1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ফুটবলআলজেরিয়া

বিরোধ সত্ত্বেও মরক্কোকে সমর্থন সাধারণ আলজেরীয়দের

১৪ ডিসেম্বর ২০২২

আফ্রিকার দুই প্রতিবেশী দেশ মরক্কো ও আলজেরিয়ার মধ্য বিভিন্ন ইস্যুতে রাষ্ট্রীয় পর্যায়ে বিরোধ চলছে৷ কিন্তু বিশ্বকাপে মরক্কোকে সমর্থন করছেন আলজেরিয়ার সাধারণ মানুষ৷

আফ্রিকার দুই প্রতিবেশী দেশ মরক্কো ও আলজেরিয়ার মধ্য বিভিন্ন ইস্যুতে রাষ্ট্রীয় পর্যায়ে বিরোধ চলছে৷ কিন্তু বিশ্বকাপে মরক্কোকে সমর্থন করছেন আলজেরিয়ার সাধারণ মানুষ৷
আলজেরিয়ার বিভিন্ন ক্যাফেতে বসে লোকজন খেলা দেখছেন ছবি: Ali Farhat/DW

২০২১ সালের আগস্ট মাস থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই৷

সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে মরক্কোর সখ্যতার কারণে অখুশি আলজেরিয়া৷ ২০২০ সালের ১০ ডিসেম্বর ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে একমত হয় মরক্কো৷

এছাড়া আলজেরিয়ার উপকূলীয় কাবিলি এলাকায় স্বায়ত্তশাসন চাওয়া এমএকে গোষ্ঠীকে মরক্কো সমর্থন দিচ্ছে বলেও আলজেরিয়া অভিযোগ করে আসছে৷

আর আলজেরিয়ার বিরুদ্ধে মরক্কোর অভিযোগ, পশ্চিম সাহারাকে স্বাধীন করতে চাওয়া পোলিসারিও ফ্রন্টকে সমর্থন দিচ্ছে তারা৷

আলজেরিয়ার টিভিতে মরক্কো নেই

বিশ্বকাপে বেলজিয়ামের মতো দলকে মরক্কো ২-০ গোলে হারালেও সেদিন আলজেরিয়ার টিভির খবরে ঐ ম্যাচের ফলাফল দেখানো হয়নি৷ আর স্পেনকে হারানোর পর টিভিতে বলা হয়, ‘‘লা রোজাদের জন্য একটা কঠিন ম্যাচ ছিল এবং তাদেরকে পেনাল্টি পর্যন্ত নিয়ে যাওয়া হয়৷ সেখানে তারা বাদ পড়ে যায়৷'' তবে কাদের কারণে বাদ পড়েছে সেটি উল্লেখ করা হয়নি৷

এরপর কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারানোর পর আলজেরিয়ার রাষ্ট্রীয় টিভিতে মরক্কোর পতাকা দেখানো হয়৷ এর পরদিনই ঐ টিভির মহাপরিচালকের চাকরি চলে যায়৷

মরক্কোকে সাধারণ আলজেরীয়দের সমর্থন

রাষ্ট্রীয় পর্যায়ে দুই দেশের মধ্যে বিরোধ থাকলেও আলজেরিয়ার সাধারণ মানুষ মরক্কোকে সমর্থন করছেন৷ অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আলজেরিয়ার বিভিন্ন এলাকায় ক্যাফেতে বসে লোকজন খেলা দেখছেন ও মরক্কোর জয় উদযাপন করছেন৷

আলজেরিয়ার বাসিন্দা আহমেদ কাতারে ডয়চে ভেলেকে বলেন, ‘‘সত্যি বলতে আলজেরিয়ার সরকারি টিভিতে মরক্কোর ভাইদের খেলার ফল না দেখানো দুঃখজনক৷ কিন্তু আমরা আলজেরিয়ার সাধারণ মানুষ তাদের (মরক্কোর) সঙ্গে আছি৷ দুই দেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে বিরোধ থাকলেও আমরা সাধারণ মানুষেরা সবসময় ভাই হয়ে থাকবো৷''

আলজেরিয়ার তারকা ফুটবলার রিয়াদ মাহরেজ যিনি ম্যানচেস্টার সিটির হয়ে খেলেন তিনি আরব আমিরাতের দৈনিক ‘দ্য ন্যাশনাল' বলেন, ‘‘আমি তাদের (মরক্কো) জন্য দারুণ খুশি৷’’

মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে কাতারে যাওয়া আহমেদ জানান, ‘‘আলজেরিয়ার অনেক সমর্থকের সঙ্গে আমাদের দেখা হয়েছে, আমরা পতাকা বিনিময় করেছি৷ এখানে সবাই নিজেদের আফ্রিকার মনে করছে, আরব মনে করছে, সবাই খুব দারুণ অনুভব করছে৷''

মরক্কোর আরেক সমর্থক ইয়াসমিন বলেন, ‘‘বিশ্বকাপে আলজেরিয়ার সমর্থকদের আমাদের সমর্থন করতে দেখে ভালো লাগছে৷ আমরাও ২০১৪ সালে তাদের সমর্থন করেছিলাম৷''

আলী ফারহাত/জেডএইচ

মরক্কোর বেশিরভাগ ফুটবলারের জন্ম বিদেশে

01:01

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ