1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কৃচ্ছ্রসাধনের প্রতিবাদে ডাবলিন ও রোমে বিক্ষোভ

২৮ নভেম্বর ২০১০

বাজেট ঘাটতি কাটাতে সরকারের কৃচ্ছ্রসাধন পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ দেখা দিয়েছে ইউরোপের একাধিক দেশে৷ শনিবার আয়ারল্যান্ডে প্রতিবাদে রাস্তায় নামে হাজার হাজার সাধারণ মানুষ৷ ইটালিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা৷

ডাবলিনে সরকারি কৃ্চ্ছ্রসাধন পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদছবি: picture-alliance/dpa

ডাবলিনে প্রতিবাদ বিক্ষোভ

সরকারের কৃচ্ছ্রসাধন পরিকল্পনা আয়ারল্যান্ডকে দরিদ্রতার দিকে ঠেলে দেবে, এমনটাই মনে করছে সেদেশের ট্রেড ইউনিয়ন আইসিটিইউ৷ তাই শনিবার আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে জড়ো হয় হাজার পঞ্চাশেক সরকারি কর্মী, শিক্ষার্থী আর বামপন্থী রাজনীতিকরা৷ ২০১৪ সালের মধ্যে বাজেট ঘাটতি অনেকটা কাটাতে সরকারি বেতনভাতা কমানো ও ২৫ হাজার সরকারি জনবল ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে আইরিশ সরকার৷ কিন্তু জনগণ এই পরিকল্পনা মানতে প্রস্তুত নয়৷

আয়ারল্যান্ডকে সহায়তায় ইইউ-আইএমএফ

বাজেট ঘাটতি কমাতে ইউরোপীয় ইউনিয়ন এবং আর্ন্তজাতিক মুদ্রা তহবিল ৮৫ বিলিয়ন ইউরোর সহায়তা দেবে আয়ারল্যান্ডকে৷ এই সহায়তায় জার্মানি এবং ফ্রান্সেরও অংশগ্রহণ রয়েছে৷ রবিবার সহায়তার বিষয়টি চূড়ান্ত রূপ পেতে পারে৷ তবে, আয়ারল্যান্ড সরকারকেও কৃচ্ছ্রসাধন কর্মসূচি নিতে হচ্ছে৷ আগামী কয়েক বছরের মধ্যে ১৫ বিলিয়ন ইউরো খরচ কমাতে হবে, এর মধ্যে ২০১১ সালের মধ্যেই কমাতে হবে ৬ বিলিয়ন ইউরোর সরকারি ব্যয়৷

এর আগে বিদ্যালয় সংস্কার কর্মসূচির বিরুদ্ধেও মাঠে নামে শিক্ষার্থীরা (ফাইল ফটো)ছবি: AP

ইউরো মুদ্রার জন্য হুমকি

ইইউ'র সদস্য দেশগুলো বিশেষ করে ইউরো জোনের কোন দেশে বাজেট ঘাটতি দেখা দিলে তার প্রভাব পড়ে ইউরো মুদ্রার উপর৷ তাই সদস্য দেশগুলোর ঘাটতি মোকাবিলায় বিশেষ উদ্ধার তহবিল রয়েছে ইউরোপীয় ইউনিয়নের৷ এতদিন করদাতাদের কাছ থেকে প্রাপ্ত অর্থ এই তহবিলে জমা করা হতো৷ কিন্তু এবার বেসরকারি খাতকেও উদ্ধার তহবিলে যুক্ত করতে চায় জার্মানি৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে এই বিষয়ে জানান, বিনিয়োগকারীরা শুধু মুনাফা নিবে আর মন্দা সহায়তার তহবিলে করদাতারা অর্থ দেবে, এমন নীতি ইউরোপকে শেষ করে দেবে৷

রোমে শিক্ষার্থীদের বিক্ষোভ

অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, আয়ারল্যান্ডের মতোই বাজেট ঘাটতিতে পড়তে পারে ইটালি৷ তাই সেদেশের সরকার আগেভাগেই সরকারি ব্যয় সংকোচন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে৷ আপাতত নয় বিলিয়ন ইউরোর খরচ কমানো এবং শিক্ষাখাতের এক লাখ ত্রিশ হাজার জনবল ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে ইটালির সরকার৷ মঙ্গলবার সংসদে এই কৃচ্ছ্রসাধন অনুমোদন পেতে পারে৷ শিক্ষার্থীরা এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ