কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি শিশু যৌন নির্যাতনের ছবি বাড়ছে
২৩ জুলাই ২০২৪
সত্যিকারের ভুক্তভোগী এবং অপরাধীদের ধরা আরো কঠিন করে তুলেছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’৷ পাশাপাশি আসল মানুষদের আদলে নকল কিছু তৈরিতে ‘ডিপফেক’ প্রযুক্তি ব্যবহারের কথাও জানিয়েছে ইউরোপোল৷
বিজ্ঞাপন
ইউরোপে পুলিশের সংস্থা ইউরোপোল সোমবার সতর্ক করে জানিয়েছে যে, অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি শিশুদের যৌন নির্যাতনের ছবির হার অনেক বেড়ে গেছে৷
‘‘কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি শিশু যৌন নির্যাতনের উপাদানের বিভিন্ন ঘটনা রিপোর্ট করা হয়েছে,'' হেগভিত্তিক সংস্থাটি নতুন এক প্রতিবেদনে জানিয়েছে৷
এআই প্রযুক্তি নিয়ন্ত্রণের চেষ্টায় বিভিন্ন দেশ
চ্যাটজিপিটিসহ জেনারেটিভ এআই বা সৃজনভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তার অনলাইন টুলগুলো রীতিমত পুরো বিশ্বকে উলটে পালটে দিচ্ছে৷ এ অবস্থায় দেশে দেশে চলছে একে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের নানা কৌশল আবিষ্কারের চেষ্টা৷
ছবি: Lionel Bonaventure/AFP
অস্ট্রেলিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তার টুলগুলো নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়ার সরকার সংশ্লিষ্ট দপ্তর ও বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছে৷ তারা তাদের প্রধান সায়েন্স অ্যাডভাইজরি বডির সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ চালিয়ে যাচ্ছে৷ একইভাবে আয়ারল্যান্ডও তাদের দেশীয় বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছে৷
ছবি: Manuel Ruiz/Addictive Stock/IMAGO
ব্রিটেন
ব্রিটেনের বাজার প্রতিযোগিতার নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, তারা শিগগিরই গ্রাহক, ব্যবসা ও অর্থনীতির ওপর এআইয়ের প্রভাব খতিয়ে দেখবে, এবং সিদ্ধান্ত নেবে কোনো নতুন আইনের প্রয়োজন আছে কি না৷
ছবি: Stefani Reynold/AFP/Getty Images
চীন
এপ্রিল মাসে চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক জেনারেটিভ এআই নিয়ে তাদের খসড়া ব্যবস্থাপনা উদ্যোগগুলো তুলে ধরেছে৷ তারা বিভিন্ন কোম্পানিকে তাদের এআই সেবা জনগণের জন্য উন্মুক্ত করার আগে এর নিরাপত্তা ব্যবস্থা কেমন, তা কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে নির্দেশ দিয়েছে৷
ছবি: Lintao Zhang/Getty Images
ইউরোপীয় ইউনিয়ন
ইউরোপীয় পার্লামেন্ট সম্প্রতি ব্লকের প্রথম আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স অ্যাক্টের খসড়া তৈরি করেছে৷ এই আইনের মূলে রয়েছে, কপিরাইট নিয়ন্ত্রণ৷ ইউরোপীয়ান ড্যাটা প্রটেকশন বোর্ড এপ্রিলে চ্যাটজিপিটির জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে৷ ইটালি মার্চে চ্যাটজিপিটি নিষিদ্ধ করে দিয়েছিল৷ কিন্তু সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে৷ স্পেনও চ্যাটজিপিটি সীমা লঙ্ঘন করেছে কিনা তা খতিয়ে দেখছে৷
ছবি: Patrick Seeger/AP Images/picture alliance
জি সেভেন
জাপানে সম্প্রতি গ্রুপ অফ সেভেন বা জি সেভেন দেশগুলোর বৈঠকে দেশগুলোর প্রযুক্তি মন্ত্রীরা একমত হয়েছেন যে, এআইয়ের ঝুঁকি সংক্রান্ত সাধারণ আইন তৈরি করা উচিত৷
ছবি: Torsten Sukrow/SULUPRESS.DE/picture alliance
যু্ক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন বলছে, তারা বিদ্যমান আইনেই নিয়ন্ত্রণ জোরদার করবে৷ ২৭ এপ্রিল সেনেটর মাইকেল বেনেট এআই নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠনে নতুন বিল উত্থাপন করেছেন৷ বাইডেন প্রশাসন এ ব্যাপারে জনমত যাচাই করছে৷
ছবি: MidJourney
6 ছবি1 | 6
‘‘কৃত্রিম বুদ্ধিমত্তা যা ব্যবহার করে শিশু যৌন নিপীড়করা শিশুদের যৌন নির্যাতনের উপাদান তৈরি বা পরিবর্তন করতে পারছেন সেসবের ব্যবহার ভবিষ্যতে আরো প্রসারিত হতে পারে,'' ইউরোপে ডিজিটাল হুমকি নিয়ে ৩৭ পাতার এক প্রতিবেদনে একথা জানিয়েছে সংগঠনটি৷
প্রতিবেদনে আরো বলা হয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবির কারণে প্রকৃত ভুক্তভোগীদের সনাক্তও আরো কঠিন হয়ে পড়েছে৷
গত মে মাসে যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে যে বছরে ত্রিশ কোটি শিশু অনলাইনে কোন না কোনভাবে যৌন শোষণের শিকার হচ্ছে৷
গবেষণায় দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা অনলাইনে শিশু নিপীড়নে এক নতুন মাত্রা এনে দিয়েছে আসল মানুষের আদলে নকল কনটেন্ট তৈরির মাধ্যমে৷
‘‘এমনকি যেসব ঘটনায় পুরোপুরি কৃত্রিম কনটেন্ট তৈরি করি হয়েছে এবং সত্যিকারের কোনো ভুক্তভোগী সেখানে নেই, সেসবের ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা শিশুদের অবমাননায় এবং তাদেরকে যৌন বস্তু হিসেবে দেখানোয় ভূমিকা রাখছে,'' জানিয়েছে ইউরোপোল৷