ঢাকা বিভাগের বাইরে নারীরা সবচেয়ে বেশি বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছে হবিগঞ্জ থেকে৷ গত ১৩ বছরে যার সংখ্যা ৩৪ হাজার ৪১০ জন৷ (প্রতীকী ছবি)
ছবি: Khukon Thaunaujam
৭. ব্রাম্মণবাড়িয়া
২০০৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ব্রাম্মণবাড়িয়া থেকে বিদেশে পাড়ি জমানো নারীদের সংখ্যা ছিল ৩১ হাজার ১২১ জন৷ (প্রতীকী ছবি)
ছবি: Harun Ur Rashid Swapan
৮. কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ থেকে ২৫ হাজার নারী বিদেশে গেছেন কাজের সূত্রে৷ (প্রতীকী ছবি)
ছবি: AP
৯. কুমিল্লা
বিদেশে নারী শ্রমিক যাওয়ার দিক থেকে নবম অবস্থানে আছে কুমিল্লা৷ জেলার ২৪ হাজার ৬৭৮ জন নারী গত ১৩ বছরে বিদেশে যান৷ (ছবি: ময়নামতির পুরাকীর্তি, কুমিল্লা)
ছবি: Muhammad Mostafigur Rahman
১০. বরিশাল
কাজের খোঁজে বিদেশে পাড়ি জমিয়েছেন বরিশালের নারীরাও৷ সেখান থেকে ২০ হাজার ৫৩৮ জন গেছেন গত ১৩ বছরে৷ (প্রতীকী ছবি)