উত্তর প্রদেশের সোনভদ্র এলাকায় মৃত কৃষকদের পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী৷ তার আগেই, শুক্রবার নারায়ণপুর শহরে তাঁকে আটক করা হয়৷
বিজ্ঞাপন
জমি না ছাড়ার ‘অপরাধে' অজানা আততায়ীর গুলিতে ভারতের উত্তরপ্রদেশের সোনভদ্র অঞ্চলে প্রাণ হারিয়েছিলেন ১০জন আদিবাসী কৃষক৷ সেই কৃষকদের পরিবারের সাথে শুক্রবার দেখা করতে যাচ্ছিল কংগ্রেসের একটি প্রতিনিধি দল, যেখানে সামিল ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী৷
বারাণসীতে অন্যান্য কৃষক পরিবারের সাথে দেখা করার পর যখন প্রিয়াঙ্কা মূল ঘটনাস্থল সোনভদ্রর উদ্দেশ্যে রওয়ানা দেন, তখন তার আগেই নারায়ণপুর অঞ্চলে তাঁকে থামানো হলে তিনি অবস্থান বিক্ষোভে বসেন৷ সেখান থেকেই তাঁকে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ৷ বলা হয়, এটি শুধুই ‘প্রিভেন্টিভ কাস্টডি', অর্থাৎ প্রতিরোধমূলক হেফাজত৷
কিন্তু এই ঘটনা নিয়ে এর মধ্যে কংগ্রেস মহলে সাড়া পড়ে গেছে৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির দিকে উঠছে প্রশ্নের তীর৷
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আমলে রাজ্যটি একটি অপরাধের স্বর্গ হয়ে পড়েছে এমন কথা বলেছেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং হুডা৷ শুধু তাই নয়, রাহুল গান্ধী একটি টুইটে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করাকে ‘বেআইনী' আখ্যা দেন ও রাজ্যে বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন৷
সংবাদসংস্থা এএনআই একটি টুইটে প্রকাশ করেছে গ্রেপ্তার হওয়ার মূহুর্তের প্রিয়াঙ্কার একটি চিত্র৷ সেখানে তিনি বলছেন, ‘‘আমাদের ভয় দেখানো যাবে না৷ আমরা শুধুই শান্তিপূর্ণভাবে মৃত কৃষকদের পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিলাম৷ এখন আমি জানিনা আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে৷ যেখানেই নিয়ে যাক না কেন, আমরা প্রস্তুত৷''
এসএস/কেএম (সূত্র: এএনআই)
২৬ জানুয়ারির ছবিঘরটি দেখুন...
প্রিয়াঙ্কা গান্ধী সম্পর্কে জানা-অজানা কিছু তথ্য
অবশেষে গান্ধী পরিবারের আরেক সদস্য রাজনীতিতে সক্রিয় হলেন৷ তিনি রাজীব গান্ধীর কন্যা প্রিয়াঙ্কা গান্ধী৷ সাধারণ মানুষ তাঁর মধ্যে দাদি ইন্দিরা গান্ধীর ছায়া দেখতে পান৷ চলুন ছবিঘরে দেখে নিই তাঁর জীবনের কিছু জানা-অজানা তথ্য৷
ছবি: picture-alliance/AP Photo/R.K. Singh
শৈশব
প্রিয়াঙ্কা গান্ধীর জন্ম ১৯৭২ সালের ১২ জানুয়ারি ভারতের রাজধানী নয়া দিল্লিতে৷ ৪৭ তম জন্মদিনের ১০ দিন পর তিনি রাজনীতিতে যোগ দেয়ার ঘোষণা দেন৷
ছবি: Imago/Hindustan Times
শিক্ষা
প্রিয়াঙ্কা দিল্লির বিখ্যাত স্কুল মর্ডান স্কুলে পড়ালেখা করেছেন৷ এরপর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত জিএসএস অ্যান্ড মেরি কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন৷
ছবি: picture-alliance/dpa/Raveendran
বাসায় পড়ালেখা
ইন্দিরা গান্ধীকে হত্যার পর বেশ কিছুদিন প্রিয়াঙ্কা স্কুলে যাননি৷ তখন বাসায় থেকেই পড়ালেখা করেছেন৷ বড় ভাই রাহুলের চেয়ে দুই বছরের ছোট প্রিয়াঙ্কা৷
ছবি: Getty Images/AFP/D.E. Curran
বৌদ্ধ ধর্ম
খুব কম মানুষই জানেন যে, প্রিয়াঙ্কা বৌদ্ধ ধর্ম শিক্ষায় মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন৷ ২০১০ সালে তিনি এই ডিগ্রি লাভ করেন৷ তিনি বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট৷
ছবি: Reuters/P. Kumar
বিয়ে
১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি প্রিয়াঙ্কা তাঁর ছোটবেলার বন্ধু রবার্ট ভদ্রকে বিয়ে করেন৷ রবার্ট দিল্লির সুপরিচিত ব্যবসায়ী৷ তবে গত বেশ কয়েক বছর ধরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে৷
ছবি: Getty Images/AFP/Raveendran
সন্তান
প্রিয়াঙ্কা-রবার্ট দম্পতির দুই সন্তান৷ ছেলে রোহান আর মেয়ে মিরায়া৷ সন্তানদের কাছে মা প্রিয়াঙ্কা ভীষণ কড়া শিক্ষকের মতো৷
ছবি: Imago/Zuma
দাদির ছায়া
কেবল সাধারণ মানুষ নয়, প্রিয়াঙ্কা নিজেও মনে করেন, তিনি দেখতে ইন্দিরা গান্ধীর মতো৷ দাদির মতোই ছোট চুল, খাঁড়া নাক৷ তাঁর কাছে দাদির কিছু শাড়িও রয়েছে৷
ছবি: picture-alliance/united archives
প্রথম ভাষণ
প্রিয়াঙ্কাকে মাইক হাতে খুব কমই দেখা গেছে৷ তিনি স্বল্পভাষী, কিন্তু যখন কথা বলেন, তখন তা সাধারণ মানুষের হৃদয় স্পর্শ করে৷ মাত্র ১৬ বছর বয়সে তিনি প্রথম রাজনৈতিক বক্তব্য দেন৷
ছবি: Getty Images/AFP
নির্বাচনি প্রচারণা
আমেথি আর রায়বারেলিতে নির্বাচনি প্রচারের সময় প্রিয়াঙ্কা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন৷ শোনা যায়, ভাই রাহুল গান্ধীর রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷
ছবি: Imago/Hindustan Times
শখ
প্রিয়াঙ্কা বই পড়তে, রান্না করতে এবং ছবি তুলতে ভালোবাসেন৷ এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর শুদ্ধ হিন্দি উচ্চারণের পেছনে অমিতাভ বচ্চনের মা তেজী বচ্চনের কৃতিত্ব অনেক৷