1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অর্থমন্ত্রীর বক্তব্য নিয়ে আলোচনা

১৪ জুন ২০১৬

দুই বছর পর কৃষকদের কাছ থেকে আয়কর আদায় শুরু করার পরিকল্পনা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ তবে তিনি বলেছেন, কৃষকদের আয়ের ওপর করারোপ করতে হবে, পুরো উৎপাদনের ওপর নয়৷

ছবি: FARJANA K. GODHULY/AFP/Getty Images

সম্প্রতি ঢাকায় এক আলোচনা সভায় এই মন্তব্য করেন অর্থমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘এখন সময় হয়েছে আমাদের চাষী কিষাণরা, তাদেরও এখন ট্যাক্স দিতে হবে৷ কারণ এখন ‘বেশ বড় কৃষক' অনেক হয়ে গেছে৷ এলাকা বেশি হয় নাই, কিন্তু এলাকার প্রোডাক্টিভিটি এত বেড়েছে যে তাদের ওপর করারোপ করা যায়৷ যদিও এখন পর্যন্ত তারা কর অব্যাহতি পায়৷ তবে তাদের আয়ের ওপর করারোপ করতে হবে, পুরো উৎপাদনের ওপর নয়৷''

বর্তমানে চাকরিজীবী ও ব্যবসায়ীসহ অন্যান্য পেশাজীবীদের মধ্যে যাঁদের বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার বেশি, তাঁদের কর দিতে হয়৷ কৃষকদের ক্ষেত্রে তাঁদের আয়ের উপর করারোপের কথা বললেও সেই সীমা কতখানি হবে, সেটি বলেননি অর্থমন্ত্রী৷

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতছবি: DW/A. Chatterjee

তবে কৃষকদের ট্যাক্স দিতে হবে জেনে সামাজিক মাধ্যমে অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন অনেকে৷ অর্থমন্ত্রীর মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন রবিন আহসান৷ ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘যে কৃষক ফসলের দাম পায় না, তাকেও ট্যাক্স দিতে হবে!!! (আওয়ামী লীগ নীলকর ইংরেজ সরকার হতে যাচ্ছে)৷''

শাহীন হোসেনও একই ধরণের মন্তব্য করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘এমনিতেই কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যয্যমূল্য পায় না, তার উপর আবার কর আরোপ৷''

মো. সুমন অর্থমন্ত্রীর বক্তব্যকে ‘হাস্যকর' মনে করছেন৷ তিনি লিখেছেন, ‘‘যেখানে ফসল উৎপাদন করে প্রতি বিঘা জমিতে ৫ থেকে ৬ হাজার টাকা লোকসান হয়, সেখানে কৃষক দেবে ভ্যাট এমন ঘোষণা আমার কাছে হাস্যকর মনে হচ্ছে৷'' অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘‘...দুর্নীতি করার মতো টাকা বোধহয় আপনাদের তহবিলে ঘাটতি হয়েছে যা পূরণ করতে কৃষকদের ভ্যাট দেওয়ার ঘোষণা দিয়েছেন৷ নাকি সরকারি কর্মচারীদের বেতন আরেকগুণ বাড়াতে চাচ্ছেন?''

এদিকে, রতন কুমার মজুমদার মনে করছেন, অর্থমন্ত্রীর বক্তব্যকে অনেকে ভুলভাবে উপস্থাপন করছেন৷ কৃষক হলেই যে তাঁকে কর দিতে হবে এমন মন্তব্য অর্থমন্ত্রী করেননি বলে ফেসবুকে লিখেছেন তিনি৷ দেশের সবাইকে কর দেয়ার আহ্বান জানিয়ে রতন কুমার মজুমদার বলেন, ‘‘পৃথিবীর প্রায় সকল দেশের নাগরিক ট্যাক্স দিয়ে গর্ববোধ করে৷ দেশের উন্নয়নে তাঁদের অবদান রাখার জন্যই স্বপ্রণোদিত হয়ে ট্যাক্স দেয়৷''

ইফতেখার মোহাম্মদের প্রশ্ন, ‘‘কৃষক যদি করমুক্ত আয় সীমার উপরে ওঠে, কেন সে কর দেবে না?''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ