1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কূটনৈতিক সম্পর্ক ছেদ একটা ভুল

৪ জানুয়ারি ২০১৬

কূটনৈতিক সম্পর্ক ছেদ ‘একটা বড় ভুল', সৌদি সিদ্ধান্ত সম্বন্ধে বলেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহাইন৷ বিশিষ্ট শিয়া মাওলানা শেখ নিমর আল-নিমর-এর ফাঁসির পর ক্ষিপ্ত জনতা তেহরানে সৌদি দূতাবাস আক্রমণ করে৷

Saudi Arabien Botschaft Iran Protest
ছবি: Isna

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন যে, রিয়াধ এই পন্থায় অভ্যন্তরীণ সমস্যা ধামাচাপা দেবার চেষ্টা করছে৷ তাঁর এই সব মন্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়৷

উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ ও চরমপন্থি মনোভাবে মদত দেওয়ার অভিযোগ করেছে৷

অপরদিকে সৌদি আরব যে একদিনে ৪৭ জনকে ফাঁসি দিয়েছে, তা নিয়ে আরেক ধরনের তোলপাড় চলেছে – এবার মানবাধিকারের দিক থেকে৷ উইকিলিকস টুইট করেছে যে, সৌদি আরব নাকি গোপনে ব্রিটেনকে টাকা দিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদে ঢোকে৷

অপরদিকে ব্রিটেনের ইনডিপেন্ডেন্ট পত্রিকার প্রশ্ন হলো, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে ইরানের কি সৌদি আরবের সমালোচনা করার কোনো অধিকার আছে?

মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক আলাপ-আলোচনার ডাক দিয়েছে এবং অঞ্চলের নেতাদের প্রতি উত্তেজনা উপশমের আহ্বান জানিয়েছে৷ তবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে রয়টার্স সংবাদ সংস্থার ব্যুরো চিফ লিউক বেকার টুইট করেছেন: ‘বস্তুত ইউএস আর ইউকে ৫০ বছর কাটিয়েছে সৌদি চরম মতাদর্শকে দেখেও না দেখার ভান করে৷ সেটা কি এবার বদলাতে পারে? ইরান কি তা-তে লাভবান হবে?'

রাশিয়া দৃশ্যত ইরান ও সৌদি আরবের মধ্যে সংঘাতে বার্তাবহ হিসেবে কাজ করতে রাজি৷ ওদিকে চীন মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্রতর হওয়ার সম্ভাবনা দেখছে৷ এছাড়া ইরাকে দু'টি সুন্নি মসজিদ বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়েছে৷ সব মিলিয়ে উদ্বেগ অথবা উত্তেজনা সর্বত্র৷ বিশ্লেষকদের মতে আল-নিমরের ফাঁসি মধ্যপ্রাচ্যে চলতি সুন্নি-শিয়া ক্ষমতার লড়াইতে একটা নতুন অধ্যায় সূচিত করেছে৷

এসি/ডিজি (রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ