1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পেট্রোল তৈরির উদ্যোগ

ক্রিস্টিনা রোডার/এসবি২৬ মে ২০১৫

গাড়ির জ্বালানি হিসেবে খনিজ তেলের ভবিষ্যৎ যে অন্ধকার, তা সবার জানা৷ খোঁজ চলছে বিকল্প জ্বালানির৷ এর মধ্যে রয়েছে কৃত্রিম উপায়ে পেট্রোল তৈরির অভিনব এক উদ্যোগ৷ জার্মানির কিছু বড় সংস্থাও এই উদ্যোগে শামিল হয়েছে৷

Deutschland Vom Klimakiller zum Kraftstoff - Aus CO 2 wird Benzin
ছবি: DW/C. Röder

পরীক্ষামূলক প্লান্টের মূল কেন্দ্র একটি কন্টেনারের মধ্যে রয়েছে৷ এখনো নিরাপদেই দরজা খুলে উঁকি মারা যায়৷ কিন্তু প্লান্ট চালু হলে মারাত্মক চাপ সৃষ্টি হয়৷ তাপমাত্রা হাজার ডিগ্রি পর্যন্ত বেড়ে যায়৷ সানফায়ার সংস্থার নিল্স আলডাগ বলেন, ‘‘একেবারে প্রেশার কুকারের মতো হবে৷ এই প্রক্রিয়ার ভালো দিক হলো, এতে খুব কম শব্দ হয়, বাষ্প বার হয় না৷ এই প্লান্টে অত্যন্ত শুদ্ধ মানের জ্বালানি উৎপাদন করা হয়৷ অথচ বাইরে তা টেরই পাওয়া যায় না৷''

কোম্পানিগুলি কার্বন-ডাই-অক্সাইড, পানি ও বিদ্যুৎ থেকে পেট্রোল তৈরি করতে চায়৷ অন্যরাও সেটা করছে বটে, কিন্তু সানফায়ার এক নতুন প্রক্রিয়া কাজে লাগাচ্ছে – উচ্চ তাপমাত্রা, বাষ্প ও চাপের সাহায্যে৷ আলডাগ বলেন, ‘‘এই ইলেকট্রোলিসিস প্রক্রিয়ার বিশেষত্ব হলো, এক্ষেত্রে আমরা দক্ষতার মাত্রা ৯০ শতাংশ বাড়িয়ে দেই৷ অর্থাৎ একই পরিমাণ হাইড্রোজেন উৎপাদন করতে অনেক কম বিদ্যুতের প্রয়োজন হয়৷ প্রক্রিয়াটি অনেক বেশি এফিশিয়েন্ট৷''

হাইড্রোজেন ও কার্বন-ডাই-অক্সাইড থেকে বড় আকারে জ্বালানি তৈরি করতে হলে এটা অত্যন্ত জরুরি৷ শিল্পজগতে সহযোগী জোগাড় হয়ে গেছে৷ পেট্রোলিয়াম কোম্পানি ‘টোটাল' ও গাড়ি নির্মাতা ‘আউডি' এই প্রক্রিয়ায় বিনিয়োগ করতে প্রস্তুত, যাতে তারা এমন প্লান্ট থেকে তাদের ক্রেতাদের জন্য পরিবেশবান্ধব পেট্রোল দিতে পারে৷ আউডি কোম্পানির হাগেন সাইফার্ট বলেন, ‘‘বর্তমানে এই প্লান্ট মোটেই অর্থনৈতিকভাবে লাভবান নয়৷ অবশ্যই আরও বড় প্লান্ট তৈরি করতে হবে৷ ঠিক কত কম দরে আপনি বিদ্যুৎ কিনতে চান, সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে৷''

ড্রেসডেন শহরে পরীক্ষামূলক প্লান্টটি বেশ বড়৷ তবে পেট্রোল উৎপাদনের আসল ব্যয়ের জন্য তা কোনো মানদণ্ড হতে পারে না৷ এমনকি বিদ্যুতের দাম কম হলেও পুনর্ববহারযোগ্য জ্বালানি এখনো খনিজ তেলের তুলনায় পাঁচ গুণ বেশি দামি হতে পারে৷ সানফায়ার কোম্পানি অবশ্য চলতি দশকেই বাণিজ্যিকভাবে প্লান্ট বিক্রির বিষয়ে বেশ নিশ্চিত৷ নিল্স আলডাগ বলেন, ‘‘এই সব প্লান্ট রিফাইনারি বা শোধনাগারের সম্পূরক ও পরিপূরক হবে৷ অর্থাৎ কার্যক্ষেত্রে এক সাধারণ শোধনাগারের সঙ্গে সানফায়ারের পুনর্ব্যবহারযোগ্য শোধনাগার যুক্ত হয়ে জীবাশ্মভিত্তিক ও পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির এক মিশ্রণ তৈরি করবে৷ দুটি পরস্পরের সঙ্গে মিশিয়ে চালু অবকাঠামোর মাধ্যমে বিক্রি করা হবে৷''

এমন প্লান্টের জন্য এখনো কোনো জায়গা বাছা হয়নি৷ কিন্তু এই কোম্পানি যে ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী, তা বোঝা যাচ্ছে৷ কারণ ইতিমধ্যেই তারা প্লান্টের যন্ত্রাংশ তৈরির জন্য নতুন এক বিল্ডিং নির্মাণ করছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ