1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কৃত্রিম হাত

৮ ফেব্রুয়ারি ২০১৪

কল্পবিজ্ঞানের কাহিনি নয়, বাস্তবেই এটা সম্ভব হচ্ছে৷ বিজ্ঞানীরা এই প্রথম এমন এক কৃত্রিম হাতের প্রোটোটাইপ তৈরি করেছেন, যার সাহায্যে মানুষ কোনো বস্তু অনুভব করে হাত সেই অনুযায়ী মেলে ধরতে পারে৷

Roboter Medizintechnik
ছবি: Getty Images/AFP

দুর্ঘটনা বা রোগের কারণে অঙ্গহানি একটা বড় সমস্যা৷ নতুন করে শরীরকে মানিয়ে নিতে হয়৷ ক্রাচ, লাঠি, কৃত্রিম পা বা হাত কিছুটা সহায়তা করতে পারে বটে, কিন্তু সে সব যে শরীরের অংশ নয়, তা পদে পদে বোঝা যায়৷ কারণ অনুভূতি ছাড়া কোনো কিছুকেই কি নিজের ভাবা চলে!

ইউরোপীয় গবেষকরা এবার এই অসম্ভবকেই সম্ভব করে তুলছেন৷ তাঁরা এমন একটি রোবোট হাত তৈরি করেছেন, যা দিয়ে কোনো বস্তুকে ছুঁলে বোঝা যাবে – সেটি বোতল, বেসবল না কমলা লেবু৷ ডেনমার্কের ডেনিস আবো সোরেনসেন এই ‘বায়নিক' হাতের প্রথম প্রোটোটাইপ পরীক্ষা করে দেখে মুগ্ধ হয়েছেন৷ বছর দশেক আগে এক দুর্ঘটনায় তিনি নিজের বাঁ হাত খুইয়েছিলেন৷ পরীক্ষামূলক হাত দিয়ে নানা বস্তু ছুঁইয়ে তাঁর মনে হয়েছে সেই অনুভূতি অনেকটা স্বাভাবিক হাতের মতোই৷

রোমের হাসপাতালে ডাক্রাররা সোরেনসেন-এর হাতে ‘আলনার' ও ‘মেডিয়ান' নামের দুটি নার্ভে ছোট ইলেকট্রোড ঢুকিয়েছিলেনছবি: picture-alliance/AP

ইউরোপ ও অ্যামেরিকায় এমন প্রচেষ্টা আগেও হয়েছে৷ তবে সাম্প্রতিকতম এই উদ্ভাবনের ক্ষেত্রে একটা চমক রয়েছে৷ নতুন ‘হাত' পরে সোরেনসেন শুধু বিভিন্ন বস্তুর মধ্যে পার্থক্য বুঝতে পারেন নি, সঙ্গে সঙ্গে স্বাভাবিক প্রতিক্রিয়াও দেখিয়েছেন৷ বস্তুর আকার অনুযায়ী হাত মেলে ধরেছেন তিনি৷ এতকাল কৃত্রিম হাত পরেও চোখে না দেখে কিছুই বুঝতে পারতেন না সোরেনসেন৷ এবার চোখ বুজেও সব কিছু অনুভব করতে পারছেন তিনি৷

তবে এই ‘বায়নিক' হাত চটে করে পরে নেওয়া যায় না৷ রোমের হাসপাতালে ডাক্রাররা সোরেনসেন-এর হাতে ‘আলনার' ও ‘মেডিয়ান' নামের দুটি নার্ভে ছোট ইলেকট্রোড ঢুকিয়েছিলেন৷ দুর্বল ইলেকট্রিক স্পন্দন দিতেই তাঁর মনে হলো, হারিয়ে যাওয়া আঙুলগুলি যেন নড়াচড়া করছে৷ তারপর রোবোটের দুটি আঙুলের সঙ্গে তাঁর হাতের মধ্যে সংযোগ ঘটানো হয়৷ ফলে সোরেনসেন-এর মস্তিষ্কের সঙ্গে আঙুলগুলির একটা সমন্বয় গড়ে ওঠে

অনুভূতি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে সোরেনসেন-এর চোখ বেঁধে তাঁর কানে হেডফোন পরিয়ে দেওয়া হয়৷ তারপর ‘তাঁর হাতে' নানা রকম জিনিস তুলে দেওয়া হতে থাকে৷ প্রতিবারই আকার-আয়তন ও ওজন অনুযায়ী সেই হাত নিজেকে মানিয়ে নিতে পেরেছে৷

পরীক্ষা সফল হলেও মানুষের ব্যবহারের জন্য এমন কৃত্রিম হাত তৈরি করতে আরও কয়েক বছর লেগে যাবে বলে গবেষকরা জানিয়েছেন৷

এসবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ